প্রন অ্যান্ড কোকোনাট মিল্ক স্যুপ - Shajgoj

প্রন অ্যান্ড কোকোনাট মিল্ক স্যুপ

12871456_712110812262753_6941843750528594584_n

শীতের সকালে এক বাটি গরম গরম স্যুপ আরামের সাথে সাথে ক্ষুধা নিবারণ করবে। সবজি মাশরুম এবং চিংড়ির মিশেলে তৈরি এই স্যুপটি আমার ভীষণ পছন্দের। আর তৈরি করতেও তেমন সময় ব্যয় হয় না। তাই টেস্টি এই স্যুপের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণ  

Sale • Talcum Powder, Compact & Pressed Powder
    • কোকোনাট মিল্ক – ২ কাপ
    • চিংড়ি – ১০/১২ টি
    • মাশরুম – ১ কাপ
    • গাজর পাতলা করে কাটা – হাফ কাপ
    • পালং শাক – ১ কাপ
    • পেঁয়াজ – ১ টি ছোট কিউব করে কাটা
    • লবন স্বাদ মতো
    • গার্লিক পাউডার  সামান্য
    • গোলমরিচ গুড়া সামান্য
    • লেবুর রস ১ চা চামচ

    [picture]

    প্রণালী

    – একটি পাতিলে কোকোনাট মিল্ক নিয়ে চুলায় বসান একটু গরম হলে এতে চিংড়ি আর গাজর দিন ৩/৪ মিনিট রান্না করুন।

    – এবার এতে মাশরুম, পালং শাক আর পেঁয়াজ দিয়ে দিন সাথে স্বাদ মতো লবন, গোলমরিচ, গার্লিক পাউডার দিয়ে দিন ৭/৮ মিনিট রান্না করুন।

    – ঘন হয়ে আসলে স্যুপ নামিয়ে লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

    ছবি ও রেসিপি – সামিয়া’জ হোম কিচেন

     

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort