উজ্জ্বল ত্বকের জন্য পিল অফ মাস্ক - Shajgoj

উজ্জ্বল ত্বকের জন্য পিল অফ মাস্ক

Homemade Brightening Peel Off Mask

ঠিক মতো যত্ন না নেয়া, রোদ , ধুলা বালি এবং আরও অনেক কারণে আমাদের ত্বকের উপর কালচে ছাপ পড়ে যায়। যার জন্য ত্বক রুক্ষ এবং শুষ্ক দেখায়। তবে এর সমাধান আমরা ঘরে বসেই করতে পারি। আজকে আমারা জানবো কীভাবে ব্রাইটেনিং পিল অফ মাস্ক তৈরি করা যায়। এটি ব্যবহারে অল্প সময়েই মুখের কালচে ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল দেখায়।

[picture]

যা যা লাগবেঃ

  • ১/২ কাপ গ্রিন টি
  • অর্ধেক পরিমাণ লেবু
  • ১ চা চামচ মধু
  • ২ প্যাকেট জেলেটিন, প্লেইন এবং গন্ধমুক্ত
  • ২ টি ডিমের সাদা অংশ
  • ১ টি ভিটামিন ই ক্যাপসুল

 যেভাবে তৈরি করবেন

  • গ্রিন টি এবং ২ প্যাকেট জেলেটিন ভালো ভাবে মিশিয়ে নিন।
  • এরপর লেবুর রস যোগ করুন।
  • মধু এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
  • মিশ্রণটি ২০-২৫ সেকেন্ড এর জন্য মাইক্রওভেনে রাখুন যেন জেলেটিন পুরোপুরি গলে যায়।
  • এরপর এটিকে ঠাণ্ডা করুন, চাইলে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।
  • সবশেষে ডিমের সাদা অংশ যোগ করুন। মনে রাখবেন ডিমের সাদা অংশ অবশ্যই সবশেষে যোগ করতে হবে।

যেভাবে মুখে লাগাবেনঃ

মুখ পরিস্কার করে শুকিয়ে নিন। এবার পুরো মুখে মিশ্রণটি লাগিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন মোটা করে লাগানো হয় তা না হলে উঠানোর সময় সমস্যা হতে পারে। আপনি চাইলে মেকআপ ব্রাশ ব্যবহার করতে পারেন তবে আঙুলের সাহায্যে ভালো হয়।

প্রথমে একবার দিয়ে ৩ মিনিট বসে থাকুন। এরপর একই ভাবে এর উপর আরেকটি লেয়ার দিন।

এবার ৩০ মিনিট অপেক্ষা করুন। স্কিনে টান টান অনুভূত হলে বুঝবেন এটি কাজ করছে।

যখন এটি পুরোপুরি শুকিয়ে একটু শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এটি  তুলে ফেলুন।

মুখের যে অংশের পিল উঠবেনা সে অংশে কাপড় ভিজিয়ে আস্তে করে ঘষুন। উঠে যাবে।

এবার মুখ ধুয়ে ময়েশচারাইজার লাগিয়ে নিন।

তবে আপনার হাতে যদি সময় না থাকে পুরো মাস্ক তৈরি করার, তবে ত্বকের ধরন অনুযায়ী বাজারে অনেক মাস্ক পাওয়া যায়। চাইলে আপনি সেসব মাস্ক ব্যবহার করতে পারেন। সাজগোজের বন্ধুদের সুবিধার্থে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্টের সমাহার নিয়ে  SAPPHIRE (সাফায়ার)’র পথ চলা। ত্বকের যত্নে এখানে সব আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। আর মাস্ক কিনতে এই লিঙ্কে ক্লিক করুন।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

ছবিঃ ওমেনবিউটিসিক্রেটস.ব্লগস্পট.কম

18 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort