অরিগামি স্টার - Shajgoj

অরিগামি স্টার

star

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে পারবেন। শুরু করা যাক এই রঙ্গিন অরিগামি স্টার দিয়ে।

এই স্টারগুলো তৈরি করতে যা যা লাগবেঃ

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি

star 1

১ম ধাপঃ এই স্টার তৈরি করতে ৬ টি সমান মাপের বর্গাকৃতির কাগজ কেটে নিন। কাগজ গুলো ভিন্ন ভিন্ন রঙের হলে ভালো হয়। যে কোন একটি কাটা কাগজ নিন। প্রথমে কাগজটিকে কোনাকুনি ভাঁজ করুন তারপর আবার ভাঁজ খুলে ফেলুন। আবার ২ পাশ দিয়ে অর্ধেক ভাঁজ করুন তারপর আবার ভাঁজ খুলে ফেলুন।

star 2

২য় ধাপঃ ভাঁজ করা কাগজটিকে উপরের ছবির মত করে ২ পাশ থেকে চাপ দিন। এখন কাগজটি ত্রিভুজ আকৃতির হবে। একই ভাবে ভিন্ন রঙের একটি কাগজ দিয়ে আরেকটি ত্রিভুজ তৈরি করুন।

star 3

৩য় ধাপঃ ত্রিভুজ আকৃতির কাগজ ২ টি নিন। কাগজ গুলোর খোলা অংশ দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগান।

star 4

৪র্থ ধাপঃ জোড়া লাগানো কাগজগুলোর উপরের অংশ লক্ষ্য করুন, ২ পাশ থেকে চাপ দিয়ে ঐ অংশ ভাঁজ করুন।

star 5

৫ম ধাপঃ ১ম ও ২য় ধাপের সাহায্যে আরেকটি ত্রিভুজ আকৃতির কাগজ তৈরি করুন। ৩য় ধাপে যেভাবে কাগজ গুলোর খোলা অংশ দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়েছিল ঠিক একই ভাবে এই ত্রিভুজ আকৃতির কাগজটিও জোড়া লাগান। জোড়া লাগানো কাগজগুলোর উপরের অংশের ২ পাশ থেকে চাপ দিয়ে ঐ অংশ ভাঁজ করুন।

star 6

৬ষ্ঠ ধাপঃ বাকি ৩ টি কাগজ দিয়ে উপরের ধাপগুলোর সাহায্যে একটার পর একটা ত্রিভুজ আকৃতির কাগজ জোড়া লাগান। শেষ কাগজটির খোলা অংশ দিয়ে প্রথম কাগজটি ঢুকাতে হবে।

star 7

৭ম ধাপঃ জোড়া লাগানো শেষে কাগজটির উপরের অংশের ২ পাশ থেকে চাপ দিয়ে ঐ অংশ ভাঁজ করুন। তৈরি হয়ে গেল রঙ্গিন অরিগামি স্টার!

লেখা ও ছবিঃ মুহাইমিনা

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort