প্লাস্টিকের বোতল দিয়ে নিজেই বানান কসমেটিকস হোল্ডার - Shajgoj

প্লাস্টিকের বোতল দিয়ে নিজেই বানান কসমেটিকস হোল্ডার

cosmetic holder diy

টুকটাক যন্ত্রপাতি বা কসমেটিকস রাখতে হরহামেশাই ছোটখাটো বক্স বা কৌটা দরকার হয়। সবসময় স্বাচ্ছন্দ্যমতো হোল্ডার পাওয়া নাও যেতে পারে। নিজের ক্রাফট এর দক্ষতা বাড়িয়ে নিতে প্রাথমিকভাবে এমন সহজ ও হালকা ক্রাফট একেবারে বিনা খরচে চেষ্টা করতে পারেন যেকোন সময়।

[picture]

cosmetic holder 1

প্রয়োজনীয় উপকরণঃ

১। পুরোনো পরিত্যাক্ত বোতল

২। কাঁচি

৩। আয়রন মেশিন

৪। ধারালো ছুরি

প্রস্তুতি পর্বঃ

১। ধারালো ছুরি নিয়ে বোতলের মুখের দিকের শক্ত অংশটি কেটে নিন।

cosmetic holder 2.jpg

২। এরপর কাঁচির সাহায্যে বোতলের এবড়ো থেবড়ো দিকগুলো সমান করে কেটে নিন।

cosmetic holder 3

৩। বোতলের সামনের অংশ গরম আয়রনের মাঝে ধরে একটু ছড়িয়ে নিন। এতে করে পুরো বোতলটাই একটা সুন্দর আকার পাবে।

cosmetic holder 4

৪। ব্যাস! তৈরি হয়ে গেলো আপনার প্রয়োজনীয় টুল হোল্ডার। এবার ব্যবহার করুন নিজের পছন্দমতো সব জায়গায়।

cosmetic holder 5

এভাবে নিজের ক্রাফট এর গুন ঝালিয়ে নিতে আর পুরোনো সব বোতলের আস্তাবল পরিষ্কার করতে যেকোন সময় এমন টুল হোল্ডার বানিয়ে নিতে পারেন। চাইলে এতে নিজের পছন্দমতো ড্রইং করে নিতে পারেন। পছন্দের ফিতা, সাইনপেন, রঙ দিয়ে সাজিয়ে নিয়ে সাধারণ বোতলকেই করে তুলতে পারেন অসাধারণ।

লিখেছেন – জান্নাতুল শিখা

2 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort