ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা - Shajgoj

ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

chiruni pitha

আজকের রেসিপি আয়োজনে রয়েছে সিরায় ডুবানো ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। দেখতে অনেকটা ঝিনুকের মতো এবংচিরুনির সাহায্যে তৈরি করা হয় বলে এমন নামকরণ।

উপকরণ

  • চালের গুড়া – ৪ কাপ
  • লবন – ১ চা চামচ
  • পানি – পরিমান মত
  • তেল – ভাজার জন্য
  • সিরার জন্য – চিনি + পানি

chiruni pitha

প্রণালী

পানি ফুটিয়ে চালের গুড়া সিদ্ধ করে নিন। ভাল করে মথে নিন। ছবির মত করে ছোট ছোট আকারে করে নিন। দুটো পরিষ্কার নতুন চিরুনিতে তেল মাখিয়ে নিন। দুই চিরুনির মাঝে চাপ দিয়ে ডিজাইন করে নিন। সব পিঠা বানানো হয়ে গেলে তেলে ভেজে নিন।মুচমুচে করার জন্য দুবার ভাজুন।ঘন সিরায় মেখে পরিবেশন করুন। এই পিঠা বেশ কয়েকদিন রেখে দেয়া যায়। শুভ কামনা সকলের জন্য।

ছবি ও রেসিপি – খুরশিদা রনী

4 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort