দই মুরগী - Shajgoj

দই মুরগী

rsz_doi_murgi

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুরগী। সেহেরি কিংবা রাতের মেন্যুতে বেশ ভালো লাগবে কিন্তু আইটেমটি।

উপকরণ

  • মুরগী- ১ কেজি, টুকরো করা
  • গ্রেভির জন্য-
    • তেল- ৪ টে.চা.
    • লবঙ্গ- ৩ টি
    • এলাচ-২ টি
    • দারুচিনি- ছোট একটি স্টিক
    • তেজপাতা- ২ টি
    • শুকনো লাল মরিচ- ৫ টি
    • পেঁয়াজ কুঁচি- ১.৫ কাপ
    • রসুন কুঁচি- ১ চা.চা.
    • রসুনের কোয়া- ১০ টি, (একটু ছেঁচে নেয়া)
    • ধনিয়া গুঁড়ো- ১.৫ টে.চা.
    • মরিচ গুঁড়ো- ২ টে.চা.
    • লবণ
    • মেথি গুঁড়ো- ১/২ চা.চা.
  • মুরগী মেরিনেটের জন্য-
    • টক দই- ১ কাপ
    • লেবুর রস- ১ টে.চা.
    • আদা বাঁটা- ১ চা.চা.
    • রসুন বাঁটা- ১ চা.চা.
    • মধু- ১ চা.চা.
    • লবণ- ১ চা.চা

প্রণালী

(১) বোলে মুরগীর টুকরোগুলো নিয়ে তাতে টক দই, লেবুর রস, আদা বাঁটা, রসুন বাঁটা, মধু ও লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রীজে ২ ঘণ্টা রেখে দিন।

(২) একটি প্যানে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ও শুকনো লাল মরিচ দিয়ে নাড়ুন। এবার পেঁয়াজ কুঁচি ছেড়ে দিয়ে ৫ মিঃ ভাঁজুন।

(৩) এরপর আদা ও রসুন বাঁটা দিন। ২ মিঃ ভাঁজুন। ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো ও মেথি গুঁড়ো দিয়ে মেশান।

(৪) মেরিনেটেড মুরগীর টুকরোগুলো ছাড়ুন এবং লবণ ছিটিয়ে ভালো করে মেশান। প্যানটি ঢেকে দিয়ে আধা ঘণ্টা মাঝারি আঁচে রান্না হতে দিন।

(৫) ঢাকনা খুলে নেড়ে দিন এবং আর ৩ মিঃ রাঁধুন গ্রেভিটা আরেকটু ঘন হওয়ার জন্য।

(৬) রান্না হয়ে গেলে চুলা বন্ধ করুন এবং গরম ভাত, পোলাউ, নান বা পরোটার সাথে পরিবেষণ করুন দই মুরগী।

লিখেছেন- আনিকা ফওজিয়া

5 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort