সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট - Shajgoj

সহজ এবং চমৎকার তিনটি নেইল আর্ট

tumblr

নেইল আর্ট আজকাল সবারই পছন্দ। কিন্তু সব সময় টিউটোরিয়াল দেখে ঠিক মতো করা যায় না। তাই শুরু শুরুতে সহজ নেইল ডিজাইনগুলো করাই ভালো। আবার যাদের নখ খুব বেশি বড় নয়, তাদের সব রকমের ডিজাইন মানায় না আর ফুটেও ওঠে না।

[picture]

তাই আজকে খুব সহজ তিনটি নেইল আর্টের পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ডিজাইনগুলো করতে খুব কম সময় লাগবে।

.

n1

প্রথমে আঙ্গুলে যে কোন রঙের একটি লেয়ার দিয়ে নিন।

  • লেয়ারটি শুকানোর পর একটি ফোমের তৈরি মেকআপ স্পঞ্জে অথবা পাতলা করে কাটা ফোমে আপনার পছন্দ মতো দুটি নেইল পলিশ পাশাপাশি লাগিয়ে নিন। ৩/৪ টি রঙের নেইল পলিশও নিতে পারেন।
  • তারপর নেইল পলিশ মাখা স্পঞ্জটি আঙ্গুলের নখে চেপে ধরে তুলে ফেলুন। এভাবে সব আঙ্গুলের নখে করুন। দেখবেন নখে রংগুলো শেডের মতো হয়েছে।
  • চামড়ায় লেগে গেলে একটি কটনবারের সাহায্যে চামড়ায় লেগে থাকা নেইল পলিশ উঠিয়ে নিন।অথবা আঙ্গুলে নখ বাদে বাকিটা স্কচটেপ দিয়ে পেছিয়ে নিতে পারেন। এতে নখের বাইরে নেইল পলিশ লাগবেনা।
  • পুরো নেইল পলিশ ভালো করে শুকিয়ে ফেলার পরে স্বচ্ছ নেইলপলিশ দিয়ে টপ কোট লাগিয়ে নিন।

.

n2 

  • প্রথমে আঙ্গুলে যে কোন রঙের একটি লেয়ার দিয়ে নিন।
  • গ্লিটার নেইলপলিশ ছাড়াও বাজারে অনেক রকমের গ্লিটার পাউডার পাওয়া যায়,সেগুলো নেইলপলিশের উপর ব্যবহার করলে অনেক আকর্ষণীয় লাগে। এখন প্রথম লেয়ার শুকানোর আগেই তার উপর হাত দিয়ে অথবা ফোমের তৈরি মেকআপ স্পঞ্জ দিয়ে অল্প অল্প করে গ্লিটার পাউডার লাগিয়ে নিন। আপনার যেভাবে খুশি, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে লাগিয়ে নিন।
  • এরপর একটু শুকিয় আসলে আর উপর স্বচ্ছ নেইল পলিশ দিয়ে টপ কোট লাগিয়ে নিন।
  • আপনি চাইলে ৩/৪ রঙের গ্লিটার পাউডার ব্যবহার করতে পারেন।

.

n3

  • প্রথমে স্কচটেপ আপনার মন মতো ছোট ছোট ২/৩টি ডিজাইনে কেটে নিন। স্টার, হার্ট অথবা সোজা যেভাবে আপনার নখে ভালো লাগবে কেটে রেখে দিন।
  • এরপর নখে আগে যেকোন একটি রঙের নেইলপলিশ লাগিয়ে নিন। স্বচ্ছ নেইলপলিশ দিলে ভালো হয়, তাহলে ডিজাইনটি ফুটে উঠবে।
  • এখন যেকোনো দুটি বা আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে স্কচটেপগুলো নখের মাঝে লাগিয়ে নিন।
  • এবার অন্য যেকোন আরেকটি রঙের নেইলপলিশ লাগায় শুকিয়ে নিন।
  • স্কচটেপগুলো তুলে ফেলুন। তারপর স্বচ্ছ নেইলপলিশ দিয়ে টপ কোট লাগিয়ে নিন।

এভাবেই খুব সহজে আর খুব বেশি ঝামেলা ছাড়াই করে ফেলুন নেইল আর্ট গুলো !

লিখেছেন – সোহানা মোরশেদ

ছবি – সিম্পলনেইলআর্টডিজাইন.কম

16 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort