নিজেই বানাই মেক-আপ ব্যাগ - Shajgoj

নিজেই বানাই মেক-আপ ব্যাগ

makeupbag fim

মেক-আপ্ সামগ্রী বলি আর পড়ার টেবিলের জিনিসপত্রই বলি, সংসারের বয়স বাড়তে বাড়তে পাল্লা দিয়ে জিনিস গুলো-ও বাড়তে থাকে। তাই আজকে দেখাব কিভাবে নিজেই ব্যাগ বানিয়ে নিজের জিনিস গুলো গুছিয়ে রাখতে পারেন।

যা যা লাগবেঃ

• পছন্দসই প্রিন্টের কাপড়

• অয়েল ক্লথ

• সেলাই সরঞ্জাম

শুরু করা যাকঃ

makeupbag1

কাপড়কে ভাঁজ করে প্রথম ছবির উপরে যে মাপ লেখা আছে সেই অনুযায়ী কেটে নিন। চাইলে পরে নিজের পছন্দসই মাপেও কাটতে পারেন তবে প্রথম চেষ্টা হলে ছবির মাপটা দিয়েই চেষ্টা করুন। এভাবে অয়েল ক্লথটাও একই মাপে কেটে নিন। খেয়াল রাখবেন ফোল্ড লেখা ৯.৫ সি এম জায়গাটা কিন্তু কাটা না ঐখানেই কাপড়ের ভাঁজটা।

makeupbag2

এবার ১২ সে.মি. মাপের সাইড টা দুই পাশে সেলাই করে ফেলুন।

makeupbag3

কাপড়ের ফোল্ড করা সাইডে যে কাটা অংশ ছিল সেই অংশ দুটো সমান করে সেলাই দিয়ে ফেলুন একটা। এটা ব্যাগের বেইস তৈরি করে দিবে। একই ভাবে অয়েল ক্লথের কাপড়-ও সেলাই করুন।

makeupbag4

এবার অয়েল ক্লথের কাপড়ের টুকরাটা কাপড়ের ব্যাগে ঢুকিয়ে দিন। খেয়াল রাখবেন দুটো কাপড়ের সোজা পিঠ যেন মুখোমুখি থাকে।

makeupbag5

এবার কাপড় দুটো পেপার ক্লিপ দিয়ে আঁটকে দিন এবং ছবির মতো গোলাপি থেকে সাদা পেপার ক্লিপ পর্যন্ত ৮ সেমি পর্যন্ত জায়গা খালি রেখে বাকিটুকু সেলাই করে ফেলুন। পরে সেই সেলাই ছাড়া অংশ দিয়ে ব্যাগটা সোজা করুন। ব্যাগের একদম উপরে একটা সেলাই দিয়ে বর্ডার দিন। তারপরে ব্যাগের মুখের উপরের কিছু অংশ উলটিয়ে ছবির মতো ডিজাইন করে দিন।

makeupbag6

ব্যস এইতো হয়ে গেলো আপনার মনের মত ব্যাগ। কত্ত সোজা তাই না?

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ জিল্লিয়ানিনিটেলি.কম

4 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort