চোখের কাজল ছড়ানো সমস্যা বন্ধ হবে ৬ টি টিপস জানা থাকলেই!

ছড়াবে না কাজল, ছড়াবে চোখের জাদু!

চোখের কাজল ছড়ানো প্রতিরোধ করছে একজন

নিয়মিত চোখে কাজল দেন যারা, তাদের সবার একটি সাধারণ সমস্যা থাকে কাজল ছড়িয়ে যাওয়ার। ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ (Water proof, smudge proof) সহ যতো ধরনের কাজল ব্যবহারকারী আছেন, কমবেশি সবার মুখেই এই কাজল ছড়িয়ে যাবার অভিযোগটি শোনা যায়। আসলে কাজল জিনিসটিই এমন, ২-৪ ঘণ্টায় একটু হলেও তা ছড়ায়। চোখের কাজল ছড়ানো বন্ধে তথা লম্বা সময় পর্যন্ত একই স্থানে যেন চোখে কাজল থাকে সেইজন্য কিছু সহজ টিপস দেব আজকে।

চোখের চোখের কাজল ছড়ানো বন্ধে করণীয়

১) যাদের চোখের পাতা তৈলাক্ত, তাদের চোখের উপরের পাতায় আইলাইনার বা পেন্সিল কাজল দেওয়ার পর চোখের পলক পড়ে আর কাজল ছড়ায় খুব দ্রুত। এক্ষেত্রে চোখের কাজল ছড়ানো বন্ধে কাজল দেওয়ার পূর্বে আই প্রাইমার দিয়ে চোখের পাতাকে কাজল দেওয়ার উপযুক্ত করে নিন আর যাদের আই প্রাইমার নেই, তারা কাজল দেওয়ার পর সামান্য সাদা পাউডার নিন, আইশ্যাডো ব্রাশের সাহায্যে কাজলের ওপর হালকা করে পাউডার দিয়ে নিন। ব্লাশ ব্রাশ বা পাউডার ব্রাশ দিয়ে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলুন। পাউডার আপনার চোখের পাতার অতিরিক্ত তেল শুষে নিয়ে আপনার কাজলকে দীর্ঘস্থায়ী করবে।

২) কাজল ছড়িয়ে গেলে তা আপনার পুরো চেহারায় একটা ডার্ক সার্কেল এফেক্ট এনে দেয়। সেইজন্য চোখের কাজল ছড়ানো বন্ধে বাইরে গেলে সবসময় ব্যাগে মেকআপ ওয়াইপস (makeup wipes)  আর কটন বাড (cotton bud) সাথে রাখুন। চোখের নিচের কাজল ছড়িয়ে গেলে মেকআপ ওয়াইপস দিয়ে ছড়িয়ে যাওয়া কাজল তুলে ফেলুন আর চোখের ভেতরের বা বাইরের কোণায় কাজল জমে গেলে কটন বাডের সাহায্যে খুব সহজেই তা পরিষ্কার করে ফেলুন।

৩) গরমকালের মেকআপে চোখের কাজল ছড়ানো প্রায় দেখা যায়। কাজল যেন ছড়িয়ে না যায়, সেইজন্য চোখের নিচের অংশে (under eye area) কমপ্যাক্ট বা ফেইস পাউডার লাগাতে ভুলবেন না। এটি চেহারার বাড়তি আর্দ্রতা এবং তৈলাক্ত ভাব শোষণ করে, যাতে আপনি লম্বা সময়ের জন্য স্মাজ ফ্রি কাজলের এফেক্ট পাবেন।

৪) সাধারণত চোখের মাঝখান থেকে নয়, বরং চোখের ভেতরের ও বাইরের কোণা থেকে কাজল ছড়িয়ে যায় বেশি। তাই প্রতিদিনের চোখের সাজে কাজল দেওয়ার সময় মাঝখানের অংশে গাঢ় আর কোণার অংশে তুলনামূলকভাবে হালকা করে কাজল দিন।

৫) যদি কাজল একটু তৈলাক্ত ধরনের হয় তবে গরমে দিনের বেলায় চোখের নিচে সেটি একটুতেই ছড়ায়। তাই কাজলের পর চিকন আইশ্যাডো ব্রাশ দিয়ে ম্যাট ফিনিশের কালো আইশ্যাডো দিয়ে নিন। কাজলের তৈলাক্ত ভাব কেটে যাবে আর তা দীর্ঘস্থায়ী হবে।

৬) দিনের মেকআপে কাজল ছড়িয়ে যাওয়া এড়াতে চিকন করে কাজল দিন; এরপর গাঢ় রঙের আইশ্যাডো (যেমন গাঢ় নীল, সবুজ, বেগুনি, ধূসর) কাজলের সাথে ব্লেন্ড করে নিন।

কাজল কেনার ক্ষেত্রে

সব সময় ভালো ব্র্যান্ডের কাজল কিনুন। এর কোন বিকল্প নেই। দেশেই পাওয়া যায় এমন ব্র্যান্ডের অনেক কাজল রয়েছে যা মার্কেটে পাওয়া যায়। কিছু ভালো ব্র্যান্ডের আইলাইনার এবং কাজলগুলো শপ.সাজগোজ.কম-এ অনলাইনে ও সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সেখানে পাবেন।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

27 I like it
5 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort