প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরী - Shajgoj

প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরী

plastic fv

আমরা প্রতিদিন অনেক জিনিস ফেলে দিয়ে থাকি। আজকে আমরা কিছু ফেলে দেয়া জিনিস থেকে মজার কিছু তৈরী করব। আমাদের সবার বাসায় প্লাস্টিকের বোতল আছে। সেগুলো সাধারণত ফেলে দেয়া হয়। আজকে আমরা এই ফেলে দেয়া প্লাস্টিক বোতল দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরী করবো। অবাক হচ্ছেন! অবাক হবার কিছু নেই। আমরা ঘরে বসেই এটা তৈরী করতে পারি। তাহলে এবার তৈরী করা যাক।

fv 04

উপকরণঃ
১। প্লাস্টিকের বোতল ১ টি
২। কাঁচি
৩। আঠা
৪। রঙ/ নেইল পলিশ
৫। মোমবাতি

কার্যপ্রণালীঃ

প্রথমে বোতলটিকে মাঝখান থেকে কাটতে হবে। এরপর ছবির নিয়ম অনুযায়ী ডিজাইন করুন।

fv 01

fv 02

fv 03

আঠা দিয়ে বোতলটি জোরা লাগিয়ে নিন ।

plastic fv

এবার ডেকোরেট করতে হবে। আপনি চাইলে আপনার পছন্দের রঙ দিয়ে পেইন্ট করতে পারেন। আপনার হাতের কাছে রঙ না থাকলে আপনি নেইল পলিশ দিয়েও ডিজাইন করতে পারেন। আবার রিবন অথবা কাগজের তৈরী ফুল দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। হয়ে গেল সুন্দর একটি ফ্লাওয়ার ভাস। এবার আপনি পছন্দের ফুল দিয়ে এটা সাজাতে পারেন।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

1 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort