নিজেই বানান ফ্লোরাল নেকলেস - Shajgoj

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

neck16

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই নেই। খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফ্লোরাল নেকলেস। আজ আপনাদের জন্য ফ্লোরাল নেকলেস বানানোর পদ্ধতিটি ধাপে ধাপে দেয়া হল।

[picture]

যা যা লাগবেঃ

– কয়েকটি মুক্তার মালা

– লেইস বা ফিতা

– কাঁচি

– সুঁই এবং সুতা

– গ্লু / আঠা

– পিন

– একটি স্টোন/ পাথর

– গোল করে কাটা এক টুকরো কাপড়

পদ্ধতিসমূহঃ

মাপ দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ লেইস কেটে নিন।

neck01

এখন সুঁই সুতা দিয়ে লেইসের কিনার দিয়ে সেলাই করে নিন।

neck2

সেলাই শেষে লেইসের দুই দিক থেকে সুতা টান দিয়ে লেইসটিকে যতটুকু সম্ভব ঘুচিয়ে দুই দিকের সুতা গিঁট দিয়ে বাড়তি সুতা কেটে ফেলুন।

neck3

গিঁট দেয়া জায়গায় আঠা লাগিয়ে নিন।

neck4

এরপর চাপ দিয়ে লেইসের দুই প্রান্ত আটকে দিন যাতে খোলার সম্ভাবনা না থাকে।

neck5

এখন দুই প্রান্তের পুরোটা খোলা অংশ আঠা দিয়ে লাগিয়ে নিন। প্রয়োজনের অতিরিক্ত আঠা লাগাবেন না।

neck6

আঠা দিয়ে জোরা লাগানোর পর লেইসটি দেখতে এমন হবে।

neck7

এখন এটি উল্টো করে নিচের দিকে আঠা লাগান।

neck8

এরপর গোল করে কাটা একটি সাদা কাপড় আঠার জায়গায় লাগান।

neck9

যেখানে সাদা কাপড়টি লাগিয়েছেন তার উল্টো দিকে আবার আঠা লাগান।

neck10

এখন আপনার পছন্দ অনুযায়ী একটি বড় পাথর আঠার জায়গায় বসিয়ে ভালো মতো লাগান। তৈরি হয়ে গেল একটি সুন্দর কাপড়ের ফুল।

neck11

ফুলটির বিপরীতে যে সাদা কাপড় লাগানো রয়েছে সেখানে আবার এভাবে আঠা লাগান।

neck12

একটি পিন নিন।

neck13

আঠার জায়গায় পিনটি ভালো মতো বসিয়ে দিন।

neck14

এখন পিনটি কয়েকটি মুক্তার মালার ভেতরে এভাবে আটকে নিন।

neck15

ব্যাস! তৈরি হয়ে গেল আপনার পছন্দের ফ্লোরাল নেকলেস।

তাহলে আজকেই চেষ্টা করুন। এখন থেকে আপনার বিভিন্ন কাপড়ের সাথে ম্যাচ করে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন ফ্লোরাল নেকলেস।

লিখেছেনঃ নাহার

ছবিঃ জেনিসফটোগ্রাফিএনথিংস.ব্লগস্পট.কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort