দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক - Shajgoj

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

The-Body-Shop-Drops-Of-Youth™-Bouncy-Sleeping-Mask

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্টস। এজন্যই যখনই খোঁজ পাই এদের নতুন কোন প্রোডাক্ট বাজারে এসেছে আমি সাথে সাথেই কিনে ফেলি ট্রাই করার জন্য। এই ব্র্যান্ডের ‘ড্রপস অফ ইয়ুথ’ লাইনের বাউন্সি স্লিপিং মাস্কটাও এভাবেই কেনা।আর আজকের রিভিউ এটা নিয়েই।

[picture]

‘ড্রপস অফ ইয়ুথ’ হচ্ছে বডি শপের অ্যান্টি এজিং লাইন। এই লাইন এজিং এর ফার্স্ট সাইনগুলো দূর করে। যেটা ২০+ বয়সের যে কেউ ব্যবহার করতে পারবে। আমি এটা ব্যবহার করি সাবধানতা হিসেবে। যাতে করে স্কিনে রিঙ্কেলস আগে ভাগেই চলে না আসে। আর অলরেডি ২ মাস ধরে রেগুলার এই মাস্কটা ইউজ করছি, সুতরাং এটা সম্পর্কে একটা ধারণা চলে এসেছে। এছাড়াও আমার এক আত্মীয়াকেও দেখেছি এই প্রোডাক্টটা ব্যবহার করতে। তার বয়স ৪০+ এবং মুখে সামান্য রিঙ্কেলস আছে। সুতরাং আমি রিভিউ লেখার সময় বলব আমাদের দুজনের জন্যই এই মাস্কটা কেমন কাজ করল।

স্লিপিং মাস্ক কী?

অনেকে নিশ্চয়ই চিন্তা করছেন যে ‘মাস্ক তো বুঝলাম, কিন্তু স্লিপিং মাস্কটা কী?’ তাদের জন্য বলছি, স্লিপিং মাস্ক হচ্ছে একটি এশিয়ান স্কিন কেয়ার টেকনোলজি। এই মাস্ক সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে হয় রাতে ক্লিঞ্জিং ও টোনিং-এর পর নাইট ক্রিমের জায়গায়। পাতলা ভাবে এই মাস্ক মুখে লাগিয়ে না ধুয়ে ঘুমিয়ে পড়তে হয়। সারা রাত মাস্ক স্কিনে কাজ করে। সকালে উঠে মাস্ক ধুয়ে ফেলতে হয়। আমি এর আগে কোরিয়ান ব্র্যান্ডের স্লিপিং মাস্ক ব্যবহার করেছি। খুবই অসাধারণ কাজ করে এ ধরনের মাস্ক। এই প্রথম কোন ওয়েস্টার্ন ব্র্যান্ডের  স্লিপিং মাস্ক আমি দেখলাম। চলুন দেখে নিই কেমন কাজ করে বডি শপের নতুন এই স্লিপিং মাস্ক।

বডি শপের ক্লেইম

প্রোডাক্টের বক্সে লেখা ক্লেইম থেকে-

 Edelweiss stem cells যুক্ত এই বাউন্সি স্লিপিং মাস্ক সারা রাত ধরে কাজ করে আপনার ত্বকে যোগাবে পুষ্টি, বাড়তি আর্দ্রতা আর এজিং এর ফার্স্ট সাইন গুলোকে ঠেলে দেবে অনেক দূরে। এর নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আবার বাউন্স করে ফেরত আসবে।‘

-আপনি পাবেন বাউন্সি তারুণ্যময় ত্বক।

-প্রোডাক্টের ইউনিক ‘সেপ মেমরি টেক্সচার’ আপনি যত মাস্ক স্কুপ করুন না কেন ৩০ সেকেন্ডের মধ্যে আপনার জারের সারফেস আবার আগের মত স্মুথ হয়ে যাবে। এই ফিচারটাও আমি কোরিয়ান প্রোডাক্টে দেখেছি।

-এতে থাকা ‘বাবাসু তেল’ আপনার ত্বককে করবে নরম, মসৃণ আর উজ্জ্বল।

কারা ব্যবহার করবেন?

আমার স্কিন প্রচণ্ড তৈলাক্ত। আর আমার আত্মীয়ার স্কিন শুকনো মরুভূমির মত। আমরা দুজনই  বাক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা যেকোনো ত্বকের অধিকারীরা এমন কী সেনসিটিভ স্কিনের অধিকারীরাও ব্যবহার করতে পারবেন।

দাম

৯০ মিলির জারের জন্য ৩১৫০/- টাকা। যেকোনো ইউএস বেজড ওয়েবসাইট বা পেইজ থেকে নিতে পারেন। আমি আমার প্রোডাক্টটা কিনেছি যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম থেকে। চাইলে তাদের অনলাইন থেকেও নিতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন?

আমি ঘুমাতে যাবার আগে পরিষ্কার ত্বকে বা সিরাম লাগানোর পর এক স্কুপ মাস্ক নেই। এই প্রোডাক্টের সাথেই একটি স্কুপ দেয়া হয়। (ছবিতে দেখুন) এতে করে পরিষ্কার হাইজিনিক ভাবে মাস্ক স্কুপ করা যাবে। এরপর মাস্ক সারা মুখে পাতলা ভাবে লাগিয়ে হালকা ম্যাসাজ করে একটু সময় অপেক্ষা করি। এটা যেহেতু একটা মাস্ক তাই লাগানোর সাথে সাথে ক্রিমের মত এটা মুখে মিশে যাবে না। এভাবেই ঘুমিয়ে পড়ি। সারারাত ধরে মাস্ক ত্বকের উপর কাজ করে। সকালে উঠে স্বাভাবিক ভাবে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলি।

আমার অভিজ্ঞতা

বাউন্সি স্লিপিং মাস্ক একটা সবুজ বক্সের ভেতর সবুজ জারে পাওয়া যায়। জারের ক্যাপটা সাদা আর জারটা বেশ চ্যাপ্টা। আমি খুব খুশি এজন্য যে বডি শপ মাস্কের সাথে একটা স্প্যাচুলা দেয়। আমি খালি হাতে জার থেকে মাস্ক বা ক্রিম ওঠাতে খুব অপছন্দ করি। হাত অপরিস্কার থাকলে জারের প্রোডাক্ট খুব দ্রুত নষ্ট হয়ে যায়। জারটা বেশ হেভি আর মাস্কের পরিমাণ খুব ভালো।

pic2

জারের ভেতরে থাকা মাস্কের রঙ সাদা। এর টেক্সচার জেলের মত আর বাউন্সি। স্কুপ করার সাথে সাথে সারফেস আবার উপরের ছবির মত স্মুথ হয়ে যায়। এতে জারের মুখ আর আশপাশ নোংরা হয় না। মজার না ব্যাপারটা?

প্রোডাক্টটা একটু ওয়াটারি, ক্রিমের মত ঘন না। খুবই হালকা। এতই হালকা যে মাঝে মাঝে আমি নাইট ক্রিমের ওপর লেয়ার করে এটা ইউজ করলেও আমার স্কিন সকালে তেলতেলে হয়ে থাকে না। একবার ব্যবহারের জন্য খুবই অল্প মাস্ক লাগে। এজন্য আমার মনে হায় এক জারে আমার ৬-৮ মাস চলে যাবে কারণ আমি সপ্তাহে ১-২ বার এটা ইউজ করি।

pic 3

এই মাস্কটা মুখে লাগানোর পর একটু ঠাণ্ডা একটা ফিলিং হয়। এই গরমে যেটা ভালোই লাগে। আমি হালকা একটু ম্যাসাজ করি। আপনারা চাইলে বডি সপ ওয়েবসাইট থেকে এই বাউন্সি ম্যাসাজ টেকনিক দেখে নিতে পারেন।

সকালে ঘুম থেকে ওঠার পর আমার মুখে কোন এক্সট্রা তেলতেলে ভাব থাকে না। মাস্ক স্কিনে পুরো মিশে যায়। স্কিন খুবি গ্লোয়ি আর উজ্জ্বল লাগে। এই জন্য আমি বোধহয় আস্তে আস্তে এই মাস্কে addicted হয়ে যাচ্ছি।

এবার আসুন দেখি বডি শপের ক্লেইম অনুসারে মাস্ক কতটুকু কাজ করতে পারল। আমার মুখে কোন রিঙ্কেল নেই। কিন্তু মাস্কের রেগুলার ব্যবহারে আমার স্কিন আগের থেকে উজ্জ্বল আর মসৃণ হয়েছে। সাথে এসেছে গ্লো যা অন্যান্য মাস্কের মত একদিনেই চলে যায় না। আমার স্কিন সুপার সেনসিটিভ। কিন্তু এই দুই মাসে একবারও এই মাস্ক ইউজ করে আমার ব্রণ হয়নি। হোয়াইট হেডস ও না। কিন্তু আমার আত্মীয়া, যার রিঙ্কেল আছে তিনি জানালেন এই মাস্ক একটা পুরো ইউজ শেষ হবার আগেই তার কপালের আর চোখের নিচের কুঁচকানো ভাব অনেক কমে গেছে। সাথে সাথে তার স্কিনের ড্রাইনেস এখন সম্পূর্ণ কন্ট্রোলে। মেকাপ করলে আগের মত কোন ড্রাই প্যাচ বোঝা যায় না। সুতরাং আমার মতে যাদের স্কিন ড্রাই, আর যাদের স্কিনে ভাঁজ পড়ে যাচ্ছে, তারা একদম চোখ বুজে এই স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন।

এই স্লিপিং মাস্কের যে দিকগুলো আমার পছন্দ হয়েছে-

  • প্রতি ইউজে খুবই অল্প পরিমাণে লাগে।
  • স্কিন মসৃণ আর আর্দ্র করে। শুষ্ক ত্বকের ড্রাই প্যাচ দূর করে।
  • প্রোডাক্টের সাথে স্প্যাচুলা দেয়া হয়।
  • একবারও আমার স্কিনে ব্রেকআউট হয়নি।
  • একদম তেল বিহীন, হালকা বাউন্সি টেক্সচার।
  • ত্বক উজ্জ্বল করে।
  • ত্বকের রিঙ্কেল আর ঝুলে পড়া ভাব দূর করতে খুবই কার্যকরী।
  • দামের তুলনায় অনেক পরিমাণে পাওয়া যায়। যা অন্যান্য ব্র্যান্ডের মাস্ক থেকে ভালো।

এই স্লিপিং মাস্কের যে দিকগুলো আমার পছন্দ হয় নি-

  • ঘুমাতে যাবার আগে প্রায় দশ মিনিট মাস্ক লাগিয়ে অপেক্ষা করতে হয়।
  • হেভি গ্লাস জার। জার্নির সময় সাথে নেয়াটা একটু রিস্কি।

বডি শপের মতে এই প্রোডাক্টটা তাদের ‘ড্রপস অফ ইয়ুথ’ লাইনের অন্যান্য প্রোডাক্টের সাথে আরও ভালো কাজ করবে। আমি এই লাইনের ‘ওয়ান্ডার ব্লার’ নামে একটা প্রোডাক্ট কিনেছি।এটা একটা প্রাইমার, যেটা অপটিকাল ব্লার টেকনোলজি ইউজ করে। সেটার রিভিউ দেব কিছুদিন পর। আপনারা চাইলে এই স্লিপিং মাস্কটা ব্যবহার করে দেখতে পারেন। স্পেশালি আমার ড্রাই স্কিনের অধিকারী পাঠক পাঠিকারা। যারা মোস্ট অফ দা টাইম জানতে চান কোন প্রোডাক্ট তাদের শুষ্ক ত্বকের জন্য ভালো হবে, তারা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন দি বডি শপের ফুল ‘ড্রপস অফ ইয়ুথ’ রেঞ্জ।

ছবিঃ জেসিইমেজেস.ওআরজি

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort