নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল - Shajgoj

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল

sandle

এই সময়ে ফ্লোরাল স্যান্ডেলের ট্রেণ্ড বেশ চলছে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্টাইলিশ। ফ্লোরাল স্যান্ডেল খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন কিছু স্টেপ অনুসরণ করার মাধ্যমে। নিজের পুরনো একজোড়া স্যান্ডেল দিয়ে বা পছন্দমতো নতুন স্যান্ডেল কিনে একে সাজিয়ে তুলতে পারেন নিজের মনের মত করে। কীভাবে? নিচের স্টেপগুলো অনুসরণ করে বানিয়ে নিন নিজের ফ্লোরাল স্যান্ডেল।

[picture]

যা যা লাগবেঃ

– একজোড়া স্যান্ডেল

– দুই টুকরা মাঝারি সাইজের কাপড়

– সুঁই ও সুতা

– কাঁচি

– গ্লু/ আঠা

C:\Users\Bulbuli\Desktop\DSC_0038.JPG

পদ্ধতিসমুহঃ

– প্রথমেই স্যান্ডেলে লাগানোর জন্য ফুল বানাতে হবে। ফুল বানানোর জন্যে কাপড় গোলাকার করে কাটতে হবে। প্রত্যেক স্যান্ডেলে দুইটি করে ফুল লাগবে। প্রত্যেকটা ফুলের জন্য ৪ টি ২.৫ ইঞ্চি, ৪ টি ২ ইঞ্চি এবং ১ টি ১ ইঞ্চি গোল করে কাপড় কাটতে হবে। কাপড় কাটার পর এবার ফুল বানানোর পালা। ১ ইঞ্চির কাপড়টি ফুলের বেইজ হিসেবে ব্যবহার করা হবে। তাই সেই কাপড়টি ছাড়া বাকি সব গোলাকার কাপড় নিচের ছবির মত করে চার ভাঁজ করুন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0042.JPG

– এবার এটি ধরে দুই সাইড থেকে চাপ দিয়ে কোনের মত করুন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0046.JPG

 

– এবার প্রথমে ২.৫ ইঞ্চি করে কাটা ভাঁজ করা কাপড়টি ১ ইঞ্চি করে কাটা ছোট কাপড়টির উপর নিয়ে ছবির মত করে সুঁই দিয়ে সেলাই করে নিন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0049.JPG

 

– এভাবেই বাকি তিনটি ২.৫ ইঞ্চির কাপড় পাশ দিয়ে সেলাই করে নিন। এটা হচ্ছে ফুলের প্রথম লেয়ার। এবার পরের লেয়ার করতে ২ ইঞ্চির যে গোল করে কাটা চারটি কাপড় রয়েছে সেগুলো ব্যবহার করা হবে। ঠিক একই পদ্ধতিতে ২ ইঞ্চির গোলাকার কাপড়গুলো প্রথম লেয়ারের উপর দিয়ে এমনভাবে সেলাই করে দিন যাতে ফুলটা দেখতে ভরাট লাগে। এভাবে আরও তিনটি ফুল বানিয়ে নিন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0052.JPG

– এবার স্যান্ডেলটি নিয়ে এর ফিতার উপর দিয়ে দুটি ফুল নিয়ে পাশাপাশি আঠা দিয়ে ভালো মতো লাগিয়ে নিন।C:\Users\Bulbuli\Desktop\DSC_0001.JPG

 

– যেহেতু আঠা ভালো মতো লাগতে কিছু সময় লাগতে পারে তাই সুবিধার জন্য আঠা লাগানোর পর ফুলের উপর ক্লিপ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0002.JPG

– ফুলগুলো স্যান্ডেলের সাথে ভালো মতো লেগে গেলে ক্লিপ খুলে নিন। বানানো হয়ে গেল স্টাইলিশ ফ্লোরাল স্যান্ডেল। তাহলে আর দেরি কেন? আজই বসে যান আপনার নিজের স্যান্ডেলটা মনের মত করে সাজিয়ে নিতে।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0016.JPG

লিখেছেনঃ নাহার

ছবিঃ পলকাডটসআরলাভ.ব্লগস্পট.কম

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort