মাংস খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? নিশ্চয়ই এখন স্বাদ বদলানো দরকার , তাই না? বাছা মাছ খেতে ভীষণ স্বাদ। চলুন মাছের একটি স্ন্যাক্স চটপট তৈরি করা যাক।
মেরিনেট এর জন্য উপকরণ
 Sale • Talcum Powder, Loose Powder
- মাছ – ২০-২৫ টা
 - মরিচের গুঁড়ো – ১ চা চামচ
 - হলুদ গুঁড়ো – আধা চা চামচ
 - লেবুর রস – ২ টেবিল চামচ
 - লবন – পরিমাণ মতো
 
[picture]
ব্যাটার এর জন্য উপকরণ
- বেকিং সোডা – আধা চা চামচ
 - চালের গুঁড়ো – ৩ টেবিল চামচ
 - ময়দা – আধা কাপ
 - মরিচের গুঁড়ো – ১ চা চামচ
 - পানি – পরিমাণ মতো
 - লবন – পরিমাণ মতো
 - তেল – ভাজার জন্য
 
প্রণালী
– মাছের মাথা ও পেট কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে। মরিচের গুঁড়ো , হলুদ গুঁড়ো ,লেবুর রস , লবন দিয়ে মাছ মেরিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।
– ব্যাটার এর সব উপকরণ একসাথে মেখে অল্প অল্প পানি দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করতে হবে।
– প্যান এ বেশি করে তেল গরম করে নিবেন। মাছ একটি একটি করে নিয়ে ব্যাটার এ ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে।
– গারলিক, মেয়নিজ সস অথবা টম্যাটো সস দিয়ে পরিবেশন করুন।
রেসিপি – সানজিদা মীম






