রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট দিয়ে পান গ্লোয়িং ও রেডিয়েন্ট স্কিন

রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট দিয়ে গ্লোয়িং ও রেডিয়েন্ট স্কিন

1 (4)

রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করার পরও স্কিনে গ্লো ফিরছে না? খেয়াল করে দেখুন তো, যে ফেইস ওয়াশটি আপনি ইউজ করছেন তাতে গ্লোয়িং এলিমেন্টগুলো আছে কিনা? আজ আপনাদের জোজোবা বিডস, রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এমন একটি ফেইস ওয়াশ সম্পর্কে জানাবো যেটি একইসাথে স্কিন ক্লিন তো করবেই, সেই সাথে পাওয়া যাবে রেডিয়েন্ট ও গ্লোয়িং স্কিন। চলুন তাহলে ফেইস ওয়াশটি সম্পর্কে জেনে নেয়া যাক।

Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads

গ্লোয়িং ও রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য জোজোবা বিডস, রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads টি স্কিনের জন্য নানাভাবে বেনিফিটস দেয়। চলুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত-

জোজোবা বিডস

জোজোবা অয়েল থেকে তৈরি রাউন্ড শেইপের এই বিডস খুবই জেন্টল ও ইফেক্টিভ এক্সফোলিয়েন্ট হিসেবে স্কিনের জন্য কাজ করে। ডেড সেলস রিমুভ করে স্কিনের ন্যাচারাল পিএইচ ব্যালেন্স ধরে রাখতে এই বিডস বেশ কার্যকর।

রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি ফেইস ওয়াশ

রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট

রাইস ওয়াটারে আছে কোজিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড, ভিটামিন ই ও অ্যালানটয়েন- যেগুলো স্কিনের জন্য বেশ বেনিফিসিয়াল। এক নজরে স্কিনের জন্য রাইস ওয়াটার এর বেনিফিটস-

  • অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে খুব ভালো কাজ করে
  • স্কিন ব্রাইট করে
  • স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়ায়
  • এজিং সাইনস প্রিভেন্ট করতে হেল্প করে
  • স্কিনে সুদিং ফিল দেয়
  • স্কিন ডিপলি ক্লিন করে
  • স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ইমপ্রুভ করে

ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট

ট্যাঞ্জেরিন বা কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা স্কিন ব্রাইট করতে হেল্প করে। স্কিন কেয়ারে এ থেকে যা যা বেনিফিট পাওয়া যায়-

  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
  • স্কিনের হাইপারপিগমেন্টেশন রিমুভ করে
  • স্কিন সফট ও ময়েশ্চারাইজড রাখে
  • ইভেন টোন স্কিন পেতে হেল্প করে
  • স্কিনে ইয়াংগার লুক দেয়

এই প্রতিটি ইনগ্রেডিয়েন্ট স্কিনের জন্য সুপার বেনিফিসিয়াল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই ফেইস ওয়াশটি স্কিন ক্লিন করে গ্লোয়িং ইফেক্ট দিতে বেশ কার্যকর! এই ফেইস ওয়াশ ইউজে স্কিনে একদমই ড্রাই ফিল হয় না। আর এটি অল টাইপ স্কিনে স্যুইটেবল।

Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads

যেভাবে ব্যবহার করবেন

১) সকালে ঘুম থেকে উঠে এবং বাসায় ফিরে ফেইস ওয়াশ দিয়ে ফেইস ক্লিন করে নিতে হবে।

২) মাইসেলার ওয়াটার বা ক্লেনজিং অয়েল দিয়ে মেকআপ ক্লিন করার পর ডাবল ক্লেনজিং স্টেপে এটি ইউজ করুন।

রেডিয়েন্ট ও গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য রেগুলার স্কিন কেয়ার রুটিনে ফেইস ওয়াশটি অ্যাড করে ফেলুন। অথেনটিক বিউটি প্রোডাক্ট কিনতে পারেন সাজগোজ থেকে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

5 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort