হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

ramadan special healthy-drinks

ইফতারে আমরা বিভিন্ন মুখরোচক ভাঁজা-পোড়া আইটেম খেয়ে থাকি। কিন্তু ডাক্তাররা বলেন যে ইফতারের সময় তেলযুক্ত খাবারের পরিমাণ যতটা কমানো যায়, ততই ভালো। এর বদলে প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার খাওয়া উচিত। তাহলে শরীরে ক্যালোরি-এর ঘাটতি সহজেই পূরণ হয়ে যায়। তাই আজ ইফতারের জন্য দুটি হেলদি ড্রিংকস-এর রেসিপি নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছেঃ যষ্টিমধুর শরবত ও বাদাম শরবত।

রমজান মাসের ২টি হেলদি ড্রিংকস যেভাবে বানাবেন

১. যষ্টিমধুর শরবত

এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর শরবত। ইফতারে এই শরবতটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে শরীরের জন্যও খুব ভালো হবে। কারণ এতে দেয়া হয়েছে-

যষ্টিমধু:

এই উপকরণটি পাকস্থলীর ক্রিয়া স্বাভাবিক রাখে, শ্বসনতন্ত্র পরিষ্কার রাখে, স্ট্রেস কমায় এবং ত্বকদাঁত রক্ষা করে।

বেলের গুঁড়া:

বেলের গুঁড়া হজমে সহায়ক ও রক্ত পরিষ্কার করে। স্কার্ভি, কানের ব্যথা, ডায়াবেটিস ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করে। কিডনি ও লিভার-এর জন্যও এটি উত্তম।

জামের বিচির গুঁড়া:

এই উপকরণটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল কমায়, হার্ট ভালো রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।

 

এবার রেসিপি জানার পালা, আসুন তাহলে জেনে নেই!

উপকরণ

১) বেলের গুঁড়া- ১ চা.চা.

২) জামের বিচির গুঁড়া- ১/২ চা.চা.

৩) যষ্টিমধুর গুঁড়া- ১/২ চা.চা.

৪) মিক্সড ফ্লাওয়ার মধু- ১.৫ টে.চা.

৫) লেবু- একটি ছোট টুকরো

৬) পানি

প্রণালী

একগ্লাস ঠাণ্ডা পানিতে সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে একবার ব্লেন্ড করুন। পরিবেশনের সময় গ্লাসে ঢেলে বরফ দিয়ে নিন!

 

২. বাদাম শরবত

রোজকার ইফতারে একটু ভিন্ন ধরনের স্বাস্থ্যকর ও অনেক সুস্বাদু শরবত চাইলে ‘বাদাম শরবত’ হতে পারে দারুণ একটি চয়েস। এটি বানাতেও খুব কম সময় লাগে, আর রেসিপিটি তো সহজ বটেই!

চলুন, চটজলদি রেসিপিটি জেনে নেয়া যাক।

উপকরণ

১) কাঠবাদাম- ৫০ গ্রাম

২) চিনি- ১০০ গ্রাম

৩) এলাচ গুঁড়া- ১ টে.চা.

৪) কয়েক ফোঁটা কেওড়া জল

৫) ২-৩ তা জাফরান

৬) পানি

প্রণালী

১. সারারাত কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ছাল ছিলে ব্লেন্ডার-এ বাদাম নিয়ে তাতে ১/২ কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন।

২. এরপর একটি পাত্রে এক কাপ পানি নিয়ে তাতে চিনি দিয়ে ফুটিয়ে চিনি গলান এবং তাতে এলাচ গুঁড়া ও ব্লেন্ডেড বাদাম মিক্সচার-টি ঢালুন। ১৫ মিঃ রান্না করে চুলা বন্ধ করুন। ঘন মিশ্রণ তৈরি হবে। বাদাম দুধ তৈরি হল।

৩. ছোট এক গ্লাসে ঠাণ্ডা দুধ নিয়ে তাতে ১-২ টে.চা. বাদাম দুধ, কেওড়া জল ও জাফরান দিয়ে ভালো করে মিক্স করে পরিবেশন করুন দারুণ স্বাদের ঠাণ্ডা ঠাণ্ডা বাদাম শরবত।

 

এই ছিল আমাদের আজকের আয়োজন। এই হেলদি ড্রিংক দুটো বানানোর সমস্ত উপকরণ সুলভমূল্যে কিনতে পারবেন খাসফুড অনলাইন শপ থেকে। আপনারা প্রতিদিনকার ইফতারে এখন থেকে  বিভিন্ন আইটেম-এর মধ্যে বেশি করে পানীয় জাতীয় খাবার রাখার চেষ্টা করবেন।

সবাই সুস্থ থাকুন, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।

 ছবি- সংগৃহীত: সাজগোজ

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort