ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?

Packing-Easy-Travel-Tips-and-Tricks

ভ্রমণে আপনি একা যান অথবা সাথে অন্য কেউ যাক, নিজের জিনিসপত্র তো সঙ্গে নিতেই হবে। বেড়াতে যাওয়া বা কাজের প্রয়োজনে বাইরে যাওয়া- যেটাই হোক না কেনো ব্যাগপত্র ঠিকঠাকভাবে গোছানো খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজ হেলাফেলায় করা হলে নষ্ট হয়ে যেতে পারে ভ্রমণের স্বস্তি। তাই ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। খুব দরকারী জিনিস যেন বাদ না পড়ে যায়, একেবারেই কাজে আসবে না তেমন কোনো জিনিস যেন অযথা বোঝা না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে এমন সব খুঁটিনাটি বিষয়ের দিকে। কয়েকটি টিপস মানলে ভ্রমণের সময় ব্যাগ গোছাতে ঝক্কি পোহাতে হবে না।

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় যে টিপসগুলো ফলো করতে পারেন 

তালিকা করা 

ব্যাগ গোছানোর আগে একটি তালিকা করে নিন। কোনো কিছু ভুলে গেলেও তালিকা দেখলে সহজে মনে পড়বে। বিশেষ করে ভুলোমনা মানুষদের জন্য তো তালিকা বানিয়ে ব্যাগ গোছানো অবশ্য করণীয় কাজ! খুব বুঝেসুঝে তালিকা করে নিন আপনার প্রয়োজন বা চাহিদা মতো জিনিসগুলোর। কী কী নিতেই হবে আর কী না নিলেও চলে- তালিকায় আলাদাভাবে টুকে নিন সব। এবারে লিস্ট মিলিয়ে ব্যাগে ভরা শুরু করুন জিনিসপত্র। ভ্রমণ অনুযায়ী ব্যাগ হতে হবে। না বেশি জিনিস, না একদম কম!

ব্যাগ গোছানোর তালিকা

যাত্রা বুঝে ব্যাগ 

কেমন হচ্ছে আপনার ভ্রমণ, দরকারে যাওয়া হচ্ছে না কি কেবলই প্রমোদভ্রমণ, নাকি কোনো পাহাড়ি দেশে রোমাঞ্চকর যাত্রা করতে চলেছেন তার ওপর নির্ভর করে লাগেজ গোছাতে হবে। ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়ি বা কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া, কোনো অনুষ্ঠান উপলক্ষে কয়েকদিনের ভ্রমণে যাওয়া অথবা অফিশিয়াল ট্যুর-  ভ্রমণের কারণ ভিন্ন ভিন্ন হতে পারে। সাথের জিনিসপত্রও সেই হিসেবেই নিতে হবে।

অনুষ্ঠান উপলক্ষ্যে কোথাও গেলে জামাকাপড়সহ অনুষঙ্গের বোঝা খানিকটা থাকবেই। তবে বোঝা যেন মাত্রা ছাড়িয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে পরার কাপড়ের সংখ্যা বেশি হলে কমিয়ে নিন ঘরের কাপড়। অল্প কাপড়েই কয়টা দিন কাটিয়ে দেওয়ার চিন্তা রাখুন। অফিশিয়াল ট্যুর হলে দরকারী কাগজপত্র বা অন্যান্য কাজের জিনিস সবার আগে খেয়াল করে ব্যাগে রাখুন। জামাকাপড় সীমিত থাকুক। বড় লাগেজের ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে যান।

দেশ বা বিদেশ ঘুরতে বের হলেও ব্যাগ গোছানো হবে খুব মেপে। এদিক-ওদিক ঘুরে বেড়াবেন, তখন লাগেজ নিয়ে টানাটানি করতে কি ভালো লাগবে? ব্যাকপ্যাক ট্যুর যারা করে তারাই কিন্তু আদর্শ ট্যুরিস্ট। দরকারি কয়েকটা জিনিসপত্র কাঁধে তুলে নিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। অথচ কিছু মানুষ এমন ভ্রমণে যেতেও বিশাল এক স্যুটকেস গুছিয়ে ফেলে, যা পরবর্তীতে বোঝা হয়ে ভ্রমণের আনন্দটাই ফিকে করে দিতে পারে।

হালকা পোশাক 

ভ্রমণের কাপড় গোছানোর সময় কৌশল খাটান। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা বেশ সহজ। তারা এক প্যান্টের সাথে চালিয়ে দিতে পারেন কয়েকটা শার্ট বা টিশার্ট। তাই বলে মেয়েদের জন্য সব কঠিন হবে, তাই বা কেমন কথা? দুটো প্যান্ট বা সালোয়ার নিন সুবিধা মতো, যেগুলোর সাথে বেশ কয়েকটি কামিজ আর কুর্তি বেশ মানিয়ে যাবে। এতে লাগেজ বেশ হালকা হয়ে যাবে। ভারি কাজের বদলে হালকা উপাদানে তৈরি পোশাক নিন। এতে কাপড় ভাঁজ করলে বেশ ছোট আকৃতির হয়ে যাবে। তাহলে ব্যাগে জায়গা কম লাগবে, হালকা হবে আপনার ব্যাগ

হালকা কাপড় নেয়া

কসমেটিকস 

প্রসাধনীর সামগ্রী কিছু তো নিতেই হয়, তাই বলে বড় বড় কৌটো সব ব্যাগে ভরে বোঝা বাড়ানো যাবে না। ঘরে থাকা খালি ছোট কৌটো ধুয়ে পরিষ্কার করে তাতে প্রয়োজন মতো ভরে নিন প্রসাধন সামগ্রী। লোশন, শ্যাম্পু, ফেইসওয়াশ এগুলো এই উপায়ে সহজেই নেওয়া যাবে।

ওষুধ ও শুকনো খাবার 

ওষুধ ও শুকনো খাবার সামগ্রী নিতে হলে আলাদা আলাদা ছোট প্যাকেটে ভরে ব্যাগের কাছাকাছি জায়গায় রাখুন। এতে দরকারের সময় চট করে পাওয়া যাবে।

কেবলই জায়গা দেখতে যাওয়া যদি হয় ভ্রমণের উদ্দেশ্য, তবে বড় ব্যাগের ভেতর অল্প কিছু জিনিস নেওয়া যাবে তেমন একটা ব্যাগ রাখা যায়। বেড়ানোর জায়গা থেকে কাছাকাছি ঘুরে আসার জন্য কাজে লাগতে পারে। ঘুরতে যাওয়ার আগে একটু কৌশলী হলে ঘোরার আনন্দ যেমন পাওয়া যায়, তেমনই ব্যাগ ক্যারি করা নিয়েও ভাবতে হয় না। আপনার ভ্রমণ আনন্দময় হোক।

 

লিখেছেন –  মুমতাহীনা মাহবুব

ছবি – সাটারস্টক

17 I like it
6 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...