শিশুদের ঘর সাজাতে পম-পম বার্ড নেস্ট! - Shajgoj

শিশুদের ঘর সাজাতে পম-পম বার্ড নেস্ট!

bird-nest-final2

বড়দের ঘরের থেকে শিশুদের ঘরটি অবশ্যই ভিন্ন হওয়া উচিত, যেমন- দেয়ালের রঙ, ভিন্ন ডিজাইনের টেবিল, খেলনা ইত্যাদি। আর তাদের ঘরটা তাদের মনের মতই রঙিন হলে ঘরের প্রতি তাদের আকর্ষণ থাকবে।

শিশুদের ঘরের দেয়ালের দিকে তাই একটু নজর বেশি যায়। কারণ তারা কাগজের থেকে দেয়ালেই আঁকতে পছন্দ করে।

তাই তাদেই নিয়েই তাদের দেয়াল সাজাতে তৈরি করুন পম-পম বার্ড নেস্ট।

 [picture]

যা যা লাগবে-

  • কাঁচি
  • খয়েরী রঙের পেপার
  • স্টেপ্লার
  • আঠা
  • খয়েরী রঙ
  • কমলা রঙের পেপার
  • ৩/৪ টি পম-পম বল
  • ছোট সাইজের প্লাস্টিকের চোখ
  • পেপার প্লেট
  • পেইন্ট ব্রাশ
  • ৩/৪ টি পপ্সিকেল সটীক

কিভাবে তৈরি করবেন-

  • প্রথমে একটি পেপার প্লেট নিয়ে কাচির সাহায্যে সেটাকে দুই ভাগ করে ফেলুন।

pom pom bird nest

  • এরপর খয়েরী রঙ দিয়ে সেটা রঙ করে ফেলুন।

pom pom bird nest 2.jpg

 

  • মাঝখানে ফাঁকা রেখে প্লেটের দুটি ভাগ আটকিয়ে দিন।

pom pom bird nest 3.jpg

  • এখন খয়েরী রঙের পেপার লম্বা লম্বা করে কেটে আঠার সাহায্যে ঐ পেপার প্লেটের এক পাশে আটকিয়ে দিন।
  • pom pom bird nest 4.jpg
  • কয়েকটি পম-পম বল নিয়ে তাতে চোখ আঠার সাহায্যে আটকিয়ে দিন এবং কমলা রঙের কাগজ নাকের মতো করে কেটে পম-পম বলে আটকিয়ে পাখির মুখ তৈরি করে নিন।

pom pom bird nest 5.jpg

  • মুখগুলোর নিচে পপ্সিকেল সটীক আঠার সাহায্যে আতক্যে দিন।

pom pom bird nest 6.jpg

  • এরপর তৈরি করা নেস্টটির ভিতরে পাখিগুলোর মুখ বাইরে রেখে আঠার সাহায্যে আটকিয়ে দিন।

 pom pom bird nest 7.jpg.png

ব্যস তৈরি হয়ে গেলো পম-পম বার্ড নেস্ট! এখন এটি আপনি শিশুদের ঘরের দেয়ালে আটকিয়ে সাজিয়ে রাখুন।

এরকম আরও অনেক ভাবে আপনি বার্ড-নেস্ট বানাতে পারেন। নিচে ছবি দেয়া হল-

pom pom bird nest 10.jpg.png pom pom bird nest 11.jpg.png

লিখেছেন – সোহানা মোরশেদ

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort