নিজেই করি নেইল আর্ট | নীল ফুলের নখসজ্জা - Shajgoj

নিজেই করি নেইল আর্ট | নীল ফুলের নখসজ্জা

nails-21

নেইল আর্ট করতে হলে যে সবসময় পার্লারেই যেতে হবে এমন কোন কথা নেই, সামান্য আঁকাআঁকির দক্ষতা থাকলেই ঘরে বসে নিজেই করে ফেলা যায় সুন্দর একটি নেইল আর্ট। আজকে এখানে ধারাবাহিক ভাবে ছবি দিয়ে একটি নেইল আর্ট দেখানো হলো।আশা করা যায় এটা দেখে যে কেউ এই নেইল আর্টটি করতে পারবে।

প্রয়োজনীয় যা লাগবে

• বেইস কোটের জন্য সিলভার কালার নেইল পলিশ

• একটি ফ্ল্যাট ব্রাশ

• একটি চিকণ তুলি

• নীল, হালকা নীল, সাদা ও কালো এক্রেলিক রঙ

• স্বচ্ছ নেইল পলিশ

এবার শুরু করা যাক—–

১ম ধাপ

প্রথমেই বেইস কালার হিসেবে সিলভার রঙের নেইল পলিশ দিতে হবে।

N1

২য় ধাপ

ফ্ল্যাট ব্রাশের ২ সাইডে নীল আর হালকা নীল রঙের এক্রেলিক রঙ লাগিয়ে নখের কোণায় ৩ টা ফুলের পাপড়ির ডিজাইন করতে হবে।

N2             N3

N4

৩য় ধাপ

চিকণ ব্রাশের সাহায্যে কালো রঙ দিয়ে বর্ডার করে নিতে হবে এবং সেই সাথে ছবির মতো ড্রামাটিক লুক আনার জন্য পাপড়ির বর্ডারের মাঝ বরাবর একটু টেনে লম্বা করে দিয়ে মাঝে দু একটা বাঁকা লাইন টেনে দিতে পারেন।

N5           N6

৪র্থ ধাপঃ চিকণ তুলি দিয়ে সাদা রঙ দিয়ে কিছু ডট এঁকে দিতে হবে ফুলের মাঝ বরাবর ফুলের রেণু বোঝানোর জন্য।

NL

৫ম ধাপ

স্বচ্ছ নেইল পলিশ দিয়ে আঁকাটা সিল করে দিতে হবে যাতে পানি লাগলে উঠে না যায়।ব্যাস হয়ে গেলো নেইল আর্ট!এখন যেকোনো পার্টি বা ঘোরাঘুরির জন্য আপনি রেডি।

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

 

ছবিঃ নেইলপেইন্টার বিডি

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort