ঈদ রাতের গ্লামারাস নীল চোখের সাজ - Shajgoj

ঈদ রাতের গ্লামারাস নীল চোখের সাজ

SONY DSC

ঈদ তো এসেই গেল। কে কে পরছেন নীল অথবা সাদা পোশাক? ভাবছেন কীভাবে করবেন মানানসই মেকাপ? আপনাদের জন্যই আজকের এই পিক-টোরিয়াল।

চলুন শুরু করি…

1

শুরুতে চোখের পাতায় ভালভাবে বেইস তৈরি করে নিন। আমি এখানে Nyx Jumbo pencil in Milk ব্যাবহার করেছি।

2

ছবির মতো করে ক্রিম রঙ দিয়ে ব্রাউ-বোন হাইলাইট করুন এবং তার নিচে দিন কমলা রঙ।

 3

চোখের ভাজ কিছুটা বাকি রেখে বাকিটাতে নীল আইশ্যাডো লাগিয়ে নিন।

  4

চোখের ভাজে এবার বেগুনী শ্যাডো লাগান।

5

এবার সবগুলো রঙ সুন্দর করে মিশিয়ে দিন।

 6

 চোখের কোলে কাজল দিন এবং আগে যেই বেগুনী শ্যাডো ব্যাবহার করেছেন সেটি দিয়েই কাজল এর সাথে মিশিয়ে লাইন টেনে নিন।

7

এবার গ্লিটার এর পালা, নীল শ্যাডোর উপরে গ্লিটার বেইস লাগিয়ে গ্লিটার লাগান। গ্লিটার বেইস হিসেবে আমি LaSplash eye shadow base ব্যাবহার করেছি।

 8

এরপর, আইলাইনার দিয়ে চোখের উপরে লাইন টেনে নিন এবং মাস্কারা লাগান চোখের পাপড়িতে।

9

ব্যাস, হয়ে গেল নীল চোখের সাজ।

যা যা ব্যাবহার করেছিঃ

*Nyx Jumbo Pencil in Milk

*BH cool matte palate for cream orange n violate shade

*10tk pan eyeshadow for blue
*LA Splash eye shadow base/sealer

*Non brand glitter(10/15tk)

*Ioni liquid liner in black

*Loreal feather lash mascara in black

*Ioni matte lipstick in shade Natural

প্রয়োজনীয় তথ্যঃ

*ক্লিয়ার লিপ গ্লস অথবা আইল্যাস লাগানোর আঠাও ব্যাবহার করতে পারেন গ্লিটার বেইস হিসেবে।

*গ্লিটার লাগানোর আগে চোখের নিচে পাউডার লাগিয়ে নিন, তাতে পরে ছড়িয়ে যাওয়া গ্লিটার পরিষ্কার করতে সুবিধে হবে।

 

আশা করি লেখাটি আপনাদের ভাল লেগেছে আর ঈদের মেকাপ করতে আপনাদের কাজে আসবে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

লিখেছেনঃ তামান্না ইসলাম

মডেলঃ তামান্না ইসলাম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort