বিশ্বকাপ নেইল আর্ট করার সহজ উপায় - Shajgoj

বিশ্বকাপ নেইল আর্ট করার সহজ উপায়

na

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। তাতে আমরাই বা বাদ যাই কী করে ? সবাই সবার মতো করে এই খেলাটা উপভোগ করছে। দেখতে দেখতে  ফাইনালের দিনও একেবারে  কাছে এসে গেলো। এবার চলে এল সেমি ফাইনালের ম্যাচ। আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ড আর জার্মানি এই চারটে দেশ এবার মুখোমুখি হতে চলেছে। এই সবকটা দেশই এবার নিজের নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য মাঠে নামবে। কিন্তু এই বিশ্বকাপে আপনি নিজেকে ঠিক কীভাবে প্রস্তুত করেছেন? আরে বাবা আমরা অনেকেই খেলা দেখি না, আবার অনেকেই দেখি কিন্তু খবরতো একটু আধটু সবাই রাখিই আর আপনি যদি হন আধুনিক নারী তাহলে আপনি যে নিজেকে আপডেটেড রেখেছেন তা কিন্তু আপনার সাজ পোশাকেই প্রকাশ পাবে। কিভাবে? আমরা সবাই নেল পালিশ পরি। এবার রোজ রোজ একঘেয়ে এক রঙের নেল পালিশ না পরে চলুন করি কিছু নতুন। কলেজ বা কাজের জায়গা যেখানেই যান সবাইকে একদম চমকে দিয়ে আপনি হয়ে উঠুন মধ্যমণি। তাই করে ফেলুন বিশ্বকাপ নেইল আর্ট বিভিন্ন দেশের পতাকা দিয়ে। তাই এখানে চারটি দেশের চার রকমের নেইল আর্ট টিউটোরিয়াল দেওয়া হলো।

আর্জেন্টিনা নেইল আর্ট

চলুন দেখে নেয়া যাক কী কী উপকরণ লাগবে আর্জেন্টিনা নেইল আর্ট করতে-

উপকরণঃ সাদা নেইল পালিশ, নীল ও কালো এক্রাইলিকপেইন্ট, বেইস কোট, তুলি ।

1 2

১) সবার প্রথমে সাদা রঙের একটা নেইল পালিশ পরে নিন সব আঙুলে। এরপরে বুড়ো আঙ্গুল, তর্জনী আর রিং ফিঙ্গারে নীল রঙ দিয়ে সাদার উপরে স্ট্রাইপ কেটে নিন ঠিক যেমন ছবিতে আছে।

3 4

২) এবার মধ্যমা আঙুলে মাঝখানে একটা কালো মোটা বিন্দু দিন। তারপরে আরও চারটে বিন্দু দিন ছবির মত করে। তারপরে ওই বিন্দু গুলো সরু লাইন দিয়ে জুড়ে দিন।

5 6

৩) এবার কনে আঙুলে উপরের ছবির মতো করে দুটো মোটা নীল দাগ দিন।

a

হয়ে গেলো আর্জেন্টাইন নেইল আর্ট। এই নেইল আর্টটা করতে আনুমানিক ১৫ মিনিট সময় লেগেছে।

নেদারল্যান্ড নেইল আর্ট

উপকরণঃ  কমলা, লাল, সাদা ও নীল নেইল পালিশ।

n1

১) সবার প্রথমে রিং ফিঙ্গার ছাড়া সব আঙুলে কমলা রঙের নেইল পালিশ পরুন ঠিক ছবির মতো করে।

n2

২) এরপরে রিং ফিঙ্গারে একদম উপরের দিকে নীল রঙ্গের নেল পালিশ লাগান একটু  কোণাকুণি ভাবে।

৩) সাদা রঙের একটা ত্রিভুজ বানান ঠিক নীলের পরেই।

৪) এরপর বাকিটুকু লাল রঙ দিয়ে ভরে দিন তাহলেই হয়ে গেলো এই নেইল আর্টটি।

ব্রাজিল নেইল আর্ট

উপকরণঃ সবুজ নেলপালিশ, সাদা, নীল ও কালো এক্রাইলিকপেইন্ট, তুলি,বেইস কোট।

১) সবার প্রথমে সব নখে সবুজ নেল পালিশ পরে নিতে হবে।

b1

২) তারপরে মধ্যমা ও তর্জনী এই দুটো আঙুলে হলুদ রঙ কে ত্রিভুজ আকারে আঁকতে হবে ঠিক ছবির মতো করে।

b2

৩) এরপরে ওই ত্রিভুজ গুলোতে একটা করে নীল গোল আঁকতে হবে তুলি দিয়ে উপরের ছবির মতো করে।

৪) এবারে ওই নীল গোলের মাঝখানে একটা সাদা দাগ দিতে হবে।

৫) একই সময়ে রিং ফিঙ্গারে একটা আধা গোল আঁকতে হবে উপরের ছবির মতো করে।

b3

৬) এবারে ঐ সাদা গোলের ভিতরে কালো রঙ দিয়ে মাঝখানে একটা আর তার চারপাশে আরও চারটি গোল করে হবে উপরের ছবির মতো করে।

৭) এখন ওই গোলগুলোকে একে অপরের সাথে লাইন দিয়ে জুড়ে দিন। আর হয়ে গেলো একটা দারুন কিউট ফুটবল। ঠিক এভাবেই হয়ে গেলো ব্রাজিল নেইল আর্ট।

জার্মানি নেইল আর্ট

উপকরণঃ বেইস কোট, লাল, হলুদ আর কালো রঙের নেল পালিশ।

jr

১) সবার প্রথমে বেইস কোট লাগাতে হবে। তারপরে নখের একটু নিচের দিকে কালো রঙের স্ট্রাইপ দিন পরের ছবির মতো করে।

jr2

২) এবার কালোর উপরে লাল রঙের স্ট্রাইপ দিতে হবে খুব ধীরে। নাহলে একটা রঙ আরেকটার গায়ে লেগে যাবে। তাই ভালো হয় একটা রঙ শুকোলে আরেকটা দিন।

৩) এবারে লাল রঙটা শুকোলে হলুদ রঙের নেল পালিশটা লাগিয়ে ফেলুন। পুরোটা  শুকালে আরও একবার বেইস কোট লাগিয়ে নিন। এইভাবে হয়ে গেলো জার্মানি নেইল আর্ট।

g3

এই সহজ অথচ দারুণ নেইল আর্ট গুলো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই আর দেরি না করে ঝটপট করে ফেলুন আর জানাতে ভুলবেন না এগুল কেমন লাগলো।

লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

ছবিঃ নন্দিনী পোদ্দার

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort