ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

ব্ল্যাকহেডস মুক্ত সুন্দর ও মসৃণ মুখ - shajgoj

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে এটা আমরা অনেকেই জানি না। আর এটি সব ধরনের ত্বকের জন্যই খুব কমন একটি সমস্যা। অনেক উৎস থেকে অনেক ধরনের সুপারিশ পাওয়া যায় যা স্ক্রাবিং, স্কুইজিং ইত্যাদি করার কথা বলে। কিন্তু আসলে ব্ল্যাকহেডস দূর করার প্রক্রিয়াটি খুবই সিম্পল। টি ট্রি অয়েল ব্যবহার করে আপনি খুব সহজেই বিরক্তিকর এই ব্ল্যাকহেডস-কে চির বিদায় জানাতে পারেন। আজকের আর্টিকেল থেকে এটাই জানতে পারবেন কিভাবে টি ট্রি অয়েল খুব সহজেই আপনাকে ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ দিবে।

 

টি ট্রি অয়েল এমন একটি তেল যাতে রয়েছে দারুণ ডিজইনফেক্টিং, শীতল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই কারণে এটি বিভিন্ন ধরনের ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি খুব সহজে ত্বকের গভীরে পৌছে ত্বককে ভেতর থেকে জীবাণু মুক্ত করে তোলে এবং ত্বকের পোরগুলোকে খুলে দিয়ে ভেতর থেকে ব্ল্যাকহেড-গুলোকে বের করে নিয়ে আসে এবং পোরগুলোকে আবার আগের মত করে দেয়।

এবার তাহলে চলুন ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি অয়েলের ২ টি দারুণ  ব্যবহার দেখে নেয়া যাক।

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি অয়েলের ব্যবহার

১) মুলতানি মাটি এবং টি ট্রি অয়েল ফেইস মাস্ক

যা যা লাগবে-

  • ২-৩ ফোটা টি ট্রি অয়েল
  • ১ টেবিল চামচ মুলতানি মাটি
  • ১ টেবিল চামচ পানি
  • একটি স্টিমার

যেভাবে ব্যবহার করবেন- 

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি মুলতানি মাটি মুখে ব্যবহার - shajgoj.com

সবার প্রথমে আপনার ত্বক পরিষ্কার করে স্টিমার বা একটি পাত্রে পানি গরম করে সেখান থেকে ৫-১০ মিনিটের জন্য ভাপ নিন। তারপর মুলতানি মাটির সাথে কয়েক ফোটা টি ট্রি অয়েল এবং পানি ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে  নিন। এবার এই মিশ্রণটি আপনার চোখের এবং ঠোটের চারপাশের এড়িয়া বাদে পুরো মুখে মাস্ক-এর মত লাগিয়ে রাখুন প্রায় ২৫-৩০ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক-টি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে-

মুলতানি মাটি আপনার মুখ থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং ত্বক থেকে ব্রণ, ব্ল্যাকহেড ইত্যাদি রিমুভ করতে অসামান্য ভূমিকা রাখে। এটি ত্বককে ভেতর থেকে জীবাণুমুক্ত করে এবং এতে থাকা উচ্চমাত্রার মিনারেল দিয়ে ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় ও  ব্ল্যাকহেডস-কে ত্বকের গভীর থেকে বের করে আনে।

২) অলিভ অয়েল এবং  টি ট্রি অয়েল ফেসিয়াল স্ক্রাব

যা যা লাগবে-

  • ১ টেবিল চামচ চিনি
  • ১ টেবিল চামচ অলিভ অয়েল
  • ২-৩ ফোটা টি ট্রি অয়েল
  • একটি স্টিমার

যেভাবে ব্যবহার করবেন-

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে অলিভ ও টি ট্রি অয়েল - shajgoj.com

প্রথমে আপনার মুখ পরিষ্কার করে স্টিমার দিয়ে ৫-৬ মিনিটের মত ভাপ নিন। এবার চিনি, অলিভ অয়েল এবং টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে নিয়ে আপনার ঠোট এবং চোখের এরিয়া বাদে আপনার মুখে লাগিয়ে সার্কুলার মোশনে আলতোভাবে ম্যাসাজ করুন প্রায় ২-৩ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই স্ক্রাব-টি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে-

এই স্ক্রাব-টি আপনার ত্বক কে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে এবং ত্বকের পোরগুলোকে খুলে দিয়ে ব্ল্যাকহেড-গুলোকে পরিষ্কার করতে ভূমিকা রাখে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, অলিভ অয়েল-টা যেন বিশুদ্ধ হয় তা নাহলে এটি আপনার ত্বকের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

ব্ল্যাকহেডস এমন একটি সমস্যা যা বার বার ফিরে ফিরে আসে । কিন্তু ব্ল্যাকহেডস-এর মত কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় যদি আপনার সাথে থাকে বহুগুণ সম্পন্ন টি ট্রি অয়েল। আপনি কি কখনো আপনার স্কিন কেয়ার রুটিনে টি ট্রি অয়েল ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তবে আজই তেলটি আপনার দৈনন্দিন রুপচর্চায় যোগ করুন। এটি খুব সহজেই আপনাকে ব্ল্যাকহেডস থেকে মুক্তি দিবে।

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

18 I like it
5 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...