সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ - Shajgoj

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

fii

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায় না। কেমন হয় যদি নিজেই আপনার নরমাল স্যান্ডেল জোড়াকে করে তুলতে পারেন সুন্দর, আকর্ষণীয় এবং একই সাথে আনকমন। আজকে আপনাদের জন্য এমনই একটি পদ্ধতি দেয়া হল যার সাহায্যে আপনার নরমাল স্যান্ডেল জোড়াকে খুব সহজেই করে তুলতে পারেন অসাধারণ।

যা যা লাগবেঃ

– এক জোড়া স্যান্ডেল

– একটি বড় ফিতা

– অনেকগুলো বড়, মাঝারি ও ছোট সাইজের পুঁতি

– কয়েকটি ছোট ছোট শামুক

– আঠা

– সুঁই এবং সুতা

01

পদ্ধতিসমুহঃ

– স্যান্ডেলের কালারের সাথে ম্যাচ করে একটি লম্বা ফিতা নিন। এখন স্যান্ডেলের দুইটি ফিতার একটির গোড়ায় আঠা লাগিয়ে সেখানে আপনার নেয়া লম্বা ফিতাটি ভালো মতো আঠার সাথে লাগান যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।

02

-এখন আঠা দিয়ে লাগানো ফিতাটি স্যান্ডেলের ফিতার সাথে ধীরে ধীরে মোড়ান। মোড়ানোর মাঝে মাঝে আঠা লাগিয়ে নিন।

03

– পুরোটা স্যান্ডেল ফিতা দিয়ে মোড়ানোর পর এটি দেখতে এমন হবে।

04

– এখন আরেক টুকরো ফিতা নিয়ে স্যান্ডেলের সামনে নীচের দিক থেকে আঠার সাহায্যে ফিতাটি লাগিয়ে নিন। এরপর ফিতাটি স্যান্ডেলের এক ফিতা থেকে আরেক ফিতায় উপর-নীচ করে মুড়িয়ে নিন।

05

– এভাবে ৭-৮ বার স্যান্ডেলে ফিতাটি মোড়ানোর পর ফিতার শেষ প্রান্ত আঠা দিয়ে ভালো মতো আটকে নিন।

06

– স্যান্ডেলের একদম সামনে একটি বড় পুঁতি প্রথমে আঠা দিয়ে লাগিয়ে এরপর সুঁই সুতা দিয়ে ২ বার ভালো মতো সেলাই করুন। এরপর ছবির মত করে সাজিয়ে বিভিন্ন সাইজের পুঁতি আঠা এবং সুঁই সুতা দিয়ে লাগিয়ে নিন। এর মাঝে মাঝে ছোট শামুক গুলো আঠা দিয়ে বসিয়ে দিন।

07

– সবকিছু লাগানোর শেষে এই হল রেজাল্ট। কি? চেনা যায়? দেখলেন তো কত সহজেই এক জোড়া নরমাল স্যান্ডেল এতটা সুন্দর করে তোলা যায়!

08

তাহলে আর দেরি কেন? আজই বসে যান আপনার স্যান্ডেল জোড়া নিয়ে আর সাজিয়ে তুলুন আপনার মন মতো।

লিখেছেনঃ নাহার

ছবিঃ পিন্টারেস্ট.কম

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...