ড্রাই স্কিনের যত্নে মধু | কিভাবে করবেন এর সঠিক ৪ টি ব্যবহার?

ড্রাই স্কিনের যত্নে মধু | জেনে নিন দারুণ ৪টি ব্যবহার

honey

ড্রাই স্কিন নিয়ে ভাবনার যেন অন্ত নেই! এটি খুব সহজেই আদ্রতা হারায় এবং খসখসে হয়ে যায়। ড্রাই স্কিনের পুরোপুরি যত্ন নেয়ার উত্তম উপাদান কিন্তু আপনার ঘরেই আছে। হ্যা, আমি বলছি মধুর কথা। এর অসামান্য উপকারিতার কথা কারোরই অজানা নয়। বিভিন্ন রোগের উপশম হিসেবে এবং ত্বকের যত্নেও এর ব্যবহার প্রচুর, তাই কমবেশি সবার বাড়িতেই মধু থাকে। মধু হলো সুপার হাইড্রেটিং যা আপনার শুকনো ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে পারে। মধুর ময়েশ্চারাইজিং বেনিফিটগুলো পাবার উদ্দেশ্যে খুব সহজেই আপনি আপনার ড্রাই স্কিনে এর ব্যবহার করতে পারেন। তাই আজ আপনাদের জন্য থাকলো, ড্রাই স্কিনের যত্নে মধুর ৪টি অসাধারণ ব্যবহার। তাহলে চলুন দেখে নেয়া যাক!

ড্রাই স্কিনের যত্নে মধু যেভাবে ব্যবহার করবেন

১. হানি ময়েশ্চারাইজিং ফেইস ক্রিম 

প্রয়োজনীয় উপাদান-

  • ১/২ কাপ শিয়া বাটার
  • ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • ৫ ড্রপ টি ট্রি অয়েল
  • ৩ টেবিল চামচ গোলাপ জল
  • ১ টেবিল চামচ বিশুদ্ধ মধু

হানি ময়েশ্চারাইজিং ফেইস ক্রিম - shajgoj.com

পদ্ধতি-

শিয়া বাটার গলানোর জন্য একটি ডাবল বয়লার ব্যবহার করুন। তারপর এর সাথে গোলাপ জল, ঘৃতকুমারী জেল এবং মধু ভালো করে মিশিয়ে একটি কাচের বাটিতে নিন এবং মিশ্রণটি রেফ্রিজারেটরে রেখে দিন ঠাণ্ডা হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে ৫ মিনিট ভালোভাবে হাত দিয়ে বিট করুন যাতে একটি ফ্লাফি, ক্রিমি টেক্সচার তৈরি হয়। এবার ক্রিমটি একটি জারে ঢুকিয়ে রেখে দিন। এই ক্রিমটি প্রতিদিনের ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন।

২. ড্রাই স্কিনের যত্নে মধু এবং ল্যাভেন্ডার ফেসিয়াল টোনার

প্রয়োজনীয় উপকরণ-

  • ১/২ কাপ পানি
  • ১/২ টেবিল চামচ বিশুদ্ধ মধু
  • ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার
  • ৩-৪ ড্রপ লেভেন্ডার অয়েল

মধু এবং ল্যাভেন্ডার ফেসিয়াল টোনার - shajgoj.com

পদ্ধতি-

প্রথমে পানি হালকা গরম করে নিন। এবার এর সাথে মধু যোগ করে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটা ঠাণ্ডা হলে এর সাথে ল্যাভেন্ডার অয়েল এবং অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে ভালোভাবে নেড়ে একটি কাচের বোতল বা স্প্রে বোতলে স্থানান্তর করুন। আপনার মুখ ধোয়ার পর এটি টোনার হিসাবে ব্যবহার করুন।

৩. মধু এবং ওটমিল স্ক্রাব

প্রয়োজনীয় উপকরণ-

  • ১/২ কাপ ওটস
  • সোয়া এক কাপ চিনি
  • ১/৪ কাপ নারকেল তেল
  • ১/৪ কাপ মধু
  • ৩-৪ ড্রপ টি ট্রি অয়েল
  • ৩-৪ ড্রপ ল্যাভেন্ডার অয়েল

ড্রাই স্কিনের যত্নে মধু এবং ওটমিল স্ক্রাব - shajgoj.com

পদ্ধতি-

ওটস এবং চিনি একসাথে গ্রাইন্ড করে নিন। এবার এতে মেশান নারকেল তেল, মধু, টি ট্রি অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল। সবকিছু ভালো করে মিশিয়ে একটি কাচের জারে রেখে দিন। স্ক্রাবটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।

৪. মধু, হলুদ এবং গ্লিসারিন ফেইস প্যাক

প্রয়োজনীয় উপকরণ-

  • ১ টেবিল চামচ বিশুদ্ধ মধু
  • ১/২ চা চামচ গ্লিসারিন
  • ১/২ চা চামচ হলুদ গুড়া বা কাচা হলুদ বাটা

ড্রাই স্কিনের যত্নে মধু, হলুদ এবং গ্লিসারিন ফেইস প্যাক - shajgoj.com

পদ্ধতি-

মধু, হলুদ এবং গ্লিসারিন একসাথে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই প্যাকটি মুখে, গলায় ঘাড়ে লাগিয়ে রাখুন ৩০-৩৫ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপরে উল্লেখিত মধু দিয়ে তৈরি নানা রকম প্যাকগুলো আপনার ত্বককে ইন্সট্যান্টলি সফট ও ময়েশ্চারাইজড করবে। তারপরও অনেকে খুব দ্রুত রেজাল্ট আশা করেন। কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহারে বিশ্বাস এবং ধৈর্য রাখতে হয়। ন্যাচারাল উপাদানগুলো আস্তে আস্তে কাজ করলেও এর প্রভাবটা অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়। তাই আপনার ড্রাই স্কিনের যত্নে উপরে উল্লেখিত রেমেডিগুলো ফলো করতে থাকুন, আশানুরূপ রেজাল্ট পাবেন আশা করি।

ছবি- আলজামিলা.কম, পিন্টারেস্ট.কম, shutterstock

9 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...