যশোরের বিখ্যাত নলেন গুড়ের পায়েশ রান্নার সহজ রেসিপি

যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস

Untitled-1

বাঙালিদের উৎসব কিংবা অনুষ্ঠানে পায়েস ছাড়া যেন চলেই না। খাবার শেষে কিংবা বিকেলের নাস্তায় মিষ্টিমুখ করতে পায়েসের জুড়ি নেই। চিরপরিচিত পায়েসের মধ্যে যশোরের বিখ্যাত নলেন গুড়ের পায়েস একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার। আজকে আমরা  জানবো, এই পায়েস তৈরির সহজ রেসিপিটি।

উপকরণ

  • পোলাও চাল – ১০০ গ্রাম
  • দুধ – ৪ লিটার
  • খেজুর গুঁড় – ৩০০ গ্রাম
  • এলাচ – ৪/৫ টি
  • দারুচিনি – পরিমাণ মতো
  • কাজুবাদাম – স্বাদ অনুযায়ী
  • কিসমিস-স্বাদ অনুযায়ী
  • লবণ- অল্প পরিমাণ

যেভাবে রান্না করবেন

১. প্রথমে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২. এবার একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন হাঁড়ির নিচে যেন পুড়ে কিংবা লেগে না যায়।

৩. এবার দুধে এলাচ  ও দারুচিনি দিয়ে একটু ফুটিয়ে নিন।

৪. এরপর এতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত ধীরে ধীরে নাড়তে থাকুন।

৫. চাল সিদ্ধ হয়ে গেলে এতে গুঁড় দিয়ে দিন।

৬.  এবার এতে  চিমটি পরিমাণ লবণ দিয়ে দিন। এবার  কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।

৭. এবার পায়েসের ওপর কাজুবাদাম, কিসমিস দিয়ে সাজিয়ে নিন।

ব্যাস! তৈরি হয়ে গেল মজাদার নলেন গুড়ের পায়েস। আশা করছি, রেসিপিটি ভালো লেগেছে। আজই ট্রাই করে দেখুন।

ছবি- সাটারস্টক

22 I like it
3 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...