ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল - Shajgoj

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল

fimage

হুম… ঈদের কেনাকাটা তো প্রায় শেষ এখন কেনাকাটার জিনিসপাতি দিয়ে কিভাবে সাজবেন তা ঠিক করেছেন? ত্বকের যত্নের সাথে সাথে কিন্তু হাতে পায়ের যত্নও আবশ্যক। তাই ফেসিয়ালের সাথে সাথে ম্যানিকিউর ও পেডিকিউর টাও কিন্তু করে নিতে ভুলবেন না। আর ঝকঝকে হাতের নখ আর পায়ের নখের জন্য ঈদের দিনে চাই একটা সুন্দর নেইল আর্ট। তাই আজকে ঈদের একটা নেইল আর্টের ফটো টিউটোরিয়াল সবার জন্য।

নেইল পলিশ কেনেন অথচ গোলাপি রঙের পলিশ বাসায় নেই এমন মানুষ মনে হয় কমই আছেন। ঈদের জামা যে রঙেরই হোক না কেন গোলাপি রঙ এর পলিশ টা মানিয়ে যায় সব রঙের সাথেই তাই আজকের রঙ গোলাপি। চাইলে জামার রঙ অনুযায়ী আপনি পলিশের রঙ তা পরিবর্তন করে নিতে পারেন।

যা যা লাগবেঃ

• হালকা গোলাপি ও গাঢ় গোলাপি রঙের নেইল পলিশ

• চিকন তুলি

• স্পঞ্জ

• কালো এক্রেলিক রঙ

• সোনালি নেইল পলিশ বা রঙ

• বেইস কোট ও টপ কোট

এবার শুরু করা যাকঃ

০১. প্রথমে নখগুলোকে পরিষ্কার করে পাতলা করে বেইস কোট লাগান।

01

০২. ভালো ভাবে বেইস কোট শুকিয়ে গেলে হালকা গোলাপি পলিশ লাগান।

02

০৩. পলিশের প্রথম কোট শুকানোর পরে স্পঞ্জের মাধ্যমে গোলাপি রঙের নেইল পলিশ নখের ডগায় লাগান।

03

০৪. পলিশ শুকানোর পরে কালো রঙ দিয়ে পেইন্ট করা শুরু করুন ধাপে ধাপে ছবির মতো করে।

04

০৫. কালো রঙের নকশা করা শেষ হয়ে গেলে এবার সোনালি রঙ বা পলিশ দিয়ে ফাঁকা জায়গা গুলোতে অনিয়মিত কিছু দাগ টেনে দিন। এতে নখের পেইন্টের একটু গ্লেজ বাড়বে।

05

০৬. সবশেষে টপ কোট লাগিয়ে শেষ করুন নেইল আর্ট। চাইলে আপনি এখানে কিছু ছোট্ট স্টোন লাগিয়ে নিতে পারেন। তবে স্টোন লাগালে সেটা চাঁদ রাতে লাগানোই ভালো। নয়ত কাজের চাপে স্টোন উঠে যেতে পারে।

06

ব্যস হয়ে গেল ঈদের জন্য মেহেদি ডিজাইনে নেইল আর্ট। এই ডিজাইনটা যেকোনো বয়সী মেয়েদের হাতেই ভালো মানাবে এবং যেকোনো ড্রেসের সাথেই চমৎকার লাগবে। চাইলে দুটো রঙেরও সমাবেশ ঘটাতে পারেন আপনি অথবা পোশাকের সাথে ম্যাচ করতে পারেন বেইস কালারটা।

07

লিখেছেনঃফোয়ারা ফেরদৌস

মডেলঃ নুজহাত ফারহানা

ছবিঃ নেইল পেইন্টার বিডি পেইজ

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort