উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

2-7

শীতের হাওয়া বইতে শুরু করা মানেই ত্বক নিয়ে চিন্তা শুরু! অনেকেই শীত এলে ত্বকের শুষ্কতা নিয়ে চিন্তায় পড়ে যান। আর যাদের সারা বছরই স্কিন ড্রাই থাকে তাদের জন্য তো উইন্টার সিজন মানেই ময়েশ্চারাইজার বা লোশন খোঁজার পালা! শীতকালে ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের সমস্যা কমাতে লোশনের ব্যবহার বেশ বেড়ে যায়। কিন্তু কোন ব্র্যান্ডের লোশন ভালো হবে, বাজেট ও কনসার্ন অনুযায়ী লোশন পাওয়া যাবে কিনা এসব নিয়ে শুরু হয় কনফিউশন। এই কনফিউশন ক্লিয়ার করতেই উইন্টার বডি কেয়ার এ ৪টি লোশন সম্পর্কে আজ আপনাদের জানাবো।

উইন্টার বডি কেয়ার করার জন্য সেরা ৪টি লোশন 

Rajkonna Brightening Body Lotion Super Radiant

শীতে স্কিন ড্রাই হয়ে যাওয়ার সাথে সাথে অনেকে ডার্ক প্যাচের সমস্যাও ফেইস করেন। ড্রাইনেস ও প্যাচেসের প্রবলেম কমিয়ে স্কিন সফট, ব্রাইট ও রেডিয়েন্ট করে তুলতে ইউজ করতে পারেন Rajkonna Brightening Body Lotion Super Radiant। এই লোশনের মেইন ৩টি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আলফা আরবুটিন, রাইস ওয়াটার ও ভিটামিন ই। রাজকন্যা ব্র্যান্ডের এই লোশনটি সান স্পটস, হাইপারপিগমেন্টেশন ও স্কারস লাইট করে স্কিন ব্রাইট করে তোলে। এজিং প্রসেস ডিলে করে স্কিনকে ইয়াংগার লুকিং রাখতেও এটি হেল্প করে। বোতলটি পাম্প সিস্টেমের বলে লিক হওয়ার ভয় নেই। ক্রিমি টেক্সচারের এই বডি লোশনটির ফ্রেগ্রেন্স একদম মাইল্ড। একবার অ্যাপ্লাইয়ের পর যদি শরীরের কোনো জায়গায় ড্রাইনেস ফিল হয়, সেখানে রি অ্যাপ্লাই করতে পারবেন। অল টাইপ স্কিনে এটি স্যুইটেবল। ব্ল্যাক কালারের বোতলের প্যাকেজিংটি বেশ আইক্যাচি। ৩০০ মি.লি. এর লোশনটি পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে। যারা বাজেট ফ্রেন্ডলি ব্রাইটেনিং লোশন খুঁজছেন, তাদের জন্য এটি বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে।

উইন্টার বডি কেয়ার করার জন্য বাজেট ফ্রেন্ডলি লোশন

Aveeno Daily Moisture Lotion

বছরের অন্যান্য সময়ের চেয়ে উইন্টার সিজনে স্কিন বেশি ড্রাই হয়ে যায়। সেই সাথে দেখা দেয় ইচিং প্রবলেম। স্কিন যদি ময়েশ্চারাইজড, সফট ও নারিশড থাকে তাহলে ইচিং বা একজিমার মতো সমস্যাগুলো হবে না। এই সিজনে ত্বকের ময়েশ্চার ধরে রাখার জন্য স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারেন Aveeno Daily Moisture Lotion। এই লোশনের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কলোডিয়াল ওটমিল। এটি মূলত ওটমিলের লিকুইড ফর্ম। এতে আছে ফ্যাট, প্রোটিন, ভিটামিন ও মিনারেল। ওটমিল কোলাজেন বুস্ট আপ করতে হেল্প করে, স্কিন কমপ্লেক্সন বাড়ায় এবং স্কিনের ইনফ্ল্যামেশন কমায়।

সুপার বেনিফিসিয়াল এই ইনগ্রেডিয়েন্টযুক্ত লোশন ব্যবহারে স্কিন ২৪ ঘন্টা ময়েশ্চারাইজড থাকবে। স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ধরে রাখতে হেল্প করে বলে মাত্র ২ সপ্তাহেই স্কিন হয়ে ওঠে সফট, স্মুথ ও হেলদি। নরমাল টু ড্রাই স্কিনে এটি ইউজ করা যাবে। এর ফ্রেগ্রেন্স একদম মাইল্ড। অ্যাপ্লাই করার পর একদমই গ্রিজি ফিল হয় না। অল্প সময়েই স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। একজিমা প্রন বা সোরিয়াসের মতো সমস্যা আছে এমন স্কিনেও এটি ব্যবহার করা যাবে। ৩০০ মি.লি. এর এই লোশনটি হাই এন্ড রেঞ্জের। যাদের বাজেট একটু বেশি এবং কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য নিঃসন্দেহে একটি বেস্ট চয়েস হতে পারে এটি। পাম্প সিস্টেমের বলে সহজে লিক হওয়ার চান্স নেই। অফ হোয়াইট ও সবুজ রঙের কম্বিনেশনের প্যাকেজিংটি বেশ আই ক্যাচি।

Aveeno Daily Moisture Lotion

Rajkonna Brightening Body Lotion Super Moisture

উইন্টার বডি কেয়ারে স্কিনের জন্য এমন প্রোডাক্ট ইউজ করা উচিত যেগুলো ত্বকের ময়েশ্চার ধরে রাখবে। অনেকেই শীতে স্কিন ব্রাইট করে তুলবে এমন বাজেট ফ্রেন্ডলি লোশন খোঁজেন। তাদের জন্য খুব ভালো একটি অপশন হতে পারে Rajkonna Brightening Body Lotion Super Moisture। এটি ড্রাই ও রাফ স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করে। এতে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে আলফা আরবুটিন, আরগান অয়েল ও সোডিয়াম হায়ালুরোনেট। এই তিনটি উপাদান একসাথে কাজ করে স্কিনকে ৪৮ ঘন্টা পর্যন্ত ডিপ নারিশমেন্ট ও ড্রাইনেস প্রোটেকশন দেয়। লোশনটি ৩০০ মি.লি. এর হোয়াইট কালারের বোতলে পাওয়া যাচ্ছে। এর দামও একদম হাতের নাগালে। একটি লোশন দিয়েই পুরো উইন্টার সিজন পার করা সম্ভব। এটি অ্যাপ্লাইয়ের পর ড্রাইনেস কমে যায় বলে স্কিন বেশ সফট ও স্মুথ লাগে। এর স্মেলটাও বেশ মাইল্ড।

লোশনটির টেক্সচার ক্রিমি ও থিক বলে একদমই চিটচিটে ফিল হয় না। একবার অ্যাপ্লাইয়েই লং টাইম স্কিন হাইড্রেটেড থাকবে। রাজকন্যার এই লোশনটি এখন ২০০ মি.লি. এর আরও একটি বোতলেও পাওয়া যাচ্ছে। যারা বাইরে যাওয়ার সময় লোশন সাথে নিতে চান তারা ইজিলি ব্যাগে এই সাইজের লোশনটি ক্যারি করতে পারবেন।

উইন্টার বডি কেয়ার এ লোশনের ব্যবহার

Cerave Moisturizing Lotion For Dry To Very Dry Skin

সারা বছর বডি লোশন সেভাবে ইউজ করা হয় না। তবে শীতে অনেকের স্কিন এতটাই ড্রাই ও ডিহাইড্রেটেড হয়ে যায় যে একজিমা, প্যাচেস বা ইচিনেসের মতো স্কিন প্রবলেম দেখা দেয়। এমন স্কিনের যত্নে প্রয়োজন নারিশিং ও ময়েশ্চারাইজিং ইনগ্রেডিয়েন্টযুক্ত প্রোডাক্ট। Cerave Moisturizing Lotion For Dry To Very Dry Skin হতে পারে ড্রাই স্কিনের জন্য বেস্ট একটি সল্যুশন। এতে আছে ত্বকের যত্নে প্রয়োজনীয় সিরামাইডস ও হায়ালুরোনিক অ্যাসিড। লোশনটি ময়েশ্চার ধরে রেখে স্কিনকে লং টাইম পর্যন্ত হাইড্রেটেড রাখে এবং স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার রিস্টোর করে। এটি ফ্রেগ্রেন্স ফ্রি, নন-ইরিটেটিং ও নন-কমেডোজেনিক। অল টাইপ স্কিনে এটি স্যুইটেবল। এমনকি সেনসিটিভ স্কিনেও ইউজ করা যাবে। ২৩৬ মি.লি. এর লোশনটি হাই এন্ড রেঞ্জের। এই লোশনটি কয়েকটি সাইজে অ্যাভেলেবল। যারা Creave ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্ট ইউজ করেছেন তারা জানেন প্রাইস একটু বেশি হলেও প্রোডাক্টগুলো স্কিনের জন্য বেশ ইফেক্টিভ। সাদা ও নীল রঙের কম্বিনেশনের প্যাকেজিং দেখতেও বেশ সুন্দর।

Cerave Moisturizing Lotion For Dry To Very Dry Skin

এই তো জানিয়ে দিলাম, উইন্টার বডি কেয়ার এ কনসার্ন ও বাজেট অনুযায়ী সেরা ৪টি লোশন সম্পর্কে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনিও আপনার লোশন বেছে নিতে পারেন। মার্কেটে এখন অনেক প্রোডাক্টেরই রেপ্লিকা পাওয়া যায়। তাই প্রোডাক্ট কিনুন অথেনটিক শপ থেকে। অথেনটিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

12 I like it
4 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort