পিম্পল অথবা অ্যাকনে, এই সমস্যাতে ভোগে নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন! অনেক ছেলেরাও দীর্ঘ সময় ধরে মুখে অ্যাকনে ও স্পটের সমস্যা ফেইস করে থাকে। ব্রণ চলে গেলেও সেটার দাগ যেন কোনোভাবেই যেতে চায় না! অনেকের সাথেই সমস্যাটি মিলে যাচ্ছে, তাই না? অ্যাকনে স্পট সমাধানের জন্যই আজকের ভিডিওতে আমরা কিছু কুইক টিপস শেয়ার করবো। সঙ্গেই থাকুন……..
ছেলেদের মুখের ব্রণের দাগ দূর করার সহজ উপায়

187
I like it
47
I don't like it