সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

IMG_5234 edited

‘ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল করা যায় না? সোপ বেইজড প্রোডাক্ট ব্যবহারে স্কিনের অবস্থা আরও রাফ হয়ে গিয়েছিল। সোপ ফ্রি ফেইস ওয়াশ কি পাওয়া যাবে কোথাও?’ কথাগুলো আমার বান্ধবীর কাছ থেকে শোনা হলেও এই সমস্যায় আমিও একজন ভুক্তভোগী ছিলাম। আমি এই প্রবলেমের সল্যুশনে খুঁজে পেয়েছি একটি সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার। কী কী বেনিফিটস পেলাম এটি ব্যবহারে, কেন অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য এ ধরনের ফেইস ওয়াশ ব্যবহার করা উচিত এমনই নানা বিষয় নিয়ে আজ জানাবো আপনাদের।

সোপ ফ্রি ফেইস ওয়াশের বেনিফিটস

নতুন ফেইস ওয়াশের রিভিউ জানার আগে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্নে সোপ ফ্রি ফেইস ওয়াশ ব্যবহার করলে কী কী বেনিফিটস পাওয়া যাবে সেগুলো সম্পর্কে চলুন জেনে নেয়া যাক-

১) স্কিনের ন্যাচারাল pH লেভেল ব্যালেন্স করে

সোপ ফ্রি ফেইস ওয়াশ কিছুটা অ্যাসিডিক হয়। এগুলো এমনভাবে ফর্মুলেটেড থাকে যেন স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করতে পারে। অন্যদিকে ট্র্যাডিশনাল সোপে অ্যালকালাইন থাকে এবং স্কিনের ন্যাচারাল পিএইচ লেভেল ব্যালেন্সে ব্যাঘাত ঘটাতে পারে। হেলদি স্কিন ব্যারিয়ার মেনটেইনের জন্য pH লেভেল মেনটেইন করা খুবই জরুরি। এই কাজটাই করে সোপ ফ্রি ফেইস ওয়াশ।

২) জেন্টল হয়

সোপ ফ্রি ফেইস ওয়াশে ট্র্যাডিশনাল সোপের তুলনায় মাইল্ড সারফেকট্যান্ট বা ক্লেনজিং এজেন্ট ফর্মুলেটেড থাকে। জেন্টল ফর্মুলেশনের কারণে মুখ ধোয়ার পর ন্যাচারাল অয়েল স্ট্রিপ হয়ে যায় না।

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ফেইস ওয়াশ

৩) অয়েল কন্ট্রোল করে

এক্সেস অয়েল প্রোডাকশন কন্ট্রোল করার জন্য সোপ ফ্রি ফেইস ওয়াশ খুব ভালো কাজ করে। এগুলোতে স্যালিসাইলিক অ্যাসিড, টি ট্রি অয়েল ফর্মুলেটেড থাকে। এই ইনগ্রেডিয়েন্টগুলো সেবাম প্রোডাকশন কন্ট্রোল করতে, গ্রিজিনেস মিনিমাইজ করতে, ক্লগড পোরস আনক্লগ করতে এবং একনে ব্রেকআউট প্রিভেন্ট করতে হেল্প করে।

৪) ইরিটেশন কমায়

অয়েলি স্কিনে একনে ব্রেকআউট, ইনফ্ল্যামেশন ও সেনসিটিভিটির প্রবলেম বেশি দেখা দেয়। সোপ ফ্রি ফেইস ওয়াশ এই প্রবলেম অনেকটাই কমায়। কারণ এতে হার্শ ইনগ্রেডিয়েন্ট থাকে না।

৫) স্কিন হাইড্রেটেড রাখে

অয়েলি স্কিনে এক্সেসিভ অয়েলিনেসের প্রবলেম যেমন হয়, তেমনই স্কিন ডিহাইড্রেটেডও হতে পারে। সোপ ফ্রি ফেইস ওয়াশ এই প্রবলেম রিডিউস করে স্কিনকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। সেই সাথে এক্সেস অয়েল ও ইমপিওরিটিস রিমুভ করে, ময়েশ্চার ধরে রাখে, স্কিনকে ড্রাই বা টাইট ফিল হতে দেয় না।

হাইড্রেটেড স্কিন

সোপ বেইজড ও সোপ ফ্রি ক্লেনজারের মধ্যে পার্থক্য কী?

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য সোপ ফ্রি ক্লেনজার ব্যবহারের কথা তো বলছি। কিন্তু সোপ বেইজডের সাথে আসলে এর পার্থক্য কী? মূলত সোপ বেইজড প্রোডাক্টে সারফেকট্যান্ট হিসেবে সোপ ইউজ করা হয়। আর সোপ ফ্রি ক্লেনজারে ব্যবহার করা হয় মাইল্ড বা জেন্টল সারফেকট্যান্ট, ইমোলিয়েন্ট, প্ল্যান্ট এক্সট্র্যাক্ট। আর এ দুটো প্রোডাক্টের মধ্যে প্রধান পার্থক্য থাকে পিএইচ লেভেলে। সোপ বেইজড ক্লেনজারের পিএইচ যেখানে ৯-১০ হয়, সেখানে সোপ ফ্রি ক্লেনজারের পি এইচ থাকে ৫.৫ এর কাছাকাছি। আর আমাদের স্কিনের পি এইচ ৪.৫ থেকে ৫.৫।

অয়েলি স্কিনের জন্য এমন ফেইস ওয়াশ কেন জরুরি?

যাদের স্কিন অয়েলি তারা অয়েল রিমুভ করার জন্য বার বার ফেইস ওয়াশ করেন। এতে স্কিনের ময়েশ্চার ব্যারিয়ার নষ্ট হয় এবং স্কিনের হেলদি মাইক্রোঅর্গানিজম রিমুভ হয়ে যায়। কেন এমন হয় আমি একটু বিস্তারিত বুঝিয়ে বলছি।

প্রথমত, বার বার ফেইস ওয়াশ করলে স্কিনে ওয়াটার লেভেল কমে যায়। এই অভাব পূরণের জন্য স্কিন আরও অয়েল প্রোডিউস করে। এরপর যখন আবার মুখ ধোয়া হয়, তখন ময়েশ্চার ব্যারিয়ার ইমব্যালেন্স হয়ে এক্সেস সেবাম প্রোডিউস হতে থাকে।

দ্বিতীয়ত, আমাদের ত্বকে ‘স্কিন মাইক্রোবায়োটা’ নামে কিছু ভালো ব্যাকটেরিয়া প্রোডিউস হয়, যেগুলো স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করে, স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্সড রাখে এবং স্কিন ঠিকমতো ফাংশন করতে হেল্প করে। বার বার ফেইস ওয়াশ করলে এই ভালো ব্যাকটেরিয়াগুলোও স্কিন থেকে রিমুভ হয়ে যায়। এখন এই অবস্থায় যদি সাবান দিয়ে মুখ ধোয়া হয় তাহলে স্কিনের পিএইচ লেভেল বেড়ে যায়। আমরা জানি যে, আমাদের স্কিনের পিএইচ লেভেল ৪.৫-৫.৫ এর মধ্যে থাকে। অর্থাৎ সামান্য অ্যাসিডিক থাকে। এই লেভেল ব্যালেন্স করার জন্য স্কিন আরও ন্যাচারাল অয়েল প্রোডিউস করে। যার কারণে স্কিন আরও অয়েলি ও একনে প্রন হয়ে ওঠে।

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ফেইস ওয়াশ

এই প্রবলেমগুলো রিডিউস করার জন্য অর্থাৎ স্কিন ব্যারিয়ার মেনটেইন ও প্রোটেক্টেড রাখার জন্য এমন ক্লেনজার সিলেক্ট করতে হবে যেটি স্কিনকে হেলদি রাখবে। সেই সাথে স্কিনের ময়েশ্চার ব্যারিয়ার প্রোটেক্টেড করবে, পিএইচ লেভেল ব্যালেন্স করবে। অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য ফেইস ওয়াশ সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন সেটিতে স্যালিসাইলিক অ্যাসিড বা বেনজয়েল পার অক্সাইড আছে কিনা। এমন একটি ফেইস ওয়াশ হচ্ছে Skin Cafe Soothing Aloe Vera Facewash with Salicylic Acid। আজ এটি সম্পর্কেই জানাবো আপনাদের।

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার 

অয়েলি ও একনে প্রন স্কিনে সব ধরনের প্রোডাক্ট ব্যবহার করা যায় না। তাই এ ধরনের স্কিনে প্রোডাক্ট ব্যবহারের আগে এর ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জেনে নেয়া ভালো। এই সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার এ আছে অ্যালোভেরা, মিন্ট ও স্যালিসাইলিক অ্যাসিড। চলুন এগুলোর বেনিফিটস সম্পর্কে জানা যাক-

অ্যালোভেরা

অ্যালোভেরাতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপারটিজ। যে ব্যাকটেরিয়াগুলোর কারণে একনে হয় সেগুলো রিডিউস করতে এবং কন্ট্রোল করতে হেল্প করে এই প্রোপারটিজ। এটি ন্যাচারাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি হওয়ায় ইরিটেশন কমিয়ে স্কিনে সুদিং ফিল দেয়। এর ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট প্রোপার্টিজের কারণে স্কিনের এক্সেস অয়েল ডিজলভ হয়।

স্যালিসাইলিক অ্যাসিড

স্যালিসাইলিক অ্যাসিড একটি বিটা হাইড্রক্সি অ্যাসিড। এটি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে ডেড স্কিন সেলস রিমুভ করে স্কিনকে সফট করে। অনেক সময় মেকআপ, বাইরের ধুলো ময়লা জমে স্কিনের পোরস ক্লগ হয়ে যায়। স্যালিসাইলিক অ্যাসিড পোরস আনক্লগ করতে হেল্প করে। পোরস ক্লিন থাকার ফলে পিম্পলস বা ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকার জন্য অনেক সময় সিস্টিক একনে কমাতেও সাহায্য করে।

মিন্ট

স্কিনে যে সেবাম সিক্রেশন হয় সেটি কন্ট্রোল করে মিন্ট। এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রোপারটিজ ইনফ্ল্যামেশন প্রিভেন্ট করে এবং একনে কিওর করে। পোরস ডিপলি ক্লিন করতে এবং স্কিনকে হাইড্রেটেড রাখতে হেল্প করে মিন্ট।

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ফেইস ওয়াশ

ফেইস ওয়াশটির মেইন ফিচার

  • সোপ ফ্রি ফর্মুলায় তৈরি
  • পিএইচ ব্যালেন্সড
  • প্যারাবেন ফ্রি
  • পাম্প সিস্টেমের ১৪০ মি.লি. এর বোতলে পাওয়া যাচ্ছে
  • জেল বেইজড ফেইস ওয়াশ

ইনগ্রেডিয়েন্ট ও ফিচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য এই সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার কতটা বেনিফিসিয়াল। এর প্যাকেজিংও খুব সুন্দর। স্মেল মোটেও কড়া নয়, বরং রিফ্রেশিং ফিল দেয়।  অয়েলি স্কিনের জন্য সোপ ফ্রি ও পিএইচ ব্যালেন্সড ফেইস ওয়াশ যারা খুঁজছেন, তাদের জন্য এটি বেস্ট একটি অপশন হতে পারে।

এক নজরে ফেইস ওয়াশটির বেনিফিটগুলোও দেখে নেই চলুন-

  • স্কিনের ডার্ট ক্লিন করে
  • স্কিনের এক্সেস সেবাম রিডিউস করে কোনো রকম ড্রাইনেস ছাড়াই
  • যে ব্যাকটেরিয়ার কারণে একনে হয় সেগুলোর সাথে ফাইট করে
  • ছেলে মেয়ে সবাই এটি ইউজ করতে পারবে

ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য এই ব্র্যান্ডেরই Skin café Hydrating Hyaluronic Acid Face Wash seaweed extract নামে আরও একটি ফেইস ওয়াশ বাজারে পাওয়া যাচ্ছে। আপনার পরিচিতদের মধ্যে কারও যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাদের আপনি এই হাইড্রেটিং ফেইস ওয়াশটি সাজেস্ট করতে পারেন।

স্কিন ক্যাফে ফেইস ওয়াশ

কেন সাজেস্ট করছি?

অয়েলি ও একনে প্রন স্কিনে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে সবাই চিন্তা করে সেটি স্কিনের জন্য সেইফ হবে কিনা, স্কিনকে ওভার ড্রাই করবে কিনা। আমি যে ফেইস ওয়াশটির কথা জানালাম সেটিতে এ ধরনের কোনো সমস্যা হবে না। স্কিন ডিপলি ক্লিন হবে, সফট ও হাইড্রেটেড থাকবে। এটিতে খুব বেশি ফোম হয় না। পিএইচ ব্যালেন্সড, সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ বলে একনে প্রন স্কিনেও সুদিং ফিল দিবে। একবার ব্যবহার করেই দেখুন, অন্য ফেইস ওয়াশের সাথে তফাতটা নিজেই বুঝতে পারবেন।

স্কিন ক্যাফে বাংলাদেশি একটি প্রিমিয়াম বিউটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রোডাক্ট যারা আগেও ব্যবহার করেছেন, তারা এর কোয়ালিটি সম্পর্কে আগে থেকেই জানেন। এই প্রোডাক্টটি ব্যবহারের পর আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের সাথে। সাজগোজের ওয়েবসাইট ভিজিট করে আমি ক্লেনজারটি পারচেজ করেছিলাম। রেজাল্ট বেশ ভালো পেয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।

অথেনটিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন সাজগোজ থেকে। সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

 

 

ছবিঃ সাজগোজ

 

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort