পলিথিন ব্যাগ থেকে ঘুড়ি - Shajgoj

পলিথিন ব্যাগ থেকে ঘুড়ি

9

2

যা যা লাগবেঃ

Sale • Travel Makeup Bag, Split Ends, Tan Removal

    ১। পলিথিন ব্যাগ

    ২। জুস স্ট্র

    ৩। স্কচ টেপ

    ৪। কাচিঁ

    ৫। পারমানেন্ট মার্কার পেন

    ৬। দড়ি

    3

    প্রথমে জুস খাওয়ায় ব্যবহৃত স্ট্র এর বাকানো অংশ কাচিঁ দিয়ে কেটে নিন।

    4

    স্ট্রগুলো পরষ্পর যুক্ত করার জন্য আমরা একটি স্ট্র এর প্রান্ত চেপে চ্যাপ্টা করে নিব, ফলে এটি আরেকটি স্ট্র এর মধ্যে প্রবেশ করানো যাবে।

    5

    এবার সংযোগস্থলে স্কচটেপ লাগিয়ে নিন।

    6

    এভাবে ঘুড়ির মাঝখানের কাঠামো তৈরী করুন। স্ট্র এর শেষ প্রান্তসমূহের কিছু অংশ কেটে নিন, ফলে এর মাঝে সুতা ঢুকানো যাবে।

    7

    এখন পলিথিন ব্যাগ কাটুন ঘুড়ির কাঠামো অনুসারে। তবে মনে রাখার বিষয়, মূল কাঠামোর চেয়ে পলিথিন কিছুটা বড় করে কাটতে হবে। কাঠামোর সাথে পলিথিন ব্যাগ স্কচ ট্যাপ দিয়ে লাগিয়ে নিন।

    8

    ঘুড়িটিকে আরও আর্কষণীয় করে তুলতে ছোট ছোট পলিথিন কেটে সুতায় গেথেঁ ঘুড়ির শেষ প্রান্তে জুড়ে দিতে পারেন।

    9

    পারমানেন্ট মার্কার দিয়ে আরও সাজিয়ে নিতে পারেন।

    10

    লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

    ছবি এবং সূত্র: ক্রোকোটাক.কম

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort