চাইনিজ ফিশ কারি - Shajgoj

চাইনিজ ফিশ কারি

14224970_1763126833926410_4745669581376864717_n

ডিনার বা লাঞ্চ আইটেম হিসেবে রাখতে পারেন চাইনিজ ফিশ কারি। চাইলে কিছু ফ্রেশ ভেজিটেবল দিয়ে দিতে পারেন, না দিয়ে করলেও মজা হয়!

চাইনিজ ফিশ কারি তৈরিতে যা যা লাগবে-

  • যেকোন মাছের ফিলে লম্বা করে কাটা – ২ কাপ (কাটা ছাড়া)
  • আদা মিহি কুঁচি – ২ চা চামচ
  • রসুন কুঁচি – ১ চা চামচ
  • টমেটো কেচাপ – ১ টেবিল চামচ
  • সয়া সস – ২ টেবিল চামচ
  • ওয়েস্টার সস – ১ টেবিল চামচ
  • ভিনেগার – ১ চা চামচ
  • চিনি – ১/২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
  • ডিম – ১ টি
  • কর্ণফ্লাওয়ার – ২ টেবিল চামচ
  • ময়দা – ১ টেবিল চামচ
  • তিলের তেল( সেসেমি অয়েল)/ যেকোনো তেল – ১ টেবিল চামচ
  • লেবুর রস – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কলি লম্বা করে কাটা – ১/২ কাপ
  • লবন স্বাদমতো

[picture]

প্রণালী

– প্রথমে একটা বাটিতে মাছের পিসগুলোকে লেবুর রস আর অল্প লবন দিয়ে মেরিনেট করে রাখুন ২০ মিনিট। ২০ মিনিট পর এই মাছের পিসগুলোর সাথে ময়দা, কর্ণফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া, ডিম দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিন।

– এখন এই মাখানো পিসগুলো ডুব তেলে সোনালী করে ভেজে নিন।

– ১/৩ কাপ পানিতে ১ চা চামচ পরিমাণ কর্ণফ্লাওয়ার দিয়ে গুলে রাখুন।

– এবার কড়াইতে তেল দিন। এতে একে একে রসুন কুঁচি, আদা কুঁচি, টমেটো কেচাপ, সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, লবন স্বাদমতো আর অল্প পানি দিয়ে সস বানিয়ে নিন।

– এখন ভেজে রাখা মাছের পিসগুলো এই সস এ ভালোভাবে মিশয়ে নিন। সাথে দিন লম্বা করে কাটা পেঁয়াজ কলি (না দিয়েও করতে পারেন) আর গুলে রাখা কর্ণফ্লাওয়ার। ২ থেকে ৩ মিনিট রান্না করুন। অল্পতেই গ্রেভির মতো হয়ে যাবে তখন নামিয়ে নিন!

– গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন চাইনিজ ফিশ কারি !

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort