গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

গ্রিন টি ফেসিয়াল

তৈলাক্ত, ব্রণ প্রবণ ত্বকে প্রয়োজন একটু বেশি যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমনের আশংকা বেশি থাকে। তৈলাক্ত ত্বকের যত্নে গ্রিন টি খুবই কার্যকর। কারণ গ্রিন টিতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট (Anti-oxidant)অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (Anti-inflammatory) গুণ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসে করবেন গ্রিন টি ফেসিয়াল ।

গ্রিন টি ফেসিয়াল

উপকরণ

১. গ্রিন টি

২. মুলতানি মাটি

৩. অ্যালোভেরা স্টিক

গ্রিন টি ফেসিয়াল ব্যবহারের পূর্বে করণীয়

কিঞ্জিং

আপনার পছন্দের ক্লিঞ্জার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

স্ক্রাবিং

স্ক্রাব মুখে লাগিয়ে কিছুক্ষন রেখে আলতো ভাবে ম্যাসাজ করুন। স্ক্রাবিং ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস দূর করবে ও বন্ধ পোরস গুলো খুলে দিবে।

টোনিং

তুলোতে টোনার নিয়ে মুখটা মুছে নিন। গোলাপ জল তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপযোগী টোনার।

গ্রিন টি ফেসিয়াল প্যাক তৈরির পদ্ধতি

১. ফুটন্ত গরম পানিতে ১ চামচ গ্রিন টি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

২. ১টি বাটিতে ২ চামচ মুলতানি মাটি নিন। তাতে ২-৩ চামচ গ্রিন টি ভেজানো পানি মেশান।

৩. ১ টি অ্যালোভেরার স্টিক নিন (এটির এক পাশ ছিড়ে নিতে হবে)। এবার অ্যালোভেরা স্টিকটি চিপে রস, মুলতানি মাটি ও গ্রিন টির মিশ্রণে মেশান।

৪. উপকরণ গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস ফেইস প্যাক তৈরি হয়ে গেল। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

১.  গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সতেজ ও টানটান রাখতে সাহায্য করে ও জীবাণু দূর করে।

২. মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ব্রণ প্রতিরোধ করে ও রোদে পোড়া ভাব কমায়।

৩. অ্যালোভেরা ত্বককে ময়েশচারাইজ করে। অ্যালোভেরার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (Anti- Bacteria) গুণ ত্বককে সুরক্ষিত রাখে।

ছবি – সংগৃহীত: Shutterstock

11 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...