মজাদার বাকলাভা | কীভাবে বানাবেন এই সুন্দর রেসিপিটি?

মজাদার বাকলাভা

মজাদার বাকলাভা - shajgoj.com

মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বলকান অঞ্চলের বহুল প্রচলিত একটি মিষ্টি হচ্ছে বাকলাভা। খুবই সুস্বাদু এই মিষ্টি কিংবা ডেজার্টটি বাদাম কুঁচির সাথে স্তরে স্তরে বাটার এবং তার সাথে মিষ্টি করার জন্য চিনির শিরা বা মধু দিয়ে প্রস্তুত করা হয়। মেহমানদারী কিংবা যেকোন অনুষ্ঠানে খাবারের পর একটা মিষ্টি আইটেম কিংবা ডেজার্ট না হলেই যেন নয়। আর ভিন্নধরনের বাকলাভা হলেই তো আর কোনো কথাই নেই। কিন্তু বাহির থেকে কিনে তো খাওয়াই হয়। সহজ এবং মজাদার এই আইটেমটি কিন্তু আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন। কিভাবে তাই ভাবছেন তো? আমরা আজকে আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যের সুস্বাদু ও আকর্ষণীয় ডেজার্ট বাকলাভা তৈরির সহজ ঘরোয়া উপায়। তো, দেরি না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন মজাদার এই আইটেমটি।

মজাদার বাকলাভা তৈরির পদ্ধতি

উপকরণ

  • গলানো বাটার- ২ কাপ
  • পেস্তা- ১.৫ কাপ
  • চিনি- ১ কাপ
  • ফিলো শিট- ২০-২৫ টা
  • কাঠ এবং পেস্তা বাদাম ক্রাশ- ১ কাপ (এক চামচ গোলাপজল দিয়ে ক্রাশ করে নিতে হবে)
  • লেবুর রস- ১.৫ টেবিল চামচ
  • পানি- ১ কাপ
  • লেবুর খোসা- কয়েকটা

প্রস্তুত প্রণালী

১) প্রথমে ওভেন ১০ মিনিট ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে।

২) তারপর বাকলাভা তৈরির পাত্রে ফিলো শিটগুলো সেই মাপে কেটে নিন।

৩) এবার বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে একেএকে ১০টা ফিলো শিট বিছিয়ে দিতে হবে।

৪) লক্ষ্য রাখবেন প্রতিটা ফিলো শিটে বাটার ব্রাশ করার পর শিটগুলো উলটিয়ে বিছাতে হবে, যেন বাটারের সাইডটি নিচের দিকে থাকে।

৫) এবার কাঠবাদামকুঁচি বিছিয়ে দিয়ে আবার ফিলো শিট দিয়ে দিতে হবে। এবার এর উপর হালকা করে বাটার দিয়ে দিন।

৬) এখন বাকি শিটগুলো ঠিক একইভাবেই ব্রাশ করে বিছিয়ে দিতে হবে।

৭) তারপর ১৫ মিনিট ওভেনে বেক করতে হবে।

৮) ১৫ মিনিট পর ধারালো ছুড়ি দিয়ে পছন্দমতো শেপে কেটে নিন।

৯) তারপর আবার ১৫ মিনিটের জন্য ওভেনে বেক করে নিতে হবে। এতে উপরের লেয়ার গোল্ডেন ব্রাউন হবে।

১০) ১৫ মিনিট পর আবার শেপ অনুযায়ী কেটে নিন এবং ২ ঘন্টা ধরে ঠাণ্ডা হতে দিন।

১১) এবার চিনির শিরা তৈরি করে ফেলতে হবে। শিরা তৈরি করতে ১ কাপ চিনি ও ১ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে।

১২) ফুটে উঠলে এতে লেবুর রস লেবুর খোসা দিয়ে দিন। এতে সুন্দর একটি ফ্লেভার আসবে।

১৩) তারপর গরম শিরা ঠান্ডা বাকলাভার উপর ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিন।

ব্যস, তৈরি হয়ে গেলো খুবই সুস্বাদু ভিন্নধর্মী ডেজার্ট বাকলাভা। উপরের পদ্ধতিগুলো ফলো করেই ঘরে বসে তৈরি করতে পারেন মজাদার এই ডিশটি। তো, দেড়ি না করে আজই তৈরি করুন মধ্যপ্রাচ্যের বহুল প্রচলিত ডেজার্ট  বাকলাভা এবং উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: কোটোইরুডো.ইট

7 I like it
3 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort