চাইনিজ স্টিমড প্রন - Shajgoj

চাইনিজ স্টিমড প্রন

15056509_1793083810930712_2190739671457851233_n

অল্প সময়ে দারুণ একটি খাবার চাইনিজ স্টিমড প্রন। তাহলে আর দেরি কেন! ঝটপট তৈরি করে ফেলুন মজাদার  চাইনিজ স্টাইলে স্টিমড প্রন। শিখে নিন এই আইটেম তৈরির পুরো প্রণালী। 

[picture]

উপকরণ 

  • বড় চিংড়ি খোসা ছাড়া ২ কাপ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • সয়া সস ২ টেবিল চামচ
  • সুইট চিলি সস ২ চা চামচ
  • ধনিয়া পাতা মিহি কুচি ২ চা চামচ
  • শুকনা মরিচ টালা গুঁড়ো হাফ চা চামচ
  • তেল ১ চা চামচ
  • তিল অল্প (পরিবেশন এর জন্য)
  • লবন স্বাদমত
  • বাঁশের স্টিমারে

প্রণালী
– উপরের সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা রাখলে সবচাইতে ভালো। ১০ মিনিটেও কাজ চলবে।
– এবার সাসলিক এর কাঠিতে চিংড়ি মাছগুলো সাজিয়ে ফেলুন। একটা প্লেটে সেগুলো রাখুন। উপরে বাড়তি সসটুকু ছড়িয়ে দিন। এই প্লেট এবার স্টিম হতে দিয়ে দিন বাঁশের স্টিমারে। বড় ফ্রায়িং প্যানে পানি দিয়ে তার উপর প্লেট দিয়ে ঢাকনা লাগিয়েও করতে পারেন। প্রায় ১৫ মিনিট স্টিম এ রাখলেই হয়ে যাবে।
-ফ্রায়েড রাইস এর সাথে পরিবেশন করুন এই স্টিম প্রনস। হালকা নাস্তায় খেতেও দারুণ লাগে।

ছবি ও  রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort