পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা যা দেয় লং লাস্টিং ফিনিশ!

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা যা দেয় লং লাস্টিং ফিনিশ!

1

বোল্ড কিংবা ন্যাচারাল লুক, মাশকারা ছাড়া কিন্তু আই মেকআপ ইনকমপ্লিট থেকে যায়। মেকআপ করতে পছন্দ করুন বা নাই করুন, মাশকারা তো অ্যাপ্লাই করা হয়ই। যত সুন্দর করে আইলুক ক্রিয়েট করা হোক না কেন, থিক আইল্যাশই কিন্তু মেকআপের গেইম চেঞ্জার। কি ঠিক বললাম তো? পারফেক্ট আইলুকের জন্য ভালো কোয়ালিটির মাশকারা নিজের কালেকশনে রাখতে হবে। আজ আমার খুব পছন্দের একটি মাশকারার রিভিউ শেয়ার করবো। সেই সাথে কিছু কমন মিসটেকস ও সল্যুশন নিয়েও কথা বলবো।

আমার পছন্দের মাশকারা

মাশকারা কেনার সময় আমার মেইন কনসার্ন থাকে-

  • সেটি স্ম্যাজ প্রুফ হবে কিনা
  • মাশকারার ওয়ান্ড ফ্লেক্সিবল কিনা
  • আইল্যাশে প্রোপারলি ভলিউম দেয় কিনা

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা

জানি, আপনারাও মাশকারার মধ্যে এই কোয়ালিটিগুলো খুঁজে থাকেন। আমি আজ এমনই একটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো, যেটি দেয় স্মুথ অ্যাপ্লিকেশন ও লং লাস্টিং ফিনিশ। বলছি Nirvana Color Volume Pro Mascara এর কথা! স্বনামধন্য কালার কসমেটিকস ব্র্যান্ড ‘Nirvana Color’ এর আই মেকআপ রেঞ্জের নতুন সংযোজন এই মাশকারা। আমি এর আগে এই ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট, আই লাইনার ব্যবহার করেছি। কোয়ালিটি, প্যাকেজিং সব কিছুই প্রিমিয়াম। সোশ্যাল মিডিয়াতে তাদের এই নতুন প্রোডাক্টের রিভিউ দেখে পারচেজ করে ফেলি। আমার পারসোনাল এক্সপেরিয়েন্সই শেয়ার করবো আজ।

 

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা

Nirvana Color Volume Pro Mascara কেন আমার ফেবারিট, নিশ্চয়ই জানতে চান? এলিগেন্ট প্যাকেজিং আর সুপার ফ্লেক্সিবল ওয়ান্ড- এই মাশকারার মেইন ফিচার। এর স্মুথ অ্যাপ্লিকেশন আইল্যাশে দেয় সুপার ভলিউম। সিঙ্গেল কোটেই ঘন ও লম্বা আইল্যাশ পাওয়া যায় ইনস্ট্যান্টলি! নিরভানা কালার ভলিউম প্রো মাশকারার প্যাকেজিংয়ে আমি সত্যিই ইমপ্রেসড! ১২ মি.লি এর টিউবে পাওয়া যাচ্ছে। ব্যাগে বা মেকআপ কিটে ইজিলি ক্যারি করা যায়।

কেন সাজেস্ট করছি?

  • ফ্লেক্সিবল ওয়ান্ডের কারণে অ্যাপ্লাই করা ইজি
  • সিঙ্গেল অ্যাপ্লিকেশনই এনাফ, তবে আরও ভলিউম চাইলে ইচ্ছেমতো কোট দিতে পারেন
  • লং লাস্টিং ফিনিশ দেয়

ভলিউম প্রো মাশকারা

নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে কেন আমি এই মাশকারা সাজেস্ট করছি! চলুন এবার কিছু মিসটেকস সম্পর্কে জেনে নেই, যেগুলো আমরা কম বেশি সবাই করে থাকি। পারফেক্ট আইলুকের জন্য রাইট ওয়েতে মাশকারা অ্যাপ্লাই করা খুবই ইম্পরট্যান্ট।

কমন মাশকারা মিসটেকস

১) অনেকেই মাশকারা ডাবল বা ট্রিপল কোটে অ্যাপ্লাই করতে টাইম গ্যাপ দেয় না, এতে ফ্ললেস ফিনিশিং পাওয়া যায় না। অন্তত ১৫-৩০ সেকেন্ড অপেক্ষা করুন, এরপর আবার কোটিং দিন।

২) মাশকারা অ্যাপ্লাই করার পর কিন্তু ল্যাশ কার্লার ইউজ করা যাবে না! মাশকারা অ্যাপ্লাইয়ের আগেই ল্যাশ কার্ল করে নিতে হবে।

আই মেকআপ

৩) অ্যাপ্লিকেশন টেকনিক সঠিক না হলে আইল্যাশে প্রোপার লিফটিং ও ভলিউম আসে না। মাশকারা ওয়ান্ড দিয়ে আইল্যাশের বেইজ থেকে আপওয়ার্ড মোশনে কম্বিং করুন। লোয়ার ল্যাশে মাশকারা অ্যাপ্লাইয়ের সময় zig-zag মোশনে করতে পারেন।

৪) অনেক সময় মাশকারা অ্যাপ্লাই করতে যেয়ে আইলিডে কিংবা চোখের নিচের এরিয়াতে লেগে যায়! এক্ষেত্রে কটনবাডে একটু মেকআপ রিমুভার কিংবা মাইসেলার ওয়াটার নিয়ে জাস্ট যে জায়গাগুলোতে মাশকারা ছড়িয়ে গেছে সেটুকু ক্লিন করে নিন।

একটি ছোট্ট ট্রিক

যাদের আইল্যাশ ন্যাচারালি অনেক পাতলা ও ছোট, তারা একটি ট্রিক ফলো করতে পারেন যাতে ইনস্ট্যান্টলি আইল্যাশে ভলিউম আসবে। সেটি হচ্ছে, একটি স্পুলি দিয়ে লুজ পাউডার আপনার ল্যাশে ইভেনলি অ্যাপ্লাই করুন আগে। এরপর মাশকারার কোট দিন। ক্লিয়ার ওয়ান্ড দিয়ে আইল্যাশগুলো সেট করুন। ঘন ও লম্বা আইল্যাশ পেতে এই ছোট্ট ট্রিকটি কিন্তু বেশ হেল্পফুল। ট্রাই করেই দেখুন!

গর্জিয়াস মেকআপ লুক

এই ছিলো আমার হলিগ্রেইল মাশকারার রিভিউ। সেই সাথে ডিসকাস করলাম কিছু কমন মাশকারা মিসটেকস ও সল্যুশন নিয়ে। আশা করি, আপনাদের জন্য আজকের ফিচারটি হেল্পফুল ছিলো। যারা রেগুলার ইউজের জন্য ভালো কোয়ালিটির মাশকারা কিনতে চাচ্ছেন, তাদের জন্য অ্যামেজিং একটি অপশন শেয়ার করলাম।

নিরভানা কালার ভলিউম প্রো মাশকারা আমি নিয়েছি শপ.সাজগোজ.কম থেকে। অনলাইনে অর্ডার করে ঘরে বসেই হাতে পেয়ে যাই। সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাজগোজ

4 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort