টমেটোর দোলমা | কীভাবে তৈরি করবেন এই মজাদার রেসিপিটি?

টমেটোর দোলমা!

টমেটোর দোলমা - shajgoj.com

পটল দোলমার কথা তো আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা আপনাদের জানাবো ভিন্ন একটি আইটেম টমেটোর দোলমা তৈরির পদ্ধতি সম্পর্কে। খুব সুস্বাদু ও হেলদি এই আইটেমটি তৈরি করার পদ্ধতিটিও অনেক সহজ। টমেটোতে রয়েছে ক্যারোটিন (Carotene) যা মানবদেহে ভিটামিন এ এর কাজ করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে। পাকা টমেটোতে আছে ভিটামিন সি যা শরীরের পক্ষে খুবই উপকারী। অনেকেই টমেটো খেতে পছন্দ করে না, বিশেষ করে শিশুরা একদমই খেতে চায় না। কিন্তু এই মজাদার আইটেমটি বড় ছোট সবারই ভালো লাগবে। তো চলুন দেরি না করে জেনে নিন কীভাবে তৈরি করবেন হেলদি ও টেস্টি টমেটোর দোলমা।

টমেটোর দোলমা তৈরির পদ্ধতি

উপকরণ

  • বড় সাইজের টমেটো- ৭-৮টি
  • মাছ- ১/২ কেজি
  • পেঁয়াজ কুঁচি- ৩-৪টি
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • রসুন কুঁচি- ১/২ চা চামচ
  • লাল মরিচ বাটা- ৫/৬টি
  • কাঁচামরিচ কুঁচি- ৩/৪টি
  • ধনেপাতা বাটা- ১/২ চা চামচ
  • জিরা বাটা- ১/২ চা চামচ
  • পুদিনা পাতা বাটা- ১/২ বাটা
  • লবণ- পরিমাণমতো
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে ছুরি দিয়ে টমেটোর বোঁটার মুখ গোল করে কেটে নিতে হবে এবং টমেটোর ভেতরের সব বের করে নিবো।

২) এবার টমেটোগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

৩) তারপর মাছ সেদ্ধ করে কাটা বেছে তাতে টমেটোর ভেতরের অংশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে নিবো।

৪) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে মেশানো মাছ ভালোভাবে ভেজে নিতে হবে।

৫) এখন টমেটোগুলোতে ভেজে রাখা মাছের কিমা ভরে তার উপর কেটে রাখা টমেটোর বোঁটার মুখ দিয়ে ঢেকে দিবো।

৬) এবার টমেটোগুলোতে তেল বা বাটার মাখিয়ে একটি তাওয়া বা প্যানে একটি একটি করে রাখতে হবে।

৭) তারপর অল্প আঁচে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিবো। কিছুক্ষণ পর চাইলে টমেটো উল্টে দিতে পারেন।

৮) চাইলে ওভেনেও অল্প হিটে তৈরি করতে পারেন।

৯) টমেটো নরম হলে নামিয়ে নিতে হবে। চাইলে উপরে চিজ কুঁচি করে দিতে পারেন।

তৈরি হয়ে গেলো খুবই মজাদার টমেটোর দোলমা। গরম ভাত, পোলাও কিংবা রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে সুস্বাদু এই আইটেমটি। তো আজই তৈরি করুন মজাদার এই ডিশটি! আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন! ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি- দ্যা নিউজবিডি.কম

8 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort