কাগজের লিলি ফুল - Shajgoj

কাগজের লিলি ফুল

Untitled

বাসায় পড়ে থাকা রঙ্গিন কাগজগুলো দিয়ে মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি করে ফেলুন কেলা লিলি ফুল।

[picture]

এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ
• রঙ্গিন কাগজ
• আঠা
• কাঁচি
• পেন্সিল

ধাপ-১ঃ আপনার পছন্দমত যে কোন রঙের কাগজ নিন। কাগজে এই ছবির মত একটি নকশা আঁকুন এবং তা কাঁচির সাহায্যে কেটে নিন।
1

 

 

ধাপ-২ঃ কাটা কাগজটির নিচের দুপাশ রোল করে একসাথে করে একটি চোঙ্গা তৈরি করুন এবং আঠা দিয়ে দুপাশ লাগিয়ে দিন যাতে করে রোল খুলে না আসে।

11

ধাপ-৩ঃ হলুদ রঙের কাগজ থেকে একটি স্ট্রিপ কাটুন এবং আঠার সাহায্যে তা কমলা রঙের কাগজ দিয়ে তৈরি চোঙ্গার ভিতরে উপরের ছবির মত লাগিয়ে দিন। ফুল তৈরি হয়ে গেল। আঠা শুকাতে দিন।

 

2ধাপ-৪ঃ সবুজ রঙের কাগজ থেকে একটি সরু অংশ কেটে নিন। কাগজটিকে যে কোন এক পাশ থেকে রোল করতে করতে একটি স্টিক তৈরি করুন। স্টিকটির শেষ মাথায় আঠা লাগিয়ে দিন যাতে রোল খুলে না আসে।

3

ধাপ-৫ঃ সবুজ স্টিক এর যে কোন একটা দিকে আঠা লাগিয়ে তাতে ফুলটি লাগিয়ে দিন। আঠা শুকাতে দিন।

4
এভাবেই সহজে আপনি কাগজ দিয়ে ফুল বানাতে পারবেন।

লেখা ও ছবিঃ মুহাইমিনা

10 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort