৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

মাশকারা-চেক-করা

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যাশ যদি ঘন এবং লম্বা না দেখায়, তবে সৌন্দর্যে কেমন জানি ভাটা পড়ে যায়! আমাদের মধ্যে অনেকেরই আইল্যাশ খুবই পাতলা ও ছোট। এজন্য আজকাল অনেকেই আইল্যাশ সুন্দর দেখাতে করে নেন ল্যাশ এক্সটেনশন। এক্সটেনশন ছাড়া নিজের ন্যাচারাল আইল্যাশগুলোকে কীভাবে ঘন এবং লম্বা দেখানো যায়, সেটা নিয়েই আজকের টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই আইল্যাশ ঘন এবং লম্বা দেখাতে ৬টি মাশকারা হ্যাকস!

আইল্যাশ ঘন দেখাতে ৬টি মাশকারা হ্যাকস

১. প্রথমেই সিলেক্ট করুন ভালো মাশকারা

প্রথমেই যে কথাটি না বললেই নয় তা হলো, ঘন এবং লম্বা ল্যাশ পেতে আপনাকে ব্যবহার করতে হবে একটি ভালোমানের মাশকারা। মাশকারা কেনার ক্ষেত্রে আপনাকে একটু ওয়াইজ ডিসিশন নিতে হবে। কারণ, একটি মাশকারা আপনি কিনে ওপেন করার পরে ২-৩ মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। তবে, অনেক মাশকারা ৬ মাস পর্যন্তও ব্যবহার করা যায়। তবে সেটা মাশকারা টিউবের গায়েই লেখা থাকে। যাই হোক, এই কথাটি মাথায় রেখে আপনাকে এমন একটি মাশকারা পছন্দ করতে হবে, যার কোয়ালিটিও ভালো হবে আবার খুব বেশি এক্সপেনসিভও না।

কারণ, মাশকারার কোয়ালিটি ভালো না হলে সেই মাশকারা দিয়ে সুন্দর ল্যাশ আশা করা বোকামি। আরেকটি কথা, বেশি এক্সপেনসিভ মাশকারাই যে ভালো হবে, আর ড্রাগস্টোরের মাশকারা ভালো হবে না; এই ধারণা থেকে বেরিয়ে আসুন। কারণ, ড্রাগস্টোরে এমন অনেক মাশকারা রয়েছে যার ফর্মুলা অনেকটা এক্সপেনসিভগুলোর মতোই! অনেকেই হাই এন্ড প্রোডাক্ট প্রিফার করেন, সেটা তাদের পারসোনাল চয়েজ।

২. আইল্যাশ কম্ব করে নিন 

মাশকারা অ্যাপ্লাই করার পূর্বে, একটি পরিষ্কার মাশকারা ওয়ান্ড নিবেন; যেটাতে কোনো ধরনের প্রোডাক্ট নেই। এই ওয়ান্ডটি দিয়ে আইল্যাশগুলোকে আগে কম্ব করে নিবেন। এতে করে প্রত্যেকটি ল্যাশ আলাদা আলাদা হয়ে যাবে এবং মাশকারা অ্যাপ্লিকেশন সুন্দর ও ইভেন হবে। আইল্যাশ কম্ব করার পরে মাশকারা লাগিয়ে নিবেন।

৩. মাশকারা প্রাইমার দিয়ে নিন 

মাশকারা প্রাইমারের বেশ জনপ্রিয়তা রয়েছে। মার্কেটে বিভিন্ন ব্রান্ডের মাশকারা প্রাইমার রয়েছে। এই প্রাইমার মাশকারা ব্যবহারের আগেই অ্যাপ্লাই করে নিতে হয়। এরপর মাশকারা লাগাতে হয়। এতে করে ল্যাশগুলো অনেক থিক ও লং মনে হয়। অনেক প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাই মাশকারা অ্যাপ্লাইয়ের আগে প্রাইমার লাগিয়ে নিতে বলেন।

 

৪. পাউডার অ্যাপ্লাই করুন 

আমার একটি প্রিয় হ্যাকসের কথা এবার আপনাদের বলবো। সেটি হচ্ছে, মাশকারা লাগানোর পূর্বে আইল্যাশ এ ট্রান্সলুসেন্ট পাউডার বা বেবি পাউডার অ্যাপ্লাই করা। প্রথমে, হাতে কিছুটা পাউডার নিন। একটি কটন বাড দিয়ে পাউডার আপনার আইল্যাশের উপরে লাগান, যেন ল্যাশগুলো পাউডার দিয়ে কোট হয়। এবার আপনার পছন্দমতো মাশকারা লাগান। মাশকারা লাগানোর পর ল্যাশগুলো একসাথে লেগে যেতে পারে। তাই একটি ক্লিয়ার মাশকারা ওয়ান্ডের সাহায্যে ল্যাশগুলো ছাড়িয়ে নিন। ব্যস! এই হ্যাকসটি ট্রাই করলে নিজেই বিগ ডিফারেন্স দেখতে পাবেন।

৫. ডাবল কোটিং দিন  

আইল্যাশ ঘন এবং লম্বা দেখাতে মাশকারার ডাবল কোটিং করতে পারেন। অথবা দুইটি ডিফারেন্ট কালারের মাশকারা অ্যাপ্লাই করতে পারেন। একটু অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই! দুই কালারের মাশকারা অ্যাপ্লিকেশনের ফলে আইল্যাশ দেখতে ঘন মনে হবে। এজন্য, প্রথমে ডার্ক ব্রাউন কালারের একটি মাশকারা আইল্যাশে লাগান। এটা শুকিয়ে গেলে ব্ল্যাক কালারের মাশকারা লাগাবেন। তবে ব্ল্যাক কালারের মাশকারাটি আইল্যাশের আগার দিকে লাগানোর চেষ্টা করবেন। এই হ্যাকসটা ফলো করে পারফেক্ট ল্যাশ পেতে পারেন!

৬. আইল্যাশ কার্লার ইউজ করুন 

আইল্যাশ থিক ও লং দেখাতে আমার আরেকটি ফেভারিট হ্যাকস রয়েছে। এজন্য, প্রথমে একটি আইল্যাশ কার্লারের সাহায্যে ল্যাশগুলো কার্ল করে নিন। এবার ল্যাশের নিচে মাশকারা ওয়ান্ড রেখে উপরের দিকে মাশকারা অ্যাপ্লাই করুন। এরপর আইল্যাশের উপরের দিকে মাশকারা ওয়ান্ড ধরে একটু উপরের দিকে কার্ল করে করে আইল্যাশগুলো কম্ব করতে থাকুন। এতে করে আইল্যাশগুলো দেখতে কার্ল, থিক ও লং মনে হবে।

এই তো জেনে নিলেন, আইল্যাশ ঘন ও লম্বা দেখাতে ৬টি মাশকারা হ্যাকস! আপনারা যদি ভালো ব্র্যান্ডের মাশকারা কিনতে চান, তবে অনলাইনে অথেনটিক প্রোডাক্ট পাবেন শপ.সাজগোজ.কম এ! সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট।

 

ছবি- সাজগোজ

44 I like it
9 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort