জিভে জল আনা দই ফুচকা - Shajgoj

জিভে জল আনা দই ফুচকা

doi fuchka

অনেকেরই দই ফুচকার নাম শুনেই জিভে জল এসে পড়ে। কিন্তু দামের কারণে কিংবা দোকানে গিয়ে খাওয়ার ঝামেলার কারণে যখন খুশি তখন খাওয়া যায় না দই ফুচকা। কিন্তু ভেবে দেখুন তো দই ফুচকা বাড়িতেই বানানো গেলে কেমন হতো? খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলা যায় দই ফুচকা। আসুন জেনে নেয়া যাক রেসিপিটি।

‪[picture]

ফুচকা তৈরির উপকরণ

  • ময়দা ১ কাপ
  • সুজি ১/২কাপ
  • তালমাখনা ১ চা চামচ
  • পরিমান মতো লবন এবং পানি

উপরের সব উপকরণ এক সঙ্গে মাখিয়ে ডো তৈরী করুন। এবার রুটির মতো বেলে বিস্কিট কাটার,গ্লাস অথবা বয়ামের মুখ দিয়ে ফুচকার আকৃতি করে কেটে নিন। গরম ডুবো তেলে ফুচকাগুলো ছেড়ে দিন।ফুলে উঠে লালচে হয়ে এলে নামিয়ে ফেলুন।

‪পুর তৈরির উপকরণ

  • দুই কাপ সেদ্ধ আলু
  • দুই টেবিল চামচ আস্ত ধনে
  • দুই টেবিল চামচ জিরা
  • এক টেবিল চামচ গোলমরিচ

সব উপকরণ দিয়ে মাখাতে হবে। একসঙ্গে শুকনা তাওয়ায় নিয়ে টেলে ঠান্ডা হলে গুঁড়া করে নিতে হবে।

দইয়ের সসের উপকরণ 

  • দই দুই কাপ
  • লবণ ১ চা চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি ১/২ কাপ (খুব মিহি কুচি)

সব উপকরণ একসঙ্গে ফেটে নিতে হবে।

‪দই ফুচকা প্রস্তুত প্রণালী

প্রতিটি ফুচকার উপরে কিছুটা ভেঙ্গে নিন। এরপর ভাঙ্গা অংশে পুর ঢুকিয়ে নিন। এরপর ফুচকার উপর দইয়ের সস দিয়ে দিন। এবার দইয়ের উপর পুদিনা কুচি, কাঁচা মরিচ কুচি ও ভাজা জিরা গুড়া দিয়ে পরিবেশন করুন মজাদার দই ফুচকা।

রেসিপি – মোঃ রাশেদ আহমেদ

ছবি – দ্যাঢাকাফুডিস.কম

4 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort