শিশুদের খেলনা বাড়ি - Shajgoj

শিশুদের খেলনা বাড়ি

1

আজ আমরা শিখব, অকেজো টয়লেট পেপার রোলকে কাজে লাগিয়ে কীভাবে একটি খেলনা বাড়ি তৈরি করা যায়। এটি শিশুদের খেলার উপকরণ বা বাড়ি সাজানোর কাজেও লাগাতে পারেন।  খেলনা বাড়ি তৈরি করতে যা লাগবে-

০১. টয়লেট পেপার রোল

০২. কালার পেপার

০৩. আইকা

০৪. কাঁচি

বাড়ির চাল তৈরির জন্য একটি রঙীন কাগজ নিন। কাগজটি চারপাশ সমান করে কেটে নিন।

01

এবার পর্যায়ক্রমে নিচের চিত্রের ন্যায় কাগজটিকে ভাঁজ করে নিন।

3

আরেক টুকরা কাগজ নিয়ে এভাবে ভাঁজ দিন।

4

এখন এটিকে বাড়ির চালের ভাঁজে এভাবে গুঁজে দিন।

5

টয়লেট পেপার রোলকে চিত্রের ন্যায় ভাঁজ দিন।

6

 আইকার সাহায্যে বাড়ির চাল পেপার রোলের সাথে সংযুক্ত করে দিন।

7

রঙীন কাগজের উপর ছোট দরজা, জানালা এঁকে কেটে নিন এবং আইকার সাহায্যে পেপার রোলের উপর লাগিয়ে দিন। এছাড়া দরজা জানালা তৈরির কাজে রঙীন মার্কার বা রঙ ব্যবহার করতে পারেন। বাড়ির তলা টেপ বা কাগজ দিয়ে বন্ধ করে দিন। দরজা কেটে বাড়ির ভিতর ছোট খাটো জিনিস সংরক্ষণ করতে পারেন।

8

লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

তথ্য এবং ছবিঃ ক্রোকোটেক.কম

3 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...