রুই মাছের ডিমের কাবাব

রুই মাছের ডিমের কাবাব

kabab

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব তৈরির পদ্ধতি জানাবো। খুবই সহজ ও সুস্বাদু! তো চলুন, জেনে নেই কীভাবে তৈরি করবেন মাছের ডিমের কাবাব।

রুই মাছের ডিমের কাবাব তৈরির পদ্ধতি

উপকরণ

  • রুই মাছের ডিম- ৩ কাপ
  • পেঁয়াজ কুচি- ২ কাপ
  • কাঁচামরিচ কুচি- ৩ চা চামচ
  • চিলি ফ্লেকস- ১ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • কাবাব মসলা- ১/২ চা চামচ
  • লেবুর রস- সামান্য
  • লবণ- পরিমাণমতো
  • তেল– ভাজার জন্য
  • চালের গুঁড়া অথবা কর্ণফ্লাওয়ার- ১/২ কাপ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি পাত্রে মাছের ডিমের সাথে একে একে সব উপকরণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো।

২) তারপর মাখানো মাছের ডিম কাবাবের শেইপ করে নিতে হবে।

৩) এবার একটি প্যানে তেল গরম করে তাতে কাবাবগুলো দিয়ে অল্প আঁচে বাদামী করে ভেজে নিবো।

৪) এরপর নামিয়ে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন রুই মাছের ডিমের কাবাব।

এই কাবাব খেতে যেমন মজাদার, বানানোও খুব সহজ। তো আজই তৈরি করুন এবং উপভোগ করুন ভিন্নধর্মী এই কাবাবটি।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

8 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort