স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

vit c

ভিটামিন সি-এর আছে অসাধারণ গুণাগুন। তাই রেগুলার স্কিনকেয়ারে অনেকেই হয়তো ভিটামিন সি অ্যাড করেছেন। আমরা সবাই কম বেশি জানি যে, এটি স্কিনের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে এবং ডার্ক স্পটস দূর করে স্কিনকে করে ব্রাইট। তবে ভিটামিন সি-এর কোন ফর্মটি বেশি কার্যকর, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। ভিটামিন সি এর-বেশ কয়েকটি ফর্ম আছে, যা বর্তমানে স্কিনকেয়ার ইন্ড্রাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে। স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল, কোনটি কোন স্কিন টাইপে স্যুট করবে, চলুন জেনে নেই আজ।

ভিটামিন সি সিরামে কোন ফর্মটি দেওয়া হয়?

L-Ascorbic Acid ভিটামিন সি-এর সবথেকে পিওর ফর্ম। কিন্তু এই পিওর ফর্মটি আসলে স্ট্যাবল না। যার ফলে অনেক সময়ই প্রোডাক্টে L-Ascorbic Acid এর অন্যান্য যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। Ascorbyl Glucoside প্রায়ই আমরা সিরামে ব্যবহার হতে দেখি, এটি কিন্তু তুলনামূলক স্ট্যাবল। যেহেতু নামেই আছে গ্লুকোসাইড, তাহলে এটি গ্লুকোজের ফর্ম কি? হ্যাঁ, আসলেই তাই। চলুন একটু বিস্তারিত জেনে নেই এই উপাদানটি সম্পর্কে।

Ascorbyl Glucoside কেন স্ট্যাবল?

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি

L-Ascorbic Acid এর স্ট্যাবল ফর্ম Ascorbyl Glucoside যা সুগার গ্লুকোজের সাথে কম্বাইন্ড অবস্থায় থাকে। এই সুগার গ্লুকোজ প্রাকৃতিক স্টার্চ সোর্স এর একটি ডেরিভেটিভ যার মধ্যে ভিটামিন সি অংশটুকু সিন্থেটিক এলিমেন্ট দিয়ে বেস্টিত থাকে। যখন Ascorbyl Glucoside কে সঠিকভাবে ফর্মুলেট করা হয় এবং সেটি ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে, তখন Ascorbyl Glucoside ভেঙে যায় এবং ভিটামিন সি এর সবথেকে পিওর ফর্ম Ascorbic Acid এ পরিণত হয়। যার ফলে এই ফর্মটি স্কিনে ভিটামিন সি এর লং লাস্টিং বেনিফিট দেয়। যেহেতু Ascorbyl Glucoside একটি গ্লুকোজ ফর্ম এবং এর ভেতরে ভিটামিন সি এর অংশটুকু সিন্থেটিক অবস্থায় থাকে যা একদম ত্বকের গভীরে যেয়েই Ascorbic Acid এ কনভার্ট হয়, তাই এটি স্ট্যাবল।

তবে এটি যেহেতু সরাসরি Ascorbic acid না, তাই Ascorbyl Glucoside এ Ascorbic acid কম কনসেন্ট্রেশনে থাকে। কিন্তু ভিটামিন সি-এর বেনিফিটগুলো খুব ভালোভাবেই আপনি পাবেন। বর্তমানে স্কিনকেয়ার প্রোডাক্টগুলোতে বিশেষ করে ব্রাইটেনিং সিরামে এটি বেশ ব্যবহার হচ্ছে।

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর অন্যান্য ফর্ম

Ascorbyl Glucoside বাদেও কিন্তু ভিটামিন সি-এর আরো অনেক ফর্ম আছে। যেমন: Sodium Ascorbyl Phosphate, Magnesium Ascorbyl Phosphate, Sodium Ascorbate, Calcium Ascorbate, Ascorbyl Palmitate। এই সবগুলোই বর্তমানে ব্যবহৃত হচ্ছে স্কিনকেয়ার ইন্ড্রাস্ট্রিতে। এবার আরেকটু বিস্তারিত জেনে নেই।

ভিটামিন সি

কোন ফর্ম কোন ধরনের ত্বকে ভালো কাজ করে?

L ascorbic acid বা Ascorbic Acid

এটি তুলনামুলক বেশি ব্যবহৃত হয় স্কিনকেয়ার ইন্ড্রাস্ট্রিতে যেহেতু এটি ভিটামিন সি-এর একটি পিওর ও কনসেন্ট্রেটেড ফর্ম। কিন্তু এটি যদিও তেমন একটা স্ট্যাবল না এবং সহজেই অক্সিডাইজড হয়ে যায়। তবে সঠিক নিয়মে ব্যবহার করলে এর থেকে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যায়। L- Ascorbic acid এর সাথে Tocopherol (ভিটামিন-ই এর একটি ফর্ম) ও Ferulic acid কে রাখা হয় উপাদান তালিকায় যা এই অ্যাসিডের স্ট্যাবিলিটি বাড়িয়ে কার্যকারিতা বৃদ্ধি করে। অয়েলি টু নরমাল স্কিনে এই ফর্মটি ভালো কাজ করে।

Sodium Ascorbyl Phosphate

ভিটামিন সি-এর এই ফর্মটি সেনসিটিভ স্কিনের জন্যও কার্যকরী। Sodium Ascorbyl Phosphate ইফেক্টিভ অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট, যেটি কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। যাদের পিওর Ascorbic acid স্যুট করে না, তারা এই ফর্মটি ট্রাই করতে পারেন। কারণ এটি স্কিনকে তেমন ইরিটেট করে না বা করলেও বেশ কম করে, তবে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে। এই ফর্মটি আলো-বাতাসে কম অক্সিডাইজড হয় এবং স্ট্যাবল থাকে।

Sodium Ascorbate

এটি স্কিনে অ্যাপ্লাইয়ের পর ভিটামিন সি-এর পিওর ফর্মে রূপান্তরিত হয়। অল স্কিন টাইপে স্যুট করে, সেনসিটিভ স্কিনেও ব্যবহার করা যায়। Sodium Ascorbate মিনারেল সল্ট, তাই পিওর ভিটামিন সি-এর থেকে এর পটেনশিয়ালিটি কিছুটা কম। তবে এই সল্ট ফর্মটি কিন্তু স্ট্যাবল।

ভিটামিন সি

Magnesium Ascorbyl Phosphate

ভিটামিন সি-এর ফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হাইড্রেটিং ফর্ম হচ্ছে Magnesium Ascorbyl Phosphate। এটি খুব ভালোভাবে ইরিটেট স্কিনে সুদিং ফিল দিতে পারে। ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য বেশ কার্যকরী। এটি পানিতে দ্রবীভূত হতে পারে, তাই অনেক সময় ক্রিম, লোশন অথবা জেল বেইজড প্রোডাক্টে এই ফর্মটি ব্যবহৃত হয়।

Calcium Ascorbate

এটি এক ধরনের খনিজ লবণ। এটিও স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ইরিটেশন প্রিভেন্ট করে। ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের যত্নে এই ফর্মটি বেশ কার্যকরী। অ্যাসকরবিক অ্যাসিডের মতো এতেও সেইম অ্যান্টি অক্সিডেন্ট প্রোপার্টিজ থাকে।

Ascorbyl Palmitate

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর যতগুলো ডেরিভেটিভস পাওয়া যায়, এগুলোর মধ্যে ‘অল-ইন-ওয়ান ব্রাইটেনিং সুপারস্টার’ বলা হয় একে! ফ্যাট সল্যুবল, নন ইরিটেটিং, স্ট্যাবল, স্যুইটেবল ফর সেনসিটিভ স্কিন। তবে পিওর ভিটামিন সি-এর থেকে এটি কিছুটা মাইল্ড।

হেলদি স্কিন

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • ১০-২০% ভিটামিন সি সিরাম স্কিনকেয়ারের ক্ষেত্রে নিরাপদ
  • স্কিনকেয়ারে ভিটামিন সি যারা ব্যবহার করছেন তাদের জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই ও ২/৩ ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করা মাস্ট
  • টিনেজে শুধু বেসিক স্কিনকেয়ার রুটিন মেনটেইন করাই এনাফ
  • একসাথে অনেকগুলো নতুন প্রোডাক্ট স্কিনকেয়ার রুটিনে ইনক্লুড করবেন না
  • ড্যামেজড স্কিন থাকলে আগে স্কিন রিপেয়ার করে তারপর ভিটামিন সি অ্যাড করুন

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন! সবগুলোই ইফেক্টিভ, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার স্কিনে কোন ফর্মটি সবথেকে বেশি ভালো কাজ করবে। একেকজনের স্কিন টাইপ ও কনসার্ন যেহেতু আলাদা, তাই স্কিনকেয়ার প্রোডাক্টেও আসে ভ্যারিয়েশন। আজ এই পর্যন্তই।

SHOP AT SHAJGOJ

     

    সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকে বেছে নিতে পারেন অথেনটিক প্রোডাক্ট আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

    লিখেছেন- জাফরিন জাহান, শিক্ষার্থী, রসায়ন বিভাগ

    ছবি- সাটারস্টক, সাজগোজ

    4 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort