শিশুদের গিফট বক্স - Shajgoj

শিশুদের গিফট বক্স

1

সুন্দর একটা উপহার বক্স উপহারের প্রতি আর্কষণ বাড়িয়ে দেয় কয়েক গুণ। উপহার যতই ছোট বা সাদামাটা হোক একটি সুদৃশ্য উপহার বক্সই পারে একে অসাধারণ করে তুলতে। তেমনি এক গিফ্ট বক্স শেখাব বলে আজ হাজির হয়েছি। আপনার পরিবার বা কাছের কোন শিশুর জন্মদিনে উপহার যেমন-চকলেট, কার্ড ইত্যাদি পুরে নিয়ে যেতে পারেন এই সুন্দর গিফ্ট বক্সে। এছাড়াও জন্মদিন উপলক্ষ্যে বাড়ি সাজানোর কাজেও এটি ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেই কী লাগবে এটি তৈরিতে-

[picture]

১। বিভিন্ন রংয়ের কাগজ

২। আইকা

৩। কাঁচি

৪। কলম

2

একটি A4 সাইজ রঙ্গিন মোটা কাগজকে লম্বালম্বি ভাঁজ করুন। উপরের অংশে খোলা দিকে ৩ নং চিত্রের মতো গোল করে কেটে নিন। এবার মার্কার বা মোটা কালির যে কোন কলম দিয়ে ছবির মতো ড্রয়িং করে কেটে নিন।

3

কাগজের অর্ধেক অংশ ভাঁজ করুন উপরের দিকে। ১০, ১১ নং চিত্র অনুসরণ করে ভাঁজ দিন। ১২ নং চিত্রে লক্ষ্য করুন ভেতরের কাগজটি বাইরের দিকে ভাঁজ করে দিলে বক্সের বর্ডার তৈরি হবে। বক্স কিন্তু রেড়ি…বাকি কেবল একটু ডেকোরেশন।

4

যেহেতু শিশুদের গিফ্ট বক্স, সেহেত কিছু কার্টুন ক্যারেক্টারের মুখ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সাদা কাগজ বৃত্তাকারে কেটে তার উপর কলম দিয়ে চোখ এবং লম্বা বাঁকা করে কেটে ঠোঁট বানিয়েছি। এবার এগুলো আইকা দিয়ে বক্সের গায়ে লাগিয়ে নিন।

5

আপনি চাইলে উপরের চোখ, ঠোটঁ একে বসাতে পারেন।

এবার আপনার উপহারটি বক্সটিতে পুরে শিশুকে দিন, দেখুন ও কত্ত খুশি!

6

লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

সূত্র: ক্রোকোটাক ডট কম

4 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort