প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট - shajgoj.com

আমাদের সবার বাসায় কোক, সেভেন আপ, পানি বা অন্যান্য অনেক বোতল থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভেবে আস্তাকুঁড়ে ফেলে দিই। চলুন দেখা যাক সেই ফেলনা জিনিস কীভাবে আমাদের ঘরের চেহারা পাল্টে দেয়। আজকে আমরা আপনাদের দেখাবো প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট বানানোর পদ্ধতি।

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট তৈরির পদ্ধতি 

প্রয়োজনীয় উপকরণ

০১. একটি ছুরি

০২.পছন্দ মত রং

০৩. আর্ট পেপার

০৪. যেকোনো রঙের বো

০৫. সাদা রঙ

পদ্ধতি

০১. যেকোনো মাপের বোতল নিন তবে চেষ্টা করবেন ১.৫ অথবা ২ লিটারের বোতল নিতে তাহলে পটটি দেখতে সুন্দর লাগবে। এবার বোতলের মাঝ বরাবর থেকে ছুরি দিয়ে বোতলটি কাটুন। এক্ষেত্রেও উচ্চতা আপনার পছন্দ অনুযায়ী। ছবিতে দেখানো পটের উচ্চতা ৫ ইঞ্চি অপরটি ৭ ইঞ্চি।

POT01

 ০২. এবার আর্ট পেপার থেকে দুটি বানি বা মিকি মাউস বা কার্টুনের মুখের শেপ কেটে নিন। যদি এক জোড়া ফ্লাওয়ার পট তৈরি করতে চান সেক্ষেত্রে একটি ছেলে আরেকটি মেয়ে কার্টুনের মুখ কেটে নিতে পারেন। তারপর কাটা বোতলের সাথে আঠা দিয়ে জুড়ে দিন ছবির মত করে। কান দুটোকে বোতলের কাটা মুখের বাইরে রাখবেন। এবার রঙ করার পালা। কার্টুনের মুখ সহ পুরো বোতলটি সাদা রঙ করুন। রঙ নির্বাচন করার ক্ষেত্রে টব রঙ করার রঙ বা আমাদের বাসার দেয়াল করার রঙ নিতে পারেন।

POT02

০৩. রঙ দিয়ে মিকি মাউসের মুখে চোখ, ঠোট, নাক এঁকে দিন। পুরো পটটি জুড়ে আপনার মনের মত রঙ আর নকশা দিয়ে সাজিয়ে দিন। ছেলে পটটির সাথে একটা কাপড়ের তৈরি বোও আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। এরপর পটের খোলা মুখের ভেতর ফুলের গাছ বা পাতা বাহার লাগিয়ে দিন।

POT03

 ০৪. আর আপনি যদি চান পট গুলো দেয়ালে হ্যাং করতে তাহলে লোহার শিক গরম করে নিন তারপর সেই গরম শিক প্লাস্টিকের পটের ২ পাশে ধরতেই দেখবেন প্লাস্টিক গলে ফুটো হয়ে যাচ্ছে। এরপর এই ফুটোর মধ্যে দিয়ে রঙিন ফিতা বা সুতা চালিয়ে দিয়ে দেয়ালে ঝুলিয়ে দিন কিউট পট ২টি।

POT04

এই সহজ, সাধারণ কিন্তু আকর্ষণীয় পট ২টি বানিয়ে তার ছবি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

তথ্যসূত্র এবং ছবিঃ শেয়ারহোমডিজাইন.কম

6 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort