পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে গিয়ে কম সমস্যার সম্মুখীন হতে হয় না। অনেক সস্তা পার্লারে তো রীতিমতো ত্বকের উপর দিয়ে অত্যাচার করে থাকে। আপনি নিজেও জানেন না, আপনার অতি মূল্যবান ত্বকে কী প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে। এই ভয়ে যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে ভয় পান। তারা ঘরে বসেই কীভাবে ফেসিয়াল করতে পারেন তাই একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট শিরি ফারহানা। দেখে নেয়া যাক, পার্লারে গিয়ে সময়, অর্থ ব্যয় এবং ত্বকে অত্যাচার না করেও কীভাবে ঘরে বসে প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করা যায়।
Sale • Face Wash, Masks & Peels, Sleeping Mask
ফেসিয়ালে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কগুলোতে ক্লিক করে পছন্দের ফেসওয়াশ ও স্ক্রাব , চারকোল মাস্ক , ময়েশ্চারাইজার বেছে নিন। ধন্যবাদ।
ছবি: শিরি ফারহানা