ব্রণমুক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসিয়াল স্ক্রাবার - Shajgoj

ব্রণমুক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসিয়াল স্ক্রাবার

pimple

ত্বকের কোন কিছু ব্যবহার করতে ভয় পাচ্ছেন? প্রোডাক্টটা ভালো হবে কি হবে না, অরিজিনাল কিনা, যে যে উপাদানগুলো ব্যবহার করেছে সেগুলো ভেজালমুক্ত কিনা এমন নানা প্রশ্ন কমবেশি আমাদের মাথায় ঘুরে বেড়ায় যখন আমরা ত্বকের যত্নের জন্য কোন প্রোডাক্ট কিনতে যাই। কি? তাই তো!

আর এইসব প্রশ্ন থাকবেই মাথায়। তবে চাইলে কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। যদি আপনি সেগুলো নিজেই তৈরি করতে পারেন।

আমি কিন্তু অনেক কিছুই নিজে বানিয়ে ব্যবহার করি। সব কিছু তো আর সবসময় সম্ভব হয় না বানানো। তবে আমি যতটা পারি করি। আমি মুখের যেকোন কিছু ব্যবহারে একটু সাবধান থাকি। কারণ মুখে একবার কোন সমস্যা শুরু হলে অনেক বেশি ভয়ংকর রূপ ধারণ করে মাঝে মাঝে। তাই আগে থেকেই সবার একটু সাবধান থাকা ভালো।

আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই স্ক্রাব ব্যবহার করেন। আমিও করি। তবে আমার ফইস স্ক্রাব টা আমি নিজেই তৈরি করি। কারণ আমি যেই উপাদানগুলো ব্যবহার করি সেগুলো প্রতিটা উপাদানই অনেক ভালো। ফেইস-এ আনে এক্সট্রা গ্লো। আজ আমি আপনাদের সাথে আমার ফেইস  স্ক্রাবার কী দিয়ে এবং কীভাবে তৈরি করি তা শেয়ার করব। আশা করি আপনারা ব্যবহার করলেও এতে অনেক উপকৃত হবেন। আসুন তাহলে জেনে নিই-

উপকরণ

  • নারিকেল তেল- ১/৩ কাপ তেল
  • চিনি- ১/৪ কাপ
  • অ্যালোভেরা জেল- ১ টেবিল চামচ
  • গ্রিন টি ব্যাগ ১ টি
  • টি-ট্রি অয়েল- ৫-৬ ফোটা

যেভাবে তৈরি করবেন-

প্রথমেই গ্রিন-টি এর ব্যাগ কেটে শুকনো টি গুলো বাকীসব উপাদানের সাথে মিশিয়ে নিন একটি পাত্রে। একদম অল্প সময়েই তৈরি হয়ে গেল এই স্ক্রাব।

যদি কেউ বেশি স্ক্রাবি অথবা কম স্ক্রাবি চান তবে চিনির পরিমাণের দিকে খেয়াল রাখুন। চিনি কম দিলে কম স্ক্রাবি হবে এবং বেশি দিলে বেশি। তবে এক্ষেত্রে নারিকেল তেলের পরিমানটা খেয়াল রাখবেন। অনেক বেশি স্ক্রাবি করতে যদি চিনি বেশি ব্যবহার করেন তবে নারিকেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন।

এই ফেইস স্ক্রাবের প্রতিটা উপাদান অনেক বেশি উপকারি ত্বকের জন্য। আসুন তাহলে জেনে নেয়া যাক কোন উপাদান কী কাজ করে।

নারিকেল তেল

নারিকেল তেল ত্বকের জন্যে অনেক উপকারি একটি উপাদান। নারকেল তেল ত্বকের উজ্জলতা বাড়ায় এবং মইশ্চারাইজার হিসেবে কাজ করে। আমি যেই নারকেল তেলটি ব্যবহার করি তা হল স্কিন ক্যাফের “Organic Extra Virgin Coconut Oil “ । এটি ১০০% ন্যাচারাল। আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন।

চিনি

চিনি স্ক্রাব হিসেবে অনেক ভালো কাজ করে ত্বকে। চিনি স্কিনকে হাইড্রেট করে এবং মইশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের উপকারিতা তো সবাই কম বেশি জানেনই। ত্বকের যত্নে অ্যালোভেরা জেল অনেক বেশি কাজ করে এই অ্যালোভেরা। আমি অ্যালোভেরা জেলটাও স্কিন ক্যাফেরই ব্যবহার করি। আপনিও চাইলে ব্যবহার করতে পারেন।

গ্রিন-টি

এটি স্কিন টোনার হিসেবে কাজ করে এবং অ্যান্টি এজিং এর ক্ষেত্রেও কাজ করে। যেকোন গ্রিন-টি ব্যবহার করতে পারেন।

টি-ট্রি অয়েল

টি-ট্রি অয়েলের সবচেয়ে যে জিনিসটা আমার পছন্দের তা হল এটি ব্যবহার করলে কোন ধরণের ব্রণ উঠে না। ব্রণ দূর করতে জন্যে এই টি-ট্রি অয়েল অনেক উপকারি।

বুঝতেই পারছেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারছেন এই ফেইস স্ক্রাবটি। সুতরাং চাইলেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারছেন ফেইস স্ক্রাব। তবে হ্যাঁ যেটা জরুরী তা হলো যে উপাদানগুলো ব্যবহার করছেন ফেইস স্ক্রাব বানাতে সেগুলো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন।

সুতরাং নিজেই তৈরি করে ফেলুন ফেইস স্ক্রাব এবং নিজের স্কিনকে রাখুন অনেক বেশি সুন্দর, মসৃণ ও প্রাণবন্ত।

লিখেছেন – আনিন্তা আফসানা

 

 

 

5 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort