ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?

IMG_0009 copy

একটু চিন্তা করে বলুন তো, ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? এই ইরিটেশন ও রাফনেস কেন হয়, সেটা ভেবে দেখেছেন কখনো? অনেকেই ভেবে বসে থাকেন যে ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে এমনটা তো হবেই! জি না, আসলে ভুলটা হচ্ছে আপনার স্কিনকেয়ার প্রোডাক্ট সিলেকশনে। ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করা কেন জরুরি, স্কিনের নরমাল পি এইচ লেভেল কত, সোপ বেইজড প্রোডাক্টের সাথে সোপ ফ্রি ফর্মুলার প্রোডাক্টের মেইন ডিফারেন্স কী- এগুলো নিয়েই আজ আলোচনা করবো।

সোপ আসলে কী?

স্ট্রং অ্যালকালি সল্যুশন দিয়ে তৈরি ক্লেনজিং এজেন্ট হচ্ছে সোপ, যাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ন্যাচারাল ফ্যাটের মিক্সচার থাকে। মূল বিষয়ে যাওয়ার আগে সোপ তৈরির প্রক্রিয়া আগে জেনে নেই চলুন। তেল/চর্বি হচ্ছে ট্রাইগ্লিসারলের এস্টার, একে সাধারণত ট্রাইগ্লিসারাইড বলা হয়। এই ট্রাইগ্লিসারাইড সোডিয়াম বা পটাসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে গ্লিসারল ও এক প্রকার ফ্যাটি অ্যাসিড তৈরি হয় । এই ফ্যাটি অ্যাসিড লবণকেই আমরা সাবান হিসেবে জানি। আর সাবান তৈরির এই প্রক্রিয়াকে ‘স্যাপোনিফিকেশন’ (Saponification) বলে।

সোপ বেইজড ক্লেনজার vs সোপ ফ্রি ক্লেনজার

সোপ বেইজড প্রোডাক্টে সারফেকট্যান্ট হিসেবে সোপ ব্যবহার করা হয়। আর সোপ ফ্রি ক্লেনজারে মাইল্ড বা জেন্টল সারফেকট্যান্ট, ইমোলিয়েন্ট, প্ল্যান্ট এক্সট্র্যাক্ট এগুলো ব্যবহৃত হয়। এই দু’টি প্রোডাক্টের মধ্যে মেইন ডিফারেন্স হলো এর পি এইচ লেভেল। সোপ বেইজড ক্লেনজারের পি এইচ যেখানে ৯-১০ এর মতো, সেখানে সোপ ফ্রি ক্লেনজারের পি এইচ ৫.৫ এর কাছাকাছি। আমাদের স্কিনের পি এইচ ৪.৫ থেকে ৫.৫।

স্কিনের পি এইচ কীভাবে মেনটেইন করা যায়?

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড করা কেন জরুরি

পি এইচ লেভেলের রেঞ্জ ০-১৪ পর্যন্ত। ৭ হচ্ছে নিউট্রাল, ৭ এর কম হলে অ্যাসিডিক আর ৭ এর বেশি হলে ক্ষারীয়। আপনি যখন সোপ জাতীয় প্রোডাক্ট ফেইসে ব্যবহার করছেন, সেটা খুব স্বাভাবিকভাবেই স্কিনের পি এইচ বাড়িয়ে দিচ্ছে। আর এই পি এইচ রেঞ্জ যখন ৭ এর উপরে চলে যাচ্ছে, তখন আমাদের ত্বকের ন্যাচারাল সেবাম বা অয়েল প্রোডাকশন হ্যাম্পার হয়। স্কিন যথেষ্ট পরিমাণে সেবাম উৎপাদন না করলে তখন ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস এই সমস্যাগুলো দেখা দেয়। সেনসিটিভ স্কিন পি এইচ লেভেলের এক্সট্রিম চেঞ্জ টলারেট করতে পারে না।

তাহলে কি সোপ বেইজড প্রোডাক্ট পুরোপুরি এড়িয়ে চলবো?

অয়েলি ও কম্বিনেশন স্কিনে সোপ বেইজড ক্লেনজার ব্যবহারে তেমন সমস্যা হয় না। কারণ এই ধরনের ত্বকে অয়েল প্রোডাকশন বেশি হয় যা সোপ বেইজড ক্লেনজার প্রোপারলি ক্লিন করতে পারে। দেখা যায় যে ক্লেনজিংয়ের পর টোনার অ্যাপ্লাই করলে পি এইচ লেভেল রিস্টোর হয় এবং স্কিন হেলদি থাকে। তবে যাদের ত্বক শুষ্ক, তাদের ক্ষেত্রে সোপ ফ্রি ক্লেনজার সাজেস্ট করা হয়। ড্রাই স্কিনে যে অল্প পরিমাণে অয়েল প্রোডিউস হয়, সোপ জাতীয় উপাদান সেটাকে যদি পুরোপুরি ওয়াশ করে ফেলে, তাহলে কিন্তু অন্যান্য স্কিন কনসার্ন ট্রিগার হয়ে যায়। যেমন- ইচিনেস, এক্সেস ড্রাইনেস, পিলিং, ড্যামেজড স্কিন ব্যারিয়ার ইত্যাদি।

তাই অয়েলি ও কম্বিনেশন স্কিনের যত্নে আপনি সোপ বেইজড প্রোডাক্ট ইউজ করতে পারলেও ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে সেই সেইম প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করছি, আপনাদের কনফিউশনগুলো আজ ক্লিয়ার করে পেরেছি।

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড ফেইস ওয়াশ

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড ক্লেনজার

আজ এমন একটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি, যেটা ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য লাইফ সেভিয়ার! সোশ্যাল মিডিয়াতে পজেটিভ রিভিউ দেখে এটি ট্রাই করি। প্যাকেজিং, ফর্মুলা সবকিছু একদম টপ নচ। বলছি Skin café Hydrating Hyaluronic Acid Face Wash seaweed extract এর কথা! সোপ ফ্রি ও পি এইচ ব্যালেন্সড ফেইস ওয়াশ যারা খুঁজছেন, তাদের জন্য এটি বেস্ট অপশন। ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য স্পেশালি ফর্মুলেটেড, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলুন এক নজরে দেখে নেই এই ফেইস ওয়াশটির মেইন ফিচার-

  • প্যারাবেন বা সিন্থেটিক প্রিজারভেটিভ ফ্রি
  • পি এইচ ব্যালেন্সড
  • সোপ ফ্রি জেন্টল ফর্মুলায় তৈরি
  • ১৪০ মি.লি এর বোতলে পাওয়া যায়, পাম্প সিস্টেম
  • জেল বেইজড হাইড্রেটিং ফেইস ওয়াশ

মেইন ইনগ্রেডিয়েন্ট

এতে আছে হায়ালুরোনিক অ্যাসিড ও সী উইড এক্সট্যাক্ট। স্কিনকেয়ারে এই ইনগ্রেডিয়েন্টগুলোর অ্যামেজিং বেনিফিটস আছে, যেটা আমরা অনেকেই জানি না!

স্কিন ক্যাফে ফেইস ওয়াশ রিভিউ

হায়ালুরোনিক অ্যাসিড

স্কিনকে হাইড্রেটেড রাখতে এই উপাদানটি দারুণ কার্যকরী। স্কিনের ন্যাচারাল ওয়াটার লেভেল যেন হ্যাম্পার না হয়, স্কিন ওভার ড্রাই না হয়ে যায়; সেটাই এনশিওর করে এই উপাদানটি। সোপ ফ্রি ক্লেনজারে এই ধরনের হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট রাখা হয় যেন সেটা ড্রাই স্কিনের জন্য সুপার বেনিফিসিয়াল হয়।

সী উইড এক্সট্যাক্ট

এই উপাদানের আছে স্কিন নারিশিং ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপারটিজ। ইরিটেশন রিডিউস করে, স্কিনকে ময়েশ্চারাইজড রাখে, ডিপলি ক্লিন করে, সুদিং ইফেক্ট দেয়- এমন অনেক বেনিফিটস আছে এই ইনগ্রেডিয়েন্টের। সী উইড এক্সট্যাক্টে আছে ভিটামিনস, মিনারেলস যা স্কিনে নারিশমেন্ট প্রোভাইড করে।

 

কেন সাজেস্ট করছি?

প্রথমবার ব্যবহার করেই ফিল করবেন যে এই ফেইস ওয়াশ খুব জেন্টলি ডার্ট ক্লিন করে, স্কিনকে ওভার ড্রাই করে না। পি এইচ লেভেল ব্যালেন্সড হওয়াতে একদমই হার্শ ফিল হবে না। স্কিন সুপার সফট, ফ্রেশ ও হাইড্রেটেড থাকবে। খুব বেশি ফোম হয় না, যেহেতু স্ট্রং সারফেকট্যান্ট নেই। ক্যাপ দেওয়া থাকে, প্লাম্প সিস্টেম, প্রিমিয়াম প্যাকেজিং। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আমার।

কারা ব্যবহার করতে পারবে?

যারা মেডিকেটেড স্কিনকেয়ার রেঞ্জ প্রিফার করেন, পি এইচ ব্যালেন্সড জেন্টল ফর্মুলার ফেইস ওয়াশ ট্রাই করতে চান; তারা নিশ্চিন্তে বেছে নিতে পারেন এটি। যারা এতদিন অভিযোগ করেছেন যে ক্লেনজার ব্যবহারের পর স্কিন একদম ড্রাই আর রাফ হয়ে যায়, ইরিটেশন হয়; তাদের জন্য Skin café Hydrating Hyaluronic Acid Face Wash হাইলি রেকমেন্ডেড। মেইনলি ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য এটি ফর্মুলেটেড। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড ক্লেনজার

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড ক্লেনজার কেন বেছে নিতে হবে, সেটা বুঝতে পেরেছেন আশা করি। স্কিন ক্যাফে বাংলাদেশি প্রিমিয়াম বিউটি ব্র্যান্ড। যারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেছেন বা করছেন, তারা অলরেডি জানেন এর কোয়ালিটি সম্পর্কে। আপনিও ট্রাই করুন এবং এক্সপেরিয়েন্স শেয়ার করুন কমেন্ট সেকশনে বা ইনবক্সে। আমি এই প্রোডাক্টটি পারচেজ করেছি সাজগোজ থেকে।

অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

 

ছবি- সাজগোজ, সাটারস্টক

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort