দারুন মজার মাসালা ফিশ ও রাইতা - Shajgoj

দারুন মজার মাসালা ফিশ ও রাইতা

10477615_10152476056148232_1974308324_n

রোজায় নিশ্চয় কাবাব বা টিকিয়া কিনবা আলু চপ বানাবেন, টমেটো কেচাপ তো সব সময় এ খেয়ে থাকেন এবার খুব পরিচিত রাইতা দিয়ে খেয়ে দেখতে পারেন। 

রাইতাঃ

Sale • Talcum Powder, Loose Powder

    এটা বানাতে যা যা লাগবে

    • টক দই
    • শসা কুঁচি
    • পুদিনা পাতা মিহি কুঁচি
    • লবন স্বাদমত
    • জিরা পাউডার

    অল্প চিনি প্রথমে টক দই এর সাথে জিরা, চিনি ,পুদিনা পাতা কুঁচি লবন স্বাদমত দিয়ে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রন এর সাথে শসা কুঁচি দিয়ে মিশিয়ে নিয়ে তৈরী করুন এই রাইতা।

    10489057_10152475992073232_691338745_n

     

    ইফতারে বানাতে পারেন দারুন মজার মাসালা ফিস । খুব হেলদি আর সহজ এই রান্না। রাইতার সাথে দারুন লাগে মাসালা ফিস। 

    10473631_10152476056128232_458880798_n

     

    উপকরণ ঃ

    •  মসলা মিক্স তেলাপিয়া মাছের ফিলে ১ কাপ
    • বেসন
    • টালা মসলা মিক্স
    • লবন স্বাদমত
    • ২ টি লেবুর রস প্রথমে মাছের ফিলে গুলিকে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন মশলা মিক্স দিয়ে।

    মসলা মিক্স বানাতে যা যা লাগবে

    • শুকনা মরিচ ঝুরা করা
    • আধা ভাঙ্গা আস্ত ধনিয়া
    • শাহী জিরা গুড়া
    • ,আমচুর পাউডার ( শুকনা আমের গুড়া )
    • হলুদ গুড়া
    • গোল মরিচ গুড়া
    • লবঙ্গ কয়েকটা

    এসব কিছু প্যান এ মাত্র ১ মিনিট ভেজে নিতে হবে।  এবার অন্য একটা বাটিতে বেসন এর সাথে লবন আর মশলা মিক্স করে মাছটাকে ভালো ভাবে কোটিং করে নিন। ফ্রিজে রাখুন ১ ঘন্টা। এই মাছটা কে আমি ওভেন এ গ্রিল করেছি । গ্রিল এর অপসন না থাকলে প্যান তেল এ ভাজতে পারেন। নান রুটি আর রাইতার  সাথে দারুন লাগে এই ফিস । ইফতারে এবার এ রকম কিছু করে দেখতে পারেন।

    রেসিপি ঃ সায়মা সুলতানা ।

    ছবি ঃ রোমান্টিক কিচেন স্টোরি।

    2 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort