তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার খুঁজছেন! - Shajgoj

তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার খুঁজছেন!

Best-Moisturizers-for-Oily-Skin

বেশ অনেকদিন আগে নরমাল টু ড্রাই স্কিনের জন্য ভালো কিছু ডেইলি  ময়েশ্চারাইজারের নাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন অনেকেই জানতে চেয়েছিলেন অয়েলি আর কিছু ইউজ করলেই ব্রণ হয় এমন সেনসিটিভ স্কিনের জন্যও যেন এমন কিছু ডেইলি কসমেটিকের নাম জানাই।

[picture]

আর বেশ বাছাবাছি করে তেমন কিছু ক্রিম, জেল ক্রিম খুঁজে বের করলাম যেগুলো ব্যক্তিগতভাবে ইউজ করে আমার ভালো লেগেছে। এখানে বিভিন্ন বাজেটের এবং ব্র্যান্ডের কসমেটিক্স এবং তাদের স্পেসালিটি আপনাদের জানিয়ে দেব যাতে নিজের পছন্দ মত আপনারা দরকারি প্রোডাক্টটি বেছে নিতে পারেন।

১। নিউট্রজিনা অয়েল ফ্রি  ময়েশ্চারাইজার SPF 15

neutrogenar

এই ডেইলি  ময়েশ্চারাইজার  স্কিনে খুবই দ্রুত এবং পুরোপুরি ম্যাট ফিনিশে অ্যাবজর্বড হয়। স্কিনে কোন ধরণের সেনসিটিভিটি তৈরি করে না। তাই যাদের স্কিনে অ্যালার্জি আর সেনসিটিভিটির ভয়ে কিছু ইউজ করতে পারেন না তাদের জন্য পারফেক্ট।

দাম ও প্রাপ্তিস্থল-

অয়েলি স্কিনের জন্য অসম্ভব জনপ্রিয় এই প্রোডাক্ট টির দাম পড়বে প্রায় ৯০০-১০০০ টাকা। স্যাফায়ারসহ যেকোনো রেপুটেড অনলাইন কসমেটিক পেজে পেয়ে যাবেন।

–   এস পি এফ ১৫ থাকার ফলে কিছু সান প্রটেকশন দেয়।

–   স্কিনের তেলতেলে ভাব প্রায় ৩-৪ ঘণ্টা পর্যন্ত কমায়।

–   কখনই স্কিনের রোমকূপ বন্ধ করে দেয় না এবং ব্রণ তৈরি করে না।

২। ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কিন  ব্যালেন্সিং অয়েল ফ্রি  ময়েশ্চারাইজার

clean &care

অসম্ভব সাশ্রয়ী এই ক্রিমটিতে আছে স্যালিসাইলিক এসিড, আর এইজন্য একটিভ ব্রণ/ একনে আছে এমন স্কিনে এটা খুব ভালো কাজ করে এবং অ্যালার্জিক এবং সেন্সিটিভ স্কিনেও চোখ বুজে ইউজ করা যায়। এর একমাত্র খারাপ দিক বলতে গেলে বলব , এটা ইজিলি খুঁজে পাওয়া যায় না বাজারে, আর এতে একেবারেই কোন সানস্ক্রিন নেই, তাই সানস্ক্রিন আলাদা ইউজ করতে হবে।

দাম ও প্রাপ্তিস্থল-

দাম পড়তে পারে প্রায় ২০০-২৫০ টাকার মত। বড় এবং বিখ্যাত কসমেটিক শপগুলোতে মাঝে মাঝে পাওয়া যায়।

–   অল্প বয়সিদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট !!

–   ব্রণযুক্ত ত্বকে ভালো কাজ করে।

–   খুবই সাশ্রয়ী ঝামেলা বিহীন প্রোডাক্ট।

 

৩। দি বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং লোশন

teatree skin

এই প্রোডাক্টটি আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য সাজেস্ট করব, যারা রেগুলার ব্রণে ভোগেন। কারণ এটা স্কিনের তেলতেলে ভাব দূরে রাখার সাথে সাথে স্কিনের ব্রণের উপর বেশ ভালো কাজ করে। এটা ডে/ নাইট যেকোনো সময়ে ইউজ করতে পারেন। এর টেক্সচার খুবই লাইট এবং জেলের মত হওয়ার কারণে এটা ইউজ করলে একেবারেই অস্বস্তি লাগে না।

দাম ও প্রাপ্তিস্থল-

১১৪০ টাকায় এটা স্যাফায়ারে অ্যাভেলেবল। এছাড়া অন্যান্য অনলাইন পেজেও পেতে পারেন।

৪। দি বডি শপ সি উইড ম্যাটিফাইং ডে ক্রিম

tbs seaweed

দিনের বেশিরভাগ সময় যদি তেল চিটচিটে ভাবের যন্ত্রণায় কাটান তবে এই প্রোডাক্টটি আপনার জন্য। স্কিনে একদম ম্যাট হয়ে মিশে যাওয়া এবং স্কিনের তেল চিটচিটে ভাব ৫-৭ ঘণ্টা পর্যন্ত দূরে রাখার জন্য এই প্রোডাক্টটি স্পেশালি ফরমুলেটেড। আর ছবিতে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কত হালকা টেক্সচারের।

দাম এবং প্রাপ্তিস্থল-

এই প্রোডাক্টটির দাম পড়বে প্রায় ১৫০০ টাকার মতন। ইজিলি পেয়ে যাবেন স্যাফায়ারসহ যেকোনো রেপুটেড কসমেটিক পেজ আর শপে।

–   দীর্ঘক্ষণ স্কিনের সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে।

–   স্কিনে কোন ধরণের র‍্যাস/ একনের উপদ্রপ তৈরি করে না।

–   মেকআপের নিচে ইউজ করলেও স্কিনের তেলতেলে ভাব দূরে রাখে।

–   পরিমানে খুবই অল্প লাগে বলে এক জার অনেকদিন ধরে ইউজ করা যায়।

৫। লোটাস হারবাল হোয়াইট গ্লো মাইক্রো ইমালশন SPF 25

lotus

ইন্ডিয়ান লোটাস হারবাল ব্র্যান্ডের হোয়াইটগ্লো লাইনের এই ইমালশন/ হালকা ময়েশ্চারাইজারটির সবচেয়ে ভালো দিক হল এতে আছে এস পি এফ ২৫। যারা মুখে ভারী সানস্ক্রিন ইউজ করতে ভয় পান কিন্তু একটু রোদে যেতে হয় তারা এটা ইউজ করতে পারেন। নেই মামার চেয়ে কানা মামা ভালো তাই না? এই প্রোডাক্টটি লিস্টের অন্য প্রোডাক্টগুলোর মত লাইট নয়। এটা একটু হেভি। কিন্তু স্কিনে একদম ম্যাট হয়ে মিশে যায়। দীর্ঘ ব্যাবহারে স্কিনের ট্যান একটু কমাতেও পারে।

দাম এবং প্রাপ্তিস্থল-

প্রায় ৫০০-৬০০ টাকা। এটা বড় কসমেটিক শপ এবং সুপার শপগুলোয়, যারা লোটাসের প্রোডাক্ট আমদানি করে তাদের কাছে পাবেন।

–   যাদের স্কিন অয়েলি কিন্তু ব্রণের সমস্যা নেই তাদের জন্য এটা আমি সাজেস্ট করব।

–   সান প্রটেকশন থাকায় কলেজ, ভার্সিটির স্টুডেন্টদের জন্য ভালো হবে।

–   এটা খুব ভালো অয়েল কন্ট্রোল করতে পারে না।

–   আপ্লাই করার পরে স্কিন খুব গ্লোইং লাগে দেখতে।

–   এটা সহজে যেকোনো শপে খুজে পাওয়া যাবে না।

আমার নিজের স্কিন অয়েলি, একনে প্রন, এবং উপরের প্রোডাক্টগুলো ইউজ করে আমার নিজের বেশ ভালো লেগেছে। আশা করি আপনারাও উপকৃত হবেন। ভবিষ্যতে বিভিন্ন স্কিনটাইপের জন্য বেস্ট প্রোডাক্টসের শর্টলিস্ট করে আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

লিখেছেন – তাবাসসুম মুস্তারি মীম

ছবি – স্টাইলক্রেজ.কম

71 I like it
11 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort