ভাপা দই - Shajgoj

ভাপা দই

16508839_1836023016636791_4870443140698145157_n

দুর্দান্ত একটি ডেজার্ট!  বানানো অনেক সহজ খেতেও ভীষণ মজা। তাহলে ঝটপট দেখে নেয়া যাক ভাপা দই তৈরির কৌশল।

উপকরণ

  • টক দই ৫০০ গ্রাম ( যারা দেশের বাইরে থাকেন তারা গ্রিক স্টাইল দই দিয়ে করতে পারেন )
  • কনডেন্সড মিল্ক ৪০০ গ্রাম 
  • এলাচ গুঁড়া হাফ চা চামচ 
  • জাফরান হাফ চা চামচ 
  • গরম দুধ ২ টেবল চামচ

[picture]

প্রণালী

–     গরম দুধে জাফরান দিয়ে মিশিয়ে রাখুন ৫ মিনিটের জন্য।

–     এখন টক দই, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিন ।

–     এখন টক দই এর মিশ্রণটি যেকোন আকৃতির পাইরেক্স এর পাত্রে ঢেলে দিন।

–     একটা বড় বেকিং প্যান এ গরম পানি দিয়ে তার উপর পাইরেক্স এর পাত্রটি খুব সাবধানে বসিয়ে নিন। (খেয়াল রাখবেন বাটির মাঝ বরাবর যেন পানিতে ডুবে থাকে ওয়াটার বাথ পদ্ধতিতে আমরা যেভাবে পুডিং বানাই ঠিক সেভাবে)

–     এখন ১৯০ ডিগ্রী প্রি হিট করা ওভেনে বেক করুন ১০ মিনিট।

–     ১০ মিনিট পর খুব সাবধানে বাটিটা পানি থেকে থেকে উঠিয়ে নিন। এবার এই দই এর উপর জাফরান ভেজান এর দুধ ছিটিয়ে দিন।

–     এই ভাপা দই ওভেন থেকে বের করবার পর সাথে সাথে ফ্রিজে দিয়ে ঠাণ্ডা করা যাবে না। একটু সেট হলে তারপর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন ২ ঘণ্টার জন্য। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজার ভাপা দই।

বিঃ দ্রঃ

ওভেন ছাড়াও এই ভাপা দই বানানো সম্ভব। আমরা যেভাবে চুলায় পুডিং বানাই ঠিক সেভাবে স্টিম এ দিয়ে করতে পারেন। ১৫ মিনিট রাখলেই দই সেট হয়ে যাবে।

ছবি ও  রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ 

 

2 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort